আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২২ ফেব্রুয়ারি ২০২৪
|
কতো তারা ফুটে;
কানন মাঝে আনন পেতে
আকুল; ভ্রমর ছুটে!
চাঁদের হাসি ভালোবাসি
তোমায় নিয়ে ছন্দ লিখি,
জ্যোৎস্না; ধারা আলো করা
নয়ন ভরে তোমায় দেখি।
তারায় তারায় হারায় চন্দ্র
নীলাম্বরীর মাঝে;
আমি হারাই তোমার মাঝে
তোমায় ভালোবেসে।
|
|-শুভ রাত্রি ✨💙🌌❤️💕|
|
যা বলা হয়ে উঠেনা
তা-ই শব্দে সাজাই;
গম্ভীর কোন ছন্দে নয়
স্বরবৃত্তের চঞ্চলতায়
মুক্ত দুরন্ত বলাকার বলয়ে;
যেখানে মিলেমিশে একাকার হয়
আমাদের অন্তর রসায়ন।
সূচনায় তুমি যেমন, উপসংহারেও
তেমন করেই থেকো আমার পৃথিবী জুড়ে
প্রেমের বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম প্রকাশে!|
|-শুভ রাত্রি ✨💙🌌❤️💕|
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.