ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব এগারো-১১

in #dragon10 months ago

d10.jpg

আন্তঃপরিচর্যা

d7.jpg

আগাছা দমন :

d11.jpg

গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমিকে আগাছামুক্ত রাখা দরকার, বর্ষার শুরুতে ও বর্ষার শেষে নিড়ানী বা কোদাল দ্বারা কুপিয়ে বা হালকাভাবে চাষ দিয়ে আগাছা দমনের ব্যবস্থা করতে হবে। আগাছা দমনের সময় লক্ষ্য রাখতে হবে যাতে শিকড় ক্ষতিগ্রস্ত না হয়।

আগাছা মুক্ত ড্রাগন ফলের বাগান।

পানি সেচ ও নিষ্কাশন:

d9.jpg

ড্রাগন ফল গাছ খরার ও জলাবদ্ধতার প্রতি খুব সংবেদনশীল। চারার বৃদ্ধির জন্য শুকনো মৌসুমে ১০-১৫ দিন পরপর এবং ফলস্ত গাছের বেলায় সম্পূর্ণ ফুল ফোটা পর্যায়ে একবার, ফল ধারণ করার পর একবার এবং এর ১৫ দিন পর আর এক বার মোট তিনবার সেচের ব্যবস্থা করতে হবে। সার প্রয়োগের পর সেচ দেয়া ভাল। এ ছাড়া ফুল আসার ৪-৬ সপ্তাহ পূর্বে সামান্য পানির পীড়ন দিলে ফুল ফোটা তরান্বিত হয়। ড্রাগন ফল গাছ জলাবদ্ধতা সহা করতে না ফলে বর্ষার সময় যাতে গাছের গোড়ায় পানি না জমে থাকে তার জন্য নিষ্কাশনের ব্যবস্থা করাতে হবে।

d8.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38