ফুলের আর্ট,,,//,,, ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

"প্রসঙ্গঃ আর্ট"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ শনিবার
৭ মে ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার সাথে ঘটে যাওয়া দুঃখজনক একটি ঘটনার কারণে আমি কোন ধরনের পোস্ট করতে পারিনি। ঈদের আগের দিন ফোন হারিয়ে যাওয়ার কারণে অনেক কষ্ট হয়েছিল। কারণ সবাই ঈদের দিন ফোন নিয়ে অনেক ধরনের ফটোগ্রাফি করে থাকে কিন্তু আমার ভাগ্যে সেটা ছিল না। আজকে ও আর্থিক অবস্থার কারণে ফোন নিতে পারিনি। তবে আমার আগের সেই পুরনো ফোন দিয়েই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার তৈরি করে একটি আর্ট। তাহলে চলুন বন্ধুরা আমার তৈরি করা আর দেখে নেওয়া যাক :

IMG_20220507_202006_892.jpg

আর্ট তৈরি করতে যা যা প্রয়োজন :

  • পেন্সিল।
  • খাতা ।
  • রাবার ।
  • কাটার ।

তাহলে চলুন বন্ধুরা ধাপ গুলো দেখে নেওয়া যাক :

ধাপ নং ১

IMG_20220507_201752_616.jpg

প্রথমে আমরা একটি সাদা খাতা নিয়ে নেব। সেটা নেওয়ার পর তার উপরে সুন্দর করে একটি লাভ আর্ট করে দিব। তবে লাভ টির নিচের দিকে একটু ফাঁকা রাখবো এবং সেটা হাল্কা বাকিয়ে দিব ।

ধাপ নং ২

IMG_20220507_201808_958.jpg

এখন লাভ টি বাঁকানো অংশটিতে কিছু ফুল তৈরি করে দিব।

ধাপ নং ৩

IMG_20220507_201820_671.jpg

বাঁকা অংশটির ঠিক উপরে আবারো সুন্দর কিছু ফুল তৈরি করে দেবো । যাতে করে লাভ টির সৌন্দর্য বৃদ্ধি পায় ।

ধাপ নং ৪

IMG_20220507_201912_581.jpg

এখন লাভের মধ্যখানে অংশে সুন্দর করে একটি পাতার মতো ফুল তৈরি করে দিব । যাতে সেটা দেখতে অনেক সুন্দর লাগে ।

ধাপ নং ৫

IMG_20220507_201936_132.jpg

লাভের অপরদিকে ঠিক একই রকমভাবে ছোট ছোট ফুল গুলো আর্ট করে দিব । অবশেষে সব গুলো দেওয়ার পর আর্টস টি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে ।

ধাপ নং ৬

IMG_20220507_084522.jpg

সবার শেষে আর্টটিকে নিয়ে নিজের সাথে একটি সেলফি তুলে দিলাম।


মডেলডিভাইস
Symphonyi68
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার তৈরি করা আর্টস আপনাদের সবার ভালো লাগবে । তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি ফুলের আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। লাভ এর পাশে ফুলের আর্ট করার কারণে এটি দেখতে আরো বেশী সুন্দর লাগছে। আর্ট করার পদ্ধতি গুলো আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ফুলের আর্ট টি খুবই চমৎকার ভাবে দেখিয়েছেন। তাই যে কেউ খুব সহজে শিখে নিতে পারবে। আপনার হাতের কাজ খুব ভালো। এরকম ফুল দিয়ে ওয়ালমেট তৈরি করা যায়। অনেক ধন্যবাদ আপনার চমৎকার ফুল টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফোন হারিয়ে যাওয়ার খবরটি শুনে আমিও অনেক কষ্ট পেলাম। যে ফোন দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করি সেটা হারিয়ে গেলে অনেক কষ্ট পাওয়ারই কথা। যাইহোক পেন্সিল দিয়ে আপনি খুব চমৎকার করে ফুলের আর্টটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পেন্সিল দিয়ে করা ফুলটি দেখতে খুব অসাধারণ লাগছে। আপনি ফুলটি অংকন এর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা বেশ ভালো হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে একটি ফুলের আর্ট করেছেন। লাভ আকৃতিতে করায় বেশ ভালো লাগছে। এবং লাভের চারপাশের ডিজাইন গুলো অনেক আকর্ষনীয় হয়েছে। যদি আপনি এখানে জেল পেন ব্যবহার করতেন তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এমনিতেও খুব ভালো লাগছে ভাইয়া। আপনাকে ধন্যবাদ হচ্ছে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর কমেন্ট ও মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে ফুলের আর্ট করেছেন। আপনার আর্ট অনেক ভালো লেগেছে আমার। দেখেই মনে হচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর এই আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন এই আর্ট শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ম্যান্ডেলা তৈরি করেছেন ভাইয়া। পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর ম্যান্ডেলা আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে আপনার ফোন হারিয়ে যাওয়ার বিষয়টি শুনে অনেক খারাপ লাগলো ভাইয়া। যাইহোক, এত সুন্দর ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ‌‌আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

পেন্সিলের সাথে আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর তৈরি করেছেন ভাইয়া। ম্যান্ডেলার তৈরি করতে আমার বেশ ভালো লাগে। কিন্তু আপনার মতো এত সুন্দর করে আমি ম্যান্ডেলার তৈরি করতে পারি না। আশা করি আপনার এই ম্যান্ডেলা আটটি দেখে আমি শেখার চেষ্টা করব না।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

খুব খারাপ লাগলো আপনার দূর্ঘটনার কথা শুনে, হাতের জিনিস হারিয়ে গেলে সত্যি অনেক খারাপ লাগে, আপনি যেনো খুব শীগ্রই নতুন ফোন কিনতে পারেন এই কামনায় করি...
তবে ভাইয়া আপনি অসাধারণ একটি আর্ট করেছেন, যেটা দেখে সত্যি অনেক ভালো লেগেছে, শুভকামনা রইলো আমাদের জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর করে লাভ তৈরি করেছেন এবং তার মধ্যে এত চমৎকার কিছু ডিজাইন তৈরি করেছেন আমার খুব ভালো লেগেছে। আপনা ডিজাইন আমার অনেক পছন্দ হয়েছে এভাবে এগিয়ে যান এবং আমাদেরকে নতুন নতুন ড্রয়িং উপহার দিন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

খুব খারাপ লাগলো জেনে যে ভাইয়া ঈদের দিন আগের দিন আপনার ফোন হারিয়ে গিয়েছে । যাইহোক আল্লাহ চাইলে আপনি আবার নতুন ফোন কিনতে পারবেন । পুরনো ফোন দিয়ে আপনি আজকে খুব সুন্দর একটি ফুলের আর্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন । আপনার ফুলের আর্টটি দেখতে খুব চমৎকার লাগছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62539.28
ETH 2437.94
USDT 1.00
SBD 2.67