আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৫ মার্চ ২০২৪
|
মেঘের; মন খারাপ
মনের নেই কি কোন দায়ভার
চোখ নয় কি তার দাবিদার?
বাতাস কি কেবল বৃক্ষ মাঝে বহে
বক্ষ কেন শূন্য মনে হয়
হু হু কি বুকটা করেনা
বারে বার না পাওয়া বিরহে।
তুফান কেন চুপটি করে রয়
মন মাঝে মৃদুমন্দ বহে
তুমি-আমি স্বাক্ষী তবে আজ
প্রকৃতির এ অসমাপ্ত কাজে।|
|-শুভ সকাল 🌞🍃🌺🌿🌹🦋💕|
|
এই যে সুন্দর ভুবন,
চারিদিক বিকশিত
লাগে যে শোভন।
চারিদিকে আছে ঢেকে
কী যে অপরূপে,
এমন শোভন শোভা দেখে
নয়ন; চুপেচুপে।
জল ধারা রাশি রাশি
স্থল, ধারা হাসি;
কাননে ফুটিছে গোলাপ কলি
তারই পাশাপাশি।
|
|-শুভ সকাল 🌞🍃🌺🌿🌹🦋💕|