আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ মে ২০২৫
|
চোখে আমার প্রশ্ন নেই,
উত্তরেরও দরকার নেই
আমি যে চিনি আমাকে।
আমি যে ছায়ায় হেঁটে যাই
আমি চাই না তা যাক থেমে,
দৃষ্টি আমার নরম আগুন;
ভালোবাসার কথা শুধু বলে।
আমি আমাতেই খুব তৃপ্ত
আরও বেশি দীপ্ত হয়ে-
চলতে চাই তোমার সাথে
যেতে চাই অনেক দূরে।
|
|-শুভ বিকেল 🍃🍁🦋|
|
ধীরে ধীরে ক্ষয়,
মিলে মিশে থাকলে প্রাণবন্ত-
জীবন হয় আনন্দময়।
একাকীত্বে হও যদি-
বিপথগামী, বিপর্যস্ত!
ভীত না হয়ে জীবনকে-
দিতে হয় সময় পর্যাপ্ত।
একাকীত্ব এক কঠিন রোগ-
মনের শক্তি করে হরণ,
একাকীত্বকে দিতে নেই ঠাঁই-
তবেই জীবনকে করবে জয়।
|
|-শুভ বিকেল 🍃🍁🦋|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.509978118886604 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Hi @shakilkhan,
We are actively developing and maintaining the open-source DApp SteemX which is live and growing nicely. A modern, sleek and User friendly platform designed for the Steem.
👉 Project
https://steemx.org/
To continue supporting this and other future projects, we are running the bountyking5 witness node. Your support is vital in helping us strengthen the Steem ecosystem.
Vote for Witness ✅ bountyking5
Please consider casting your witness vote for bountyking5 by visiting 👉 https://steemitwallet.com/~witnesses and searching for bountyking5. Your support will be highly appreciated.
Hola
Que lindas flores con un color muy llamativo
La naturaleza siempre bonos regala su belleza