"পাখির দুইটি ছানা" ✒️ কবিতা 📆 ০৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ

পাখির দুইটি ​ছানা.jpg


আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম "পাখির দুইটি ছানা" আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।



পাখির দুইটি ছানা


মেঘগুলো এলোমেলো
পাখি উড়ে সেথায়,

দিনশেষে আসে ফিরে
গাছের ডালে বাসায়।

আহা! এ যেন তাঁর শান্তির নীড়,
থাকে সেথায় দুইজন আর দুটি ডিম।

একজন ডিমে তা দিলে, অন্যজন হয় যেন পাহারাদার,
এবার আসবে নতুন অতিথি
তাইতো আর বসে থাকার নেইতো সময়।

একটুখানি সজাক না হলে,
ডিমগুলো কেউ নিয়ে গেলে
দুঃখে তাদের মন ভেঙ্গে যাবে যে।

তাইতো একজন ডিমে তা দিলে,
অন্যজন যায় পাহারাদার হয়ে।

কয়েকদিন পর ডিমদুটো ফুটে,
দু্ইটি ছানা এল বেরিয়ে

তারপর থেকে খুশিতে আর আনন্দে
সমস্ত ঘর গেল ভরে।



ধন্যবাদন্তে,
@shah01

Sort:  
 3 years ago 

সুন্দর হয়েছে কবিতাটি।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটা খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভালো লিখেছেন কবিতাটি। যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63277.21
ETH 2487.51
USDT 1.00
SBD 2.71