আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৪ মার্চ ২০২৪
|
এমন রূপে কেন রে তুই?
ইচ্ছে করে হাত বাড়িয়ে
নরম করে আজ তোকে ছুঁই।
ও চাঁদ, তোর বুকের ভিতর
হাজার হাজার ডুব ডুবুরি,
দেখ না কেমন ডুবতে ডুবতে
অচিন হৃদয় করছে চুরি।
ও চাঁদ, এমন চুরি বল
শিখেছিস কেমন করে?
তোর ওই মরন ফাঁদে
রাতও ঝোলে, ক্লান্ত ভোরে;
|
|-শুভ দুপুর 💦🤍🍃🫧🌺🦋🪷|
|
তুমি হলে খরা,
ঝরার আগেই শুকিয়ে দিলে
কেমন হতচ্ছাড়া!
আমি শান্ত শীতল বলে
তুমি হলে ব্যবচ্ছেদ,
আগুন মেখে তীরের মাথায়
করলে বক্ষ ভেদ!
আমি তবু হাসি বলে
তোমার ভীষণ পোড়ে গা,
এতো করে মারলে তবু
তোমার তেষ্টা মেটে না।
|
|-শুভ দুপুর 💦🤍🍃🫧🌺🦋🪷|