আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৮ মার্চ ২০২৪

in #poetry3 months ago
আসসালামুআলাইকুম

s1.jpg

|

পথের ঠিকানা অন্তরে;
সত্যের পথ, মঙ্গল-পথ
জীবন সুন্দর, সেই
চেনা পথের হাত ধরে।

কান্না হাসি দুঃখ সুখ
বেদনা আনন্দ, এইভাবে
মনের'ই কারণে, চক্রবৎ..
আমাদের জীবনে আসে ঘুরেফিরে।

মন যখন মনের বশে
পরম আন্তরিক, মোরা নির্ভীক;
জীবনতরী বয়ে চলে
ভরসা আর বিশ্বাসে।

|
|-শুভ রাত্রি ✨🤍💙|

s2.jpg

|

না-বলা কথার ভিড়
গাঢ় হলে অভিমানী ইশারায়,
মনের গোপন কোণে
বৃষ্টির আনাগোনা বেড়ে যায়।

দু-এক মুঠো রোদ লেগে থাক
নৈঋতমুখী জানলাতে,
ঠিক যেভাবে তুমি লেগে থাকো
আমার প্রতিটা অনুভূতিতে।

এক টুকরো মন পাঠালাম
মুড়িয়ে গোলাপ পাপড়িতে,
চাইলে গুছিয়ে রাখতেই পারো
নালিশে কিংবা স্পর্ধাতে।
🌹🌹|
|-শুভ রাত্রি ✨🤍💙|

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66442.48
ETH 3553.03
USDT 1.00
SBD 3.10