আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৩ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry4 months ago
আসসালামুআলাইকুম

S6.jpg

|

সোনার বরণ সাজলো ধরিত্রী
হিম উত্তরের বাতাসে,
কুয়াশার উড়ল চাদর খানা
শিশির বিন্দু ঘাসে।

মন কেড়ে নেয় নানা স্বরের
করে কুঁজন পাখি,
স্নিগ্ধ সকাল মুগ্ধ হয়ে দেখে
অবাক দু আঁখি।

|
|-শুভ সকাল 🍃❄️🎶🐦|

S5.jpg

|

যে এসে দাঁড়ায় পাশে
সে আমার প্রিয়স্বজন,
হাতটি ধরে পাশাপাশি হাঁটি
জীবনটা অনেক মসৃণ।

যে আছে বুকের গভীরে
ঝড়ে নোঙর, ঠাণ্ডায় উত্তাপ
সে কাছে দাঁড়ালে জীবনের দৈর্ঘ্য
অনেকটাই মনে হয় ছোট।

ইচ্ছে মতোন যখন-তখন
তোমার প্রেমেই বাঁচি-মরি,
মনটা তো চায় অবলীলায়
রটিয়ে বেড়াই সবই।

|
|-শুভ রাত|

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65213.13
ETH 3471.00
USDT 1.00
SBD 2.35