আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৯ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry4 months ago
আসসালামুআলাইকুম

S19.jpg

|

তোমার মনের উঠোনে
খেলছে কেমন রৌদ্র-ছায়া;
বলতে চেয়েও হয়নি বলা
মনের গহীনে সুপ্ত অনুভূতির কথা।

নিয়ম মানেনা বেহায়া মন
অনিয়ম করে শুধু তোমাকে চায়,
বাস্তবতার দেয়াল ভেঙে
অনূভুতিরা ডানা মেলে।

জানি তুমি দেখছ আমায়
আঁকছ ছবি চুপিসারে,
আজও হলোনা বলা
যা দোলা দেয় হৃদয় দুয়ারে!|
|-শুভ রাত্রি ✨💙💞❣️|

S20.jpg

|

আকাশ ভালো লাগে
ওই তারার মেলায়,
সাগর ভালো লাগে
নীল সাগর বেলায়।

চাঁদকে ভালো লাগে
নেমে এলে রাত,
সূর্যকে ভালো লাগে
হলে যে প্রভাত।

জীবনকে ভালো লাগে
তুমি থাকলে পাশে,
থাকতে ভালো লাগে
তোমাতে জড়িয়ে।

|
|-শুভ রাত্রি ✨💙💞❣️|

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64841.11
ETH 3523.97
USDT 1.00
SBD 2.36