আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৯ মার্চ ২০২৪

in #poetry3 months ago
আসসালামুআলাইকুম

s3.jpg

|

কল্পনা প্রেমী কল্পনা বুনে
আকাশ কুসুম দিন গুণে,
দুপুর হাওয়া মনের কোণে
মাতাল মাতাল সমীরণে!

দুই চোখেতে হাসি ঝলমল
নয়ন পাতায় জলের ঝিলিক,
চোখের কোণে উপচে পড়ে
অব্যক্ত কথাদের মিছিল।

কপাল বেয়ে গড়িয়ে পড়ে
ঠোঁট ছুঁইয়ে আদর করে;
একটু শান্তি, একটু আশা
নিবিড় গভীর ভালবাসা।

|
|-শুভ দুপুর|

s4.jpg

|

ক্ষণস্থায়ী এই জীবন প্রহর
কত লড়াই রাত জাগা ভোর
পলে পলে দগ্ধ অনুপল
তাকে ঘিরেই জীবন অতল।

কত কল্পনা মিথ্যা আশা
নদীজলে অজানায় ভাসা
ঢেউয়ের গভীরে শুধুই ঢেউ
তুমি কি দেখছ, অপলক কেউ!

তবুও তুমি নও একা
যদিও চারপাশ সবই ফাঁকা
সেখানে ছড়ানো বিধাতার আশির্বাদ
আকাশ বাতাস সমুদ্রের বিলাস।
🌿🌼|
|-শুভ দুপুর|

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67708.83
ETH 3801.89
USDT 1.00
SBD 3.48