how medicine eat

in #busy7 years ago

কোন বোতলের মেডিসিন ঝাঁকিয়ে খাবেন??
ঔষধের বোতল ঝাঁকানো নিয়া অনেক গল্প শুনেছি ছোট বেলায়। কিন্তু ঝাঁকানোর কেরামতি অনেকেই জানে না।
কোন বোতলে ঝাঁকানো লাগে, আর কোন বোতলে লাগে না এটা খুবই সাধারণ একটা সূত্র মেনে চলে। আমরা জানি বোতলের মেডিসিন দুই প্রকার হয়- সিরাপ এবং সাসপেনশন। সিরাপ গুলো সমস্বত্ত্ব দ্রবন, তাই এটাকে ঝাকানো লাগে না। পুরা দ্রবনেই সমান ভাবে মিশে থাকে। আর সাসপেনশন গুলো অসমস্বত্ত্ব দ্রবন। ছোট ছোট মেডিসিন দানা গুলো পানিতে ঠিক মত দ্রবীভূত হয় না। তাই রেখে দিলে মেডিসিন গুড়া গুলা তলানী পড়ে যায়। তাই খাওয়ার আগে ঝাঁকুনি দিলে, তা পুরা পানিতে সমান ভাবে মিশ্রিত হয়।
সুতরাং যেসব বোতলের প্যাকেটে সিরাপ লেখা, তা ঝাঁকানোর দরকার নাই। আর যেই সব বোতলের প্যাকেটে সাসপেনশন লেখা, তা খাওয়ার আগে ঝাঁকিয়ে খাওয়া বাঞ্চনীয়। নইলে একবার শুধুই পানি খাবেন, শেষের বার শুধুই মেডিসিন দানা খাবেন।

Sort:  

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (22/03/2018) link

supported by @nmb82ig & you got 4 upVote free

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63618.84
ETH 2623.39
USDT 1.00
SBD 2.78