Beauty of panam city (series blogs)

in #blogs5 years ago

Screenshot_20190819_193548.jpg

সোনারগাঁও এর পানাম নগর এর ঐতিহ্য এক বারে একটি ব্লগ লিখে বুঝানো যাবে না। আর অনেক বড় ব্লগগুলো সবাই দেখতে বা পড়তে চায় না। তাই পানাম নগর এর ব্লগ একাধিক পর্বে লিখব। এতে করে বুঝাতে সুবিধা হবে। আর আপনারা প্রচীন বাংলার রাজধানী সোনারগাঁও এর পানাম নগর সম্পর্কে ভালো ভাবে জানতে পারবেন। ইতিহাস জানা অনেক প্রয়োজন আমাদের জন্য। এটির মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হবে। আমরা আমাদের ঐতিহ্য আমাদের ঐতিহাসিক স্থান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। গোটা পৃথিবীর প্রতিটি দেশের নিজস্ব সংকৃতি নিজস্ব ঐতিহ্য রয়েছে। এগুলো জানা আমাদের প্রয়োজন। তাই এই জন্য আপনাদেরকে এই ইতিহাস গুলো জানানোর জন্য আমি ব্লগ করব। আপনারা যেন ভালো করে বুঝাতে পারেন তাই কিছু ইতিহাস একাধিক ব্লগ করে দিব। আশাকরি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে পাশে পেলে আমরা উসাহিত হই। নতুন ব্লগ লিখতে ইচ্ছা হয় তখন। আমি আশাবাদী যে আপনাদের পাশে পাব।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 96612.01
ETH 3387.37
USDT 1.00
SBD 3.05