আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৮ এপ্রিল ২০২৪
|
পা ভিজিয়ে কে আমি!
মাথার ওপর নীল আসমান
সবুজ বৃক্ষের অম্লজান।
দু’চোখ বুজি অপার ভাবনায়
শীতল অনুভব হাত বাড়ায়,
হটাৎ করেই স্রোতের প্রতিকূল
ভাটার টানে জীবন অকূল।
ভেসে যাই স্রোতের বীপরিতে
সময়ের সাথে নিজের অস্তিত্বে,
কখনো হারাই অসীমের-পানে
করি সমর্পণ শূন্য গগনে।
|
|-সুপ্রভাত|
|
থাকে অনেক চড়াই উতরাই,
দুঃখ কষ্ট জীবনেরই অঙ্গ
আমরা থাকি শুধু সুখের অপেক্ষায়।
দুঃখ আসে, চলেও যায়
দিয়ে যায় কিছু ব্যথা,
সুখ আসে, চলেও যায়
রেখে যায় সুখ স্মৃতি কথা।
সুখ দুঃখ যেন
মেঘ-রোদ্দুরের খেলা,
ঘোরে ফেরে মনের আঙিনায়
কখনো হাসায়, কখনো কাঁদায়।
|
|-সুপ্রভাত|