লেভেল ৩ হতে আমার অর্জন by @shakib735 Π ১০% লাজুক খেঁকের জন্য

আসসালামু আলাইকুম,আমি সাকিব।আমি @abb-school এর একজন ছাত্র। আমি অনেক কিছু জানতাম না যা abb-school এর মাধ্যমে জেনেছি। আমি লেভেল ৩ এর মোখিক পরিক্ষায় উত্তির্ন হয়েছি তাই এখন আমি লেখিত পরিক্ষায় অংশ গ্রহন করতে যাচ্ছি। ক্লাসের মাধ্যমে যা জেনেছি তা থেকেই উত্তর করার চেষ্টা করবো,

IMG20220210094102-01.jpeg

প্রশ্ন উত্তর পর্ব

১ প্রশ্নঃ মার্কডাউন কি?

উত্তরঃ মার্কডাউন হলো লেখাকে সুসজ্জিত করার কোড। লেখাকে ছোট-বড় করা, লেখা বোল্ড বা ইতালিক করা, লেখার রঙ পরিবর্তন করা, এরকম আরো অসংখ্য কাজ মার্কডাউন এর মাধ্যমে করা যায়। মার্কডাউন এর ব্যবহারের মাধ্যমে পোস্টকে আরো বেশি আকর্ষনীয় করে তোলা হয় যা পাঠকের কাছে অনেক স্পেশাল।

২ প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ মানুষ সুন্দরের পূজারী। সকল ধরনের সোশ্যাল প্লাটফর্ম গুলোতে সবাই চায় ভালো সুসজ্জিত পোস্ট যা মানুষকে আকৃষ্ট করে। স্টিমিট যেহেতু এরকম একটি সোস্যাল প্লাটফর্ম এবং এখান থেকে অর্থ উপার্জন সম্ভব। পাঠকের ভালো লাগে এমন ভাবে পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পোস্ট গুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হয় তা খুব সহজেই সবার নজরে আসে। সুতরাং ভালো কন্টেনের জন্য মার্কডাউন এর ব্যবহার উল্লেখযোগ্য।



৩ প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উওরঃ আমরা সাধারণত দুই ভাবে পোস্টের ভিতরে মার্কডাউনের প্রতিফলন না ঘটিয়ে কোডগুলো দৃশ্যমান করে দেখাতে পারি।
যেমনঃ

  • ১- আমরা যে মার্কডাউন কোডগুলো ব্যবহার করব তার আগের চারটি স্পেস দিতে হবে।
  • ২-মার্কডাউন এর আগে (') এই চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে মার্কডাউন প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান রাখা সম্ভব।


৪ প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরঃ
ইনপুট
User | Post | Steem power |
--- | --- | --- |
User1 | 10 | 500
User2 | 20 | 900

আউটপুট

UserPostSteem power
User110500
User220900


৫ প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উওরঃ প্রথমে তৃতীয় বন্ধনির এর ভেতর সোর্স দিতে হবে তারপর প্রথম বন্ধনির ভেতর লিংক দিতে হবে।

উদাহরণঃ '[Source](www.google.com)'
ফলাফলঃ [Source](www.google.com)


৬ প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উওর -
'# আমার বাংলা ব্লগ'
'## আমার বাংলা ব্লগ'
'### আমার বাংলা ব্লগ'
'#### আমার বাংলা ব্লগ'
'##### আমার বাংলা ব্লগ'
'###### আমার বাংলা ব্লগ'

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ


৭ প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

উত্তরঃ

<div class="text-justify">
</div>



৮ প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া উচিত?

উত্তরঃ কন্টেন বলতে বুঝায় আমাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতার সংমিশ্রণ। কনটেন্টের টপিক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে সেই সব টপিকসের উপর যেগুলোতে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতাকে কাজে লাগাতে পারবো। কোনো বিষয় সম্পর্কে ধারণা না থাকলে ভালো কিছু করা সম্ভব নয়।

৯ প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?

উত্তরঃ যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমি সেই টপিক এর উপর ব্লগ লেখতে পারবো না। তাছাড়া স্টিমিট প্লাটফর্মে প্লাগারিজম ও কপিরাইট গ্রহনযোগ্য নয় তবে রিরাইট করা যেতে পারে। সেক্ষেত্রেও আমাদের টপিকসে জ্ঞান থাকতে হবে। সুতরাং কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী।


১০ প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ ৩.৫ ডলার।



১১ প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি

উত্তরঃ পোস্টে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য 5 মিনিট পর এবং ৬ দিন ১২ ঘন্টার আগে ভোট দিতে হবে। ৫ মিনিট এর পর সবার আগে ভোট দিতে হবে। ট্রেন্ডিং পোস্টে ভোট দিতে হবে।তবেই আমরা সেই পোস্ট থেকে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড অর্জন করতে পারবো।

১২ প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ আমি মনে করি নিজে কিউরেশন করার চেয়ে @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন করা সম্ভব হবে।
@heroism এর কিউরেশনের ক্ষেত্রে একটা এক্সপার্ট টিম কাজ করে, তারা ভালো ভাবে জানে কোথায় ভোট দিলে বেশী লাভবান হওয়া যাবে। তাছাড়া @heroism কে ডেলিগেট করলে তাদের থেকে আমি আমার পোস্ট প্রতিদিন একটা করে ভোট পাবো এবং সেই ভোট থেকে আমি, sbd এবং স্টিম পাওয়ার উভয়ই পাবো। কিন্তু আমি যদি নিজে কিউরেশন করি যেহেতু আমার স্টিম পাওয়ার খুব কম সেহেতু আমি খুব কম পরিমানে শুধু স্টিম পাওয়ার পাবো। তাই আমি মনে করি নিজে কিউরেশন করার চেয়ে @heroism কে ডেলিগেশন করলে বেশী আর্ন করা সম্ভব হবে।

cc: @alsarzilsiam
by:@shakib735

Sort:  

ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে আপনি level3 বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।এই পোস্ট থেকে অন্যরাও অনেক কিছু শিখতে পারবে। বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দরভাবে ক্লাসগুলো করেছেন এবং বিষয়গুলো ভালভাবে রপ্ত করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

খুব সুন্দর ভাবে আপনি আপনার লেভেলের পরিক্ষাটি সমপন্ন করেছেন। আশা করছি খুব দ্রুতই আপনি পরবর্তী লেভেলে যাবেন। ধন্যবাদ এবং শুভকামনা।
 2 years ago 

লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে আমার কাছে। অনেক কিছু শিখতে পেরেছি আমি নিজেও এ ক্লাসগুলো করে। হ্যাঁ আমি আশা করি আপনিও অনেক কিছু শিখতে পেরেছেন। বাকি পরীক্ষাগুলো দিয়ে তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে পড়ল। আপনার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14