IBetter Life With Steem||The Diary Game|| 04 July 2024

in Incredible India4 months ago (edited)
আসসালামু আলাইকুম /আদাব/নমস্কার সকল স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন , আশা করি সকলেই ভালো আছেন,সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার সারাদিনের কর্মসূচি নিয়ে হাজির হইলাম।

সকালের কার্যক্রমঃ
আজ আনুমানিক পাঁচটার দিকে আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে জেগে উঠলাম এবং প্রথমেই মেয়েকে কোলে নিয়ে কান্না থামিয়ে গান শুনিয়ে ঘুম পারালাম।
1000122847.jpg

Edit by Photo Collage.

তারপর প্রতিদিনকার মতো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওয়াশ রুমের কাজ শেষ করলাম। তারপর আমি আমার সবজি বাগানের দিকে গিয়ে চারপাশটা ঘুরে দেখলামএবং সেখানে আমি কিছু শারীরিক ব্যায়াম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।

তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নিতে নিতেই আমার ওয়াইফ এক কাপ চা নিয়ে আমার রুমে হাজির হলো চায়ের কাপটা হাতে নিয়ে চা খাইতে খাইতে মোবাইল নিয়ে ব্রাউজ করতে শুরু করলাম।
IMG_20240704_152636_290.jpg

IMG_20240704_152427_548.jpg

এক পর্যায়ে ঘড়ির দিকে তাকাতেই দেখি সকাল সাতটা বেজে গেল তাই তাড়াহুড়া করে ওয়াশরুমে গোসলের জন্য ঢুকলাম গোসল সেরে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম।

অফিসে গিয়ে প্রতিদিনকার মতো মর্নিং মিটিং করলাম মর্নিং মিটিং শেষে আমার কাজের জায়গাটা ঘুরে দেখে অফিস ক্যান্টিনে নাস্তা সেরে নিলাম যথাক্রমে অফিসের কার্যক্রম চালিয়ে গেলাম।

দুপুরে খাবার দাবার ও বিশ্রামঃ
দুপুর ১টা বাজার সাথে সাথেই লাঞ্চের জন্য ফ্যাক্টরি থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম দুপুরের খাবার ও বিশ্রামের পর আবার বাসা থেকে ফ্যাক্টরিতে হাজির হলাম এবং ফ্যাক্টরিতে নির্দিষ্ট কার্যক্রম শুরু করলাম।

বিকেলের কার্যক্রমঃ
অফিসের কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলাম কিছু বাজার করে বাসা আসলাম।আমার ওয়াইফ আগে থেকেই কিছু ফলমূল কেটে রেখেছিল সেই ফলমূল খেলাম
IMG_20240704_174139_364.jpg

তারপর মোবাইল নিয়ে চ্যাট করতে লাগলাম একটা সময় আমার মা আমাকে ফোন দিয়ে আমার শারীরিক অবস্থা এবং আমার বাচ্চা শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। আমিও মা বাবার শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়ে আরো পারিবারিক বিষয়ে জিজ্ঞেস করলাম।
তার পর আমরা স্বামী স্ত্রী কিছুক্ষণ লুডু খেলতে খেলতে কখন যে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেলো টের পেলাম না।

IMG_20240704_182116_048.jpg

রাত্রের কার্যক্রম


আমি ও আমার স্ত্রী একটি রেসিপি তৈরি করলাম

টাকি মাছের বর্তা রেসিপি


উপকরণঃ


১.টাকি মাছ ২৫০ গ্রাম
২.পেঁয়াজ 100 গ্রাম
৩.শুকনা মরিচ পাঁচ গ্রাম /কাঁচা মরিচ পরিমাণ মতো
৪.তেল পাঁচ গ্রাম
৫.আদা পাঁচগ্রাম
৬.লবণ পরিমান মত

প্রস্তুত প্রণালীঃ

IMG_20240704_201251_462.jpg

প্রথমে আমরা একটি শুকনো কড়াই নিয়ে ভালোভাবে মরিচ গুলো বেজে নিলাম
তারপর টাকি মাছগুলোকে তেল দিয়ে ভালোভাবে বেজে নিলাম এবং পেঁয়াজগুলোকে কুচি কুচি করে হালকা ভেজে নিলে ভালো হয়।
সামান্য পরিমাণ আদা কুচি কুচি করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

IMG_20240704_201830_841.jpg

তারপর তৈরি হয়ে গেল মজাদার টাকি মাছের ভর্তা রেসিপি। আর আমরা রাত্রের খাবারের সাথে এই মজাদার ভর্তা রেসিপি গরম গরম পরিবেশন করলাম। এবং রাত্রে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 months ago 

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই আপনি আপনার সারাদিনে কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করেছেন এবং বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো আসলে অনেক সুন্দর ছিল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 4 months ago 

অফিসের কাজ শেষ করে বাজার করে বাসায় ফিরে ফল খেয়েছিলেন। আপনার স্ত্রী হয়ত আপনার জন্য আগে থেকেই কেটে রেখেছিলো ফলগুলো। সন্তানরা বাবা মায়ের কাছে না থাকলে তারা চিন্তায় থাকে সব সময়। আপনার মা ফোন দিয়ে আপনাদের সকলের খোজ খবর নিচ্ছিলো। একে অপরের কাজে সাহায্য করলে নিজেদের ভিতর বোঝাপড়াটাও বৃদ্ধি পায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.030
BTC 80568.31
ETH 3220.00
USDT 1.00
SBD 2.80