ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব নয় -৯

in #dragon10 months ago (edited)

d2.jpg

জমি নির্বাচন, তৈরি ও পরিচর্যা

d6.jpg

d1.jpg

ড্রাগন ফল চাষের জন্য সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে। পরপর কয়েকটি চাষ ও মই দিয়ে জমি সমান করে নিতে হবে। মাদা তৈরির পূর্বে জমি থেকে বহুবর্ষজীবি আগাছা বিশেষ করে উলুঘাস সমূলে অপসারণ করতে হবে।

d3.jpg

রোপণ পদ্ধতি ও সময় :

সমতল ভূমিতে বর্গাকার কিংবা ষড়ভূজাকার এবং পাহাড়ী জমিতে কন্টুর পদ্ধতিতে ড্রাগন ফলের চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর অস্থায়ী ছায়ার ব্যবস্থা করতে পারলে ভাল হয়। এপ্রিল থেকে থেকে অক্টোবর ড্রাগন ফলের চারা রোপণের উপযুক্ত সময়।

d4.jpg

মাদা তৈরি :

উভয় দিকে ২.৫ হতে ৩.০ মিটার দূরত্বে ২.৫ মিটার লম্বা সিমেন্টের খুঁটি এমন ভাবে পুঁতে দিতে হবে যাতে করে মাটির উপরে ১.৫-১.৭৫ মিটার অবশিষ্ট থাকে। প্রতিটি খুঁটির চার পাশে খুঁটি হতে ৩০ সে.মি. দূরত্বে ৬০×৬০×৬০ সে.মি. আকারের গর্ত করে উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। গর্ত তৈরির ২০-২৫ দিন পর প্রতি গর্তে ১৫-২৫ কেজি পচা গোবর, ২৫০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি, ১০০ গ্রাম জিপসাম, ১৫ গ্রাম জিংক সালফেট ও ২৫ গ্রাম বরিক এসিড সার গর্তের মাটির সাথে ভালভাবে মিশিয়ে গর্ত ভরাট করে রেখে দিতে হবে। মাটিতে রসের অভাব থাকলে পানি সেচ দিতে হবে।

d5.jpg

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38