আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ৩০ মে ২০২৪

in #poetry28 days ago
আসসালামুআলাইকুম

s21.jpg

|

চার বর্ণের ছোট্ট কথা
করতে পারে বিশ্ব জয়,
মিটতে পারে ঝগড়া বিবাদ
বলতে পারে যুদ্ধ নয়।

আনতে পারে শান্তি মনের
আনতে পারে বিশ্বময়,
আনতে পারে সৌহার্দ্যতা
করতে পারে স্নিগ্ধময়।

বলতে পারলে যখন তখন
বন্ধু কিংবা প্রিয়জনা,
ছোট্ট শব্দ চারটি বর্ণের
একটি মাত্র 'ভালোবাসা'।

|
|-শুভ দুপুর 💛🌿|

s22.jpg

|

না পাওয়া সবই সুন্দর
অপূরন তাই বারে বারে পড়ে মনে,
খোলা আকাশ ছিল কাছে
তবু মন কেন আটকে ঘরের কোনে।

পছন্দ করোনা তুমি
তাই আজ করা হয়না ভুল গুলি,
জোর করোনি কোনদিন
দিয়েছ মর্যাদা আমার ইচ্ছে খুশির।

জানি, তোমার ভালবাসা
দিন দিন বাড়ছে অবিরত,
খোদার পরে তোমার কাছে
হই যে আমি নত।

|
|-শুভরাত্রি|

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60716.58
ETH 3369.74
USDT 1.00
SBD 2.48