আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ ডিসেম্বর ২০২৩

in #poetry6 months ago
আসসালামুআলাইকুম

s3.jpg

|

এই যে দিন কত রঙিন,
স্মৃতির উপর স্মৃতি-ধূলো জমতে চায়!

এত ক্ষয়ে যাওয়া জীবন-
তবু হাসি মুখ,
ভাঙনের প্র‍য়াস-
জীবন শুধু ক্ষয়ে যেতে চায়;
তবু তা অপ্রতিরোধ্য,
পিছে তাকাবার নেই ফুরসত।

চোখে রাখো চোখ; হাতে দাও হাত;
তোমার প্রেমের সুগন্ধি সুধা দিয়ে,
কেটে যাক এ মধুর রৌদ্র ক্ষণ।
☀️🌿🌸|
|-শুভ বিকেল 🍃🌿☘️💚🦋|

s4.jpg

|

জল ছলছল রূপ নিয়েছে
মনের সবুজ চয়ন,
শ্যামলা মেয়ের মেঘ কালো চুল
দু'টি অরূপ নয়ন!

নীল মেঘে তে সবুজ দেশে
উড়ে যাবার ডানায়,
মেঘলা দিনে একলা মনে
সাজিয়ে মনের কোনায়।

কোথায় যেন হারিয়ে যাবে
আঁখির কোনে ব্যথা,
দূরের পানে চেয়ে চেয়ে
এক সে, নিরবতা।

|
|-শুভ বিকেল 🍃🌿☘️💚🦋|

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 61043.90
ETH 3378.35
USDT 1.00
SBD 2.46