বদরগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার অভিজ্ঞতা//পর্ব-- তিন

in আমার বাংলা ব্লগ3 months ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার কিছু মুহূর্ত এবং সেখান থেকে পাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব । আজকে আরো কিছু বিষয় আপনাদের সামনের উপস্থাপন করব। চলুন শুরু করা যাক

উপজেলা কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার কিছু মুহূর্ত:

বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরাঘুরির আরো দুটি পর্ব আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। সেখান থেকে আপনাদের দারুন রকমের সাপোর্ট পেয়েছি। তো আবার তৃতীয় পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই পর্বে শুরুতেই আমি একটি দারুন রকমের জিনিস উপস্থাপন করেছি বন্ধুরা।

IMG_20240131_133404.jpg
বন্ধুরা উপরের যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান সময়ের বদরগঞ্জ পৌরসভার ম্যাপ। যদিও বা বর্তমান সময়ে বদরগঞ্জ উপজেলায় বেশ ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে কিন্তু তার মধ্যে এখানে বেশ কিছু বিষয়কে লক্ষ্য করছিলাম আমি। তাদেরকে জিজ্ঞাস করায় তারা বলে ওই সকল বিষয়ে এখনো সংযুক্ত হয়নি। যার কারণে তারাও তাদের ম্যাপে এই বিষয়টি তুলে ধরে নি। একটি বিষয় যে আমি লক্ষ্য করেছিলাম বদরগঞ্জ উপজেলায় বেশ কিছু উন্নয়ন সাধিত হয়েছে যেগুলো অন্যান্য উপজেলার মধ্যে নেই। আর এই উপজেলাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সবদিক থেকে বিবেচনা করলে একটি স্বাস্থ্যকর শহর বলাই শ্রেয় বলে মনে করি আমি। তারই কিছু চিত্র খুদে বিজ্ঞানীরা তাদের নিজের তৈরি চিত্রের মাধ্যমে প্রকাশ ঘটিয়েছে। বেশ ভালো লেগেছিল আমার কাছে তাই আপনাদের দেখার সুযোগ করে দিলাম।
IMG_20240131_134011_1.jpg
হাইড্রোলিক ভেকু: বর্তমান সময়ে পুকুর খনন, রাস্তা ঘন , বিল্ডিং ভাঙ্গাসহ বড় বড় ভারী কাজগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে হাইড্রোলিক ভেকুর কাজ অতুলনীয়। এই হাইড্রোলিক ভেকু কে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় খুদে বিজ্ঞানীরা খুবই সুন্দরভাবে কিছু কৃত্রিম জিনিসের দ্বারা তৈরি করেছেন। ভিডিওগ্রাফি করলে হয়তোবা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেন। ইনজেক্ট এর সিরিজ দ্বারা দারুন ভাবে এটাকে পরিচালনা করে দেখিয়েছেন তারা। এই দৃশ্যটিও দেখতে বেশ সুন্দর ছিল।
IMG_20240131_133955.jpg
এখন আপনাদের মাঝে শেয়ার করেছি ভূমিকম্প এলার্ম যন্ত্র। ভূমিকম্প হওয়ার পূর্বে বর্তমান সময়ে নানাবিধ ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু এখানে তারা বেশ কিছু কাঠের জিনিস ব্যাটারি সহ আরো সংশ্লিষ্ট কিছু জিনিস দিয়ে কৃত্রিমভাবে ভূমিকম্প এলার্ম যন্ত্রটি তৈরি করেছে তারা। এই যন্ত্রটির মাধ্যমে ভূমিকম্প শুরু হওয়ার আগে বা হওয়ার আগে থেকেই সতর্কবার্তা প্রদান করবে। ভূমিকম্প হওয়ার আগেই ব্যাটারি চালিত যন্ত্র দিয়ে একটি বেল বেজে উঠবে প্রায় ৫ মিনিট আগেই। এই যন্ত্রটিও বেশ দারুন ছিল।
IMG_20240131_133753_1.jpg

