আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১১ ডিসেম্বর ২০২৩

in #poetry9 months ago
আসসালামুআলাইকুম

s8.jpg

|

সময় নামের চক্রটা
ঘুরেফিরে যতবার;
দুঃখ-সুখ নামক শব্দটা
ফিরে আসে ততবার।

পাতা যখন হলুদ হয়
খসে পড়ে বৃন্ত থেকে,
ঠিক তেমনই যেতে হয়
সবকিছুই মেনে নিয়ে।

কালের ফেরে ঘুরে সব
কিচ্ছুটি নেই কারো হাতে,
আচরণ আর ব্যবহারটুকু
থেকে যাবে নামের সাথে।

|
|-শুভ সকাল 🍃🌧️🍂🌺🌱|

s9.jpg

|

আজব এক খেলাঘর
রচিলেন কোন কারিগর?
মঞ্চ সারিতে প্রফুল্ল দর্শক
অভিনয়ের খেলা চিত্তাকর্ষক!

উওর,দক্ষিণ,পূর্ব,পশ্চিম
গোলকধাঁধায় হয় যে রক্তিম,
ঘূর্ণায়মান এই পথ চলা
অদৃশ্য কারো ছলাকলা!

যোগ বিয়োগের কঠিন খেলা
প্রতি পলে সঙের মেলা!
কোথায় শুরু কোথায় যে শেষ

চলছে কেবলি হিসেব নিকেশ!

শুভ সকাল 🍃🌧️🍂🌺🌱

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45