আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৯ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

S5.jpg

|

চোখের নেশায় ঠোঁটের
কাঁপন দেখেছে যে,
হৃদয় নিবিড়ে প্রেমের
সুবাস পেয়েছে সে।

মনের আড়ালে সর্বদা
সরিয়ে নিজের থাকা,
চোখের আড়ালে স্বপন
শয়নে ভাবনা ফাঁকা।

নতুন প্রভাতে দিগন্ত
বেলায় আলোক ধায়,
জীবন আলোর প্রদীপ-
শিখায়, আঁধার যায়।

|
|-শুভ সকাল 🌞🌿🍂🍃🍁|

S6.jpg

|

নিঃসীম শীতের রাত
দীর্ঘ থেকে দীর্ঘতর প্রপাত,
আমি অপেক্ষাতে আঁধারে
তুমি আসবে বলে..

রাতের তারা সব ফুটেছে-
আলোয় ঝলমল চারিদিকে,
এখনো ফিরে আসলে না
ক্লান্ত আমি অপেক্ষাতে!

নীরবে কত শব্দ বুনছি
মৃদু আলোয় একলা বসে,
তোমার অপেক্ষাতে
আমার ঘুম উড়ে যায় দূরে।

|
|-শুভ রাত্রি ✨💙🖤💕|

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115580.23
ETH 4476.43
SBD 0.86