আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা জীবনের গল্প ||| ০৫ নভেম্বর ২০২৩
কয়েকদিন আগে আমার পিচ্চি কাজিন ফাহিম বাবু বাড়ির পেছনে পাটকাঠি গাদায় আগুন ধরিয়ে দিয়ে নিজেই তার আম্মুর কাছে এসে খবর দিয়েছে, 'আম্মু আগুন লাগাই দিছি' যাহোক তৎক্ষনাৎ সবাই আগুন নেভাতে সক্ষম হয়।
বোকা ইউক্রেনের অবস্থা অনেকটা সেরকমই, আমেরিকার ইন্ধনে রাশিয়ার সাথে ঘাড়ত্যাড়ামি করতে যেয়ে ফাহিম বাবুর মতো 'আগুন লাগাই দিছে' নিজ দেশেই! কিন্তু আমেরিকা আর আগুন নেভাতে আসেনি।
রাশিয়ার উপরে আমেরিকা সহ মিত্র দেশের অর্থনৈতিক অবরোধ নামক ঠুনকো চিল্লাপাল্লা বৈকি! এরকম অবরোধ ২০১৪ এবং ২০১৮ সালে রাশিয়া আগেও দেখেছে। এবার বরং রাশিয়া অনেকটা প্রস্তুতি নিয়ে শুরু করেছে, অর্থাৎ প্রচুর ডলার, জ্বালানি তারা মজুদ করে রেখেছে, যাতে কোন অবরোধই টলাতে না পারে।
ন্যাটো বা আমেরিকা কোনভাবেই অন্য দেশের স্বার্থে রাশিয়ায় হামলা করার কথা স্বপ্নেও ভাবেনা। ইউরোপের তেল, গ্যাস রাশিয়া একবার বন্ধ করে দিলে ভিক্ষা করেও ভাত পাবেনা ইউরোপ। আর পারমাণবিক নামক ভয়ঙ্কর দানব তো আছেই!
বহুকাল আগেই ফিদেল ক্যাস্ট্রো বলেছিলো- "আমেরিকা যার বন্ধু- তার আর শত্রুর দরকার হয়না" ইউক্রেন সেই সুত্রেই যেন অঙ্কিত দাবার গুটি। বন্ধু আমেরিকার ফাঁদে পড়েই তাদের আজ এই অমানবিক দুর্দশা!
সবশেষে একটা কথা জানিয়ে রাখি, এই যুদ্ধে আমি মজলুম ইউক্রেনের পক্ষে। নিরপরাধ মানুষের উপর হামলা কোনভাবেই কাম্য নয়। বন্ধ হোক রাশিয়ার অন্যায় আগ্রাসন, সাথেসাথে ইউক্রেনের শুভবুদ্ধির উদয় হোক।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.