আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৪ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry4 months ago
আসসালামুআলাইকুম

S7.jpg

|

তোমায় দেখলে কিছুতেই যেন-
ফেরাতে পারি না দৃষ্টি,
এ কেমন জাদু করলে বলো
করলে অনাসৃষ্টি।

চক্ষু দুটি তোমায় নিয়ে;
স্বপ্ন দেখে যায়,
মন পাখিটা মনের খাঁচায়
বার বার তোমায় চায়।

প্রেমের রাজ্যে তুমি রাজা
আমি তোমার রানী,
সারা জীবন বাসবো ভালো
তোমায় আমি মানি।

|
|-শুভ বিকেল 🍃🌹🦋💕💞|

S8.jpg

|

কানের কাছে বাজেনা কথা তবু
মনের ভেতর শুনতে পাচ্ছি ঠিকই,
প্রিয়, তোমার কথার মতো সুরের
সেই অভাবটাই অক্ষরে আজ লিখি।

কি দিয়ে রচিবো তোমায়, বলো
কোন কালিতে লিখবো সেই কথা,
অদৃশ্য আবছায়া মায়াময় তুমি
কোন কাগজে বলো আঁকবো ছবিটা।

|
|-শুভ বিকেল 🍃🌹🦋💕💞|

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66015.85
ETH 3551.21
USDT 1.00
SBD 3.13