ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব তেরো-১৩

in #dragonlast year

d2.jpg

বালাই ও বালাই ব্যবস্থাপনা

d1.jpg
ড্রাগন ফলে রোগ-বালাই ও পোকা-মাকড় খুব একটা চোখে পড়ে না, তবে মাঝে মাঝে মূল পচা, কান্ড ও গোড়া পচা রোগ এবং জাব পোকা ও মিলি বাঘ আক্রমণ দেখা যায় ।

d4.jpg

মূল পচা রোগ :

এ রোগটি Fusarium sp. দ্বারা সংঘটিত হয়। গোড়ায় অতিরিক্ত পানি জমে গেলে গাছে মূল পচা রোগ দেখা যায়। এ রোগ হলে মাটির ভিতরে গাছের শিকড় একটি দুটি করে পঁচতে পঁচতে গাছের সমস্ত মূল পঁচে যায়। গাছকে উপরের দিকে টান দিলে মূল ছাড়া শুধু কান্ডটি উঠে আসে। তবে এ থেকে পরিত্রাণ পেতে হলে উঁচু জমিতে এ ফলের চাষ করা ভালো।

মূল পচা রোগাক্রান্ত চারা

প্রতিকার :

এ রোগ দমনের জন্য সুনিষ্কাশিত জমি নির্বাচন করতে হবে। চারা রোপণের পূর্বে পচা খৈল সার (৬০ গ্রাম খৈল) বা ট্রাইকো কম্পোস্ট (৫ কেজি) দিয়ে প্রতিটি গর্তের মাটি শোধন করা যেতে পারে। রোগ দেখামাত্র গোড়া ও কান্ডে ইন্ডোফিল এম ৪৫ বা কুপরাভিট ৫০ ডব্লিউপি বা থিয়ভিট ৮০ ডব্লিউজি নামক ছত্রাক নাশক ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের প্রয়োগ করে সহজেই দমন করা যায়।

d3.jpg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68857.19
ETH 2715.71
USDT 1.00
SBD 2.72