IMG_20240131_133934.jpg
এটি হচ্ছে সহজলভ্য জ্বালানি। পানি এবং পেট্রোল এর সংমিশ্রণ দিয়ে দারুণভাবে অগ্নি উৎপন্ন করার একটি প্রক্রিয়া। এতে করে পেট্রোল যে পরিমাণের খরচ হওয়ার কথা তার তিন ভাগের এক অংশ খরচ হবে না আমাদের কাজে ব্যবহারের ক্ষেত্রে। তারই একটি নমুনা প্রাক্টিক্যাল ভাবে দেখেছিলাম আমরা। সেই বিষয়টিকে তারা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুদে বিজ্ঞানীরা।

IMG_20240131_133900_1.jpg
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি। তারমধ্যেও আবার অনেকেই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সম্বন্ধে অবগত নয়। তাই উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় খুদে বিজ্ঞানীরা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সম্বন্ধে লোকেদের অবগত করার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করেছে।ছোট করে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সম্বন্ধে কিছু কথা আমি বলি, আমরা সকলেই জানি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে উচ্চ গতিসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখানে সাধারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে উচ্চ গতি সম্পন্ন বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। সাধারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা এবং সাধারণ জ্বালানি গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সহ সকল উচ্চ মাধ্যমিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ব্যবহার করা হয় অনেক শক্তি সম্পন্ন তেজস্ক্রিয় ইউরেনিয়াম। যার কারণে উচ্চ গতি সম্পন্ন বিদ্যুৎ উৎপন্ন হয়।
IMG_20240131_133725_1.jpg
এইবারের ফটোগ্রাফিটি হচ্ছে গ্যাস তৈরীর চিত্র। পানি এবং গোবর দিয়ে কিভাবে গ্যাস তৈরি করা যায় সেই প্রক্রিয়ায় এখানে দারুণভাবে তুলে ধরেছে। গ্যাস সাশ্রয় করার জন্যই মূলত এই প্রক্রিয়া অবলম্বন করা যায়। আর গ্যাস কিভাবে তৈরি করা যাবে পানি এবং গোবরের সংমিশ্রণে সেটা তারা এখানে প্রাক্টিক্যালি দেখিয়ে দিয়েছিল।

IMG_20240131_134249_1.jpg
উপরের চিত্রটিতে দেখতে পাচ্ছেন একটি এয়ার কুলার। এই এয়ার কুলারটির আসলে কাজ কি সেটা মূলত আমার এই মুহূর্তে মনে নেই। ফটোগ্রাফি করে রেখেছিলাম তাই আপনাদের দেখার সুযোগ করে দিলাম। বন্ধুরা এই এয়ার কুলার টির বিষয় যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর মন্তব্যে প্রকাশ করবেন।

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  
 3 months ago 

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অনেক কিছুই দেখতে পাওয়া যায় যেগুলো অনেক শিক্ষনীয়। সত্যি বলতে তো আপনি মেলায় ঘুরতে আমার অনেক ভালো লাগে। একবার নোয়াখালী মাইজদীতে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে। যাইহোক বেশ কিছু চিত্রপট তুলে ধরেছেন এবং সেটি খুব সুন্দর ভাবে ব্যাখ্যাও দিয়েছেন। ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

 3 months ago 

আমার পোস্ট এ উল্লেখিত বিষয়গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে বেশ উৎসাহ করলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে আপনার সুন্দর চিন্তাধারা কে প্রকাশ করার জন্য।

 3 months ago 

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অনেক কিছু থাকে যা থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি৷ আমিও চেষ্টা করি আমাদের এখানে যে সকল মেলাগুলো রয়েছে সেই মেলায় ঘুরে আসার৷ আজকে আপনি সেরকমই একটি সুন্দর পোস্ট শেয়ার করেছেন যা দেখে অনেক কিছু শিখলাম এবং অনেক নতুন কিছু দেখতে পেলাম৷ আশা করি পরবর্তীতে আরো নতুন কিছু দেখতে পারবো৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58431.12
ETH 3142.83
USDT 1.00
SBD 2.43