Beauty of nature (Sonramponji fountain)

in #fountain5 years ago

received_1086870281509933.jpeg

গতকাল সিলেটের জাফলং এর জিরো পয়েন্ট নিয়ে ব্লগ লিখেছি। আজকেও সিলেটের একটি অপরুপ সৌন্দর্য নিয়ে লিখব আর সেটা হলো সংগ্রামপুঞ্জি ঝর্ণা। আশাকরি ভালো লাগবে।

কিভাবে যাবেন সেটা একটু সংক্ষেপে বলে দেই। ঢাকা হতে বাসে বা ট্রেনে সিলেট। সেই খান থেকে লোকাল বাস কিংবা লেগুনায় করে জাফলং বাজারে। তারপর সেইখান হতে কিছুটা পায়ে হেটে জিরো পয়েন্ট। মাঝে একটি ছোট নদী নৌকা দিয়ে পার হতে হবে সেটা। তারপর কিছুটা হেটে সামনে আসলেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা।

সংগ্রামপুঞ্জি ঝর্ণা যে কতটা সুন্দর তা হয়ত নিজের চোখে না দেখলে বুজবেন না। বিশাল পাহার এর উপর হতে পানি আসে। উপরের থেকে যখন নিচে পানি পরে তখন খুব আওয়াজ হয়। যা শুনতে খুব ভালো লাগে। উপর হতে জলপ্রপাত পাথর এর ঘা ঘেসে নিচে পরে। পাথর দিয়ে উপরে জাওয়া যায়। ঝর্ণার পানি খুব ঠান্ডা হয়। সংগ্রামপুঞ্জি ঝর্ণাটি আশাকরি ভালো লাগবে আপনাদের।

ধন্যবাদ।

Sort:  

You got a 23.26% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

This post has received a 10.97 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68014.74
ETH 3533.72
USDT 1.00
SBD 2.81