আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry4 months ago (edited)
আসসালামুআলাইকুম

S10.jpg

|

জীবন এক নাটকের চিত্রনাট্য
বাস্তবের চিত্রণে চিত্রণ!
গতিময় জীবনে স্মৃতি এসে
এলোমেলো করে ভুবন!
ঢেউ খেলানো চড়াই উতরাই-
পথের আঁকে বাঁকে জটিল আবর্তন!
জীবনের স্রোতে ভেসে চলেছি আমরা
কালের নিয়মে, সময়ের ঘূর্ণন!
একদিন সব সময় যাবে অতীত স্মৃতি
আজ, কাল, পরশুর গল্প বিস্মরণ।

|
|-শুভ সকাল ☀️🍃|

S9.jpg

|

বাহির হলে নীরব নিশীথে-
আপন ধূলার প্রাঙ্গনে,
দেখো বিস্ময়ে আপন গভীরে
বাজিছে হৃদয়-শিঞ্জনে।

আমাতে তোমাতে সুরের সৃজনে
একাকার ঘন সুজন,
রেখে অন্তরে খুঁজেছ বাহিরে
ছিলে বুঝি আনমন;

চেয়েছ দূরে সুদূর কিনারে
চাহনি নিকট অন্তরে,
হৃদয় বীণায় পাতনি কান
ছিল যা আপন নিবিড়ে।

|
|-শুভ রাত্রি ✨🖤💕|

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65448.52
ETH 3556.26
USDT 1.00
SBD 2.50