মৃত্যু।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
মৃত্যু—একটি শব্দ, কিন্তু এর গভীরতা সমুদ্রের মতো বিশাল। এটি এমন এক সত্য, যা থেকে কেউ পালাতে পারে না। জীবনের শুরু যেমন নিশ্চিত, তেমনি এর সমাপ্তিও অনিবার্য। মৃত্যু হলো জীবনের চূড়ান্ত পরিণতি, যেখানে ধন, ক্ষমতা, খ্যাতি বা অহংকার—কোনোটিই কোনো অর্থ বহন করে না। মানুষ যত বড়ই হোক না কেন, শেষমেশ তাকে মাটির কোলে ফিরে যেতে হয়। এই বাস্তবতা যতই কঠিন হোক, তবু এটি প্রকৃতির এক অবিচ্ছেদ্য নিয়ম, যা জীবনের ভারসাম্য রক্ষা করে।
মৃত্যুকে অনেকেই ভয় পায়, আবার কেউ কেউ একে মুক্তি বলে মনে করে। কেউ ভাবে মৃত্যু মানে শেষ, আবার কেউ বিশ্বাস করে এটি এক নতুন যাত্রার সূচনা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মৃত্যু কখনোই সমাপ্তি নয়; বরং এটি এক দেহ থেকে অন্য অস্তিত্বে গমন। মানুষ পৃথিবীতে আসে কিছু নির্দিষ্ট সময়ের জন্য, তার কর্ম, চিন্তা ও অবদানের মাধ্যমে ইতিহাসে ছাপ রেখে যায়। মৃত্যু সেই ছাপ মুছে দেয় না; বরং তাকে স্থায়ী করে তোলে স্মৃতির ভেতর।
মৃত্যু আমাদের শেখায় জীবনের মূল্য বুঝতে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত তখন অর্থবহ হয়ে ওঠে। আমরা যখন বুঝতে পারি জীবন অস্থায়ী, তখন ভালোবাসা, ক্ষমা ও সহানুভূতির মানে আরও গভীর হয়। মৃত্যু মানুষকে অহংকার থেকে মুক্ত করে, কারণ মৃত্যুর সামনে সবাই সমান। রাজা হোক বা ভিখারি—শেষে সবাই একই মাটিতে মিশে যায়।
তবে মৃত্যু কেবল দুঃখের প্রতীক নয়। অনেক সময় এটি কষ্ট থেকে মুক্তির পথও। কোনো অসহায় মানুষের যন্ত্রণার অবসান মৃত্যু এনে দেয় শান্তি। আবার প্রিয়জনের মৃত্যু আমাদের শেখায় কষ্ট সহ্য করা, শক্ত হয়ে বেঁচে থাকা এবং জীবনের অর্থ খুঁজে নেওয়া। মৃত্যুর পরও ভালোবাসা কখনো মরে না; বরং তা স্মৃতি ও প্রার্থনায় অমর হয়ে থাকে।
শেষ পর্যন্ত, মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়—সময় অমূল্য। জীবনের প্রতিটি দিন তাই বাঁচতে হবে পূর্ণ উদ্যমে, যেন চলে যাওয়ার পরও আমাদের নাম থেকে যায় কারও মুখে, আমাদের কাজ ছুঁয়ে যায় কারও হৃদয়। মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তার আগে কেমনভাবে আমরা বাঁচি, সেটাই আসল প্রশ্ন।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP













https://x.com/mdetshahidislam/status/1980083387026317718?t=g9hmFgIye0B79FlCr0zF3g&s=19
https://x.com/mdetshahidislam/status/1980084673692016764?t=e8c5DEN5Hebzlr53iMbjjg&s=19
X PROMOTION https://x.com/mdetshahidislam/status/1980083703595651139?t=1zsIXzhh764j8LF5t8vi-A&s=19