Complete Guide Of Earning Free Money With Cryptocurrency (First part)

”ঢাকায় টাকা উড়ে”

বহুল প্রচলিত এই প্রবাদ বাক্যটি বর্তমানে বিলুপ্তির পথে, আধুনিক সভ্যতার ইন্টারনেট প্রযুক্তি প্রবাদ বাক্যটির বাস্তবতাটাকে অনেকাংশেই পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ইন্টারনেট জগতের অসীম কল্যানে বাংলাদেশের অনেক শিক্ষিত যুকব এবং যুবতিরা নিজেদের শহরের অবস্থান করে টাকা উপার্জনে সক্ষমতা দিখিয়ে চলছেন। আশা রাখি অদুর ভবিষ্যতে ইন্টারনেটের মাধ্যমে উপার্জনকারী সংখ্যা অধিকহারে বৃদ্ধি পাবে। তা নাহলে ডিজিটাল বাংলাদেশের স্বার্থকতা ধূলোয় গড়াগড়ি খাবে।


executium-dTsFpMjQHMc-unsplash.jpg
Image Src

প্রাকৃতিকভাবেই মানুষ খুব আরমপ্রিয় হয়ে থাকে, ঠিক পোষা বিড়ালের মতো কিছুটা। ঘরে বসে সিলিং ফ্যানের বাসাতে গা ভাসিয়ে দিয়ে ইন্টারনেটে আয় করার ও সোজা সাফটা উপায় খুঁজে বের করায় ব্যতিব্যস্ত থাকেন ইন্টারনেট দ্বারা জীবিকা নির্বাহী ব্যক্তিরা। কোন এক #Youtube Video-তে যদি একবার দেখতে পায়, যে #CryptoCurrency এর মাধ্যমে খুব সহজে অধিক অর্থ উপার্জন করা যায়। তাহলেই কাজ হয়ে গেছে, উক্ত ব্যক্তি তার পূর্বের সকল প্রকার কাজ কর্ম ছেড়ে দিয়ে, এই #CryptoCurrency এর পিছনে আদা-জল খেয়ে লেগে যাবে। এখন যারা আমার এই ব্লগটি পড়ছেন তারা ইতিমধ্যেই #CryptoCurrency এর মহিমা সম্পর্কে অব্যশেই অবহিত। আপনাদের আরও বেশিমাত্রায় অলস করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Blockchain Technology কি? :

Underline.jpg

Blockchain Technology হচ্ছে আধুনিক ইন্টারনেট জগতের সবচেয়ে উন্নত এবং নিরাপদ Programming দ্বারা তৈরীকৃত Website বিশেষ। একটি দালানের Wall এর গাঠনিকরূপ দ্বারা আমরা এই প্রযু্ক্তিকে খুব সহজেই বুঝতে পারি। একটি Wall যেমন শতাধিক ইটের গাথুনি দ্বারা তৈরী ঠিক তেমনি, Blockchain-Based Website গুলো লক্ষ-লক্ষ Coding Block দ্বারা তৈরী। আমাদের একটি ক্ষুদ্র Data-কে এই প্রযুক্তি প্রতি সেকেন্ডে-এ শতাধিক Block-এর মধ্যদিয়ে খুব দ্রুত গতিতে Transfer করে এবং প্রক্রিয়া সরাজীবন ধরে চলমান থাকবে। তাই Blockchain-Based Website পরিচালনার জন্য Youtube, Facebook, Twitter, Instagram, TikTok, Likey ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো লক্ষ লক্ষ Terabyte এর Hard-Disk প্রয়োজন পড়ে না।

আমাদের Data গুলো পর‌যায়ক্রমে উক্ত Website এর বিভিন্ন Block এর পরিভ্রমন করতে থাকে। তাই যদি কোন Hacker কখনো আপনার তথ্য Hack করার সর্বাধিক চেষ্টাও চালায়, আপনার তথ্যের মাত্র ১% Hack করতে তার কয়েকশত বছর অতিক্রম হয়ে যাবে। Blockchain-এর ব্যক্তিগত কোন মালিকানা থাকে না, এই প্রযু্ক্তির মালিকানা সমগ্র পৃথিবীর মানুষ। তাই কোন ব্যক্তি চাইলেও আপনার থেকে এক পয়সাও চুরি করতে পারবে না। তাই Blockchain Technology-কে #Decentralized (ব্যক্তিগত মালিকানাহীন) Technology বা Web-3 Type Technology বলা হয়ে থাকে।

Blockchain Technology-এর ব্যবহার:

Underline.jpg

১। ব্যাংকিং মানি ট্রান্সফার সংক্রান্ত Website বা ERP তৈরীর ক্ষেত্রে।
২। Financial investment ERP or Website তৈরীর ক্ষেত্রে।
৩। Crypto-Currency Generate & Transaction পরিচালনার ক্ষেত্রে।
৪। একটি মাত্র Website দ্বারা শতাধিক Business পরিচালনার জন্য।
৫। Blockchain Technology-এর উন্মুক্ত বা Free API এর মাধ্যমে একটিমাত্র প্রযুক্তির ছায়াতলে শতাধিক বানিজ্যক। Website বা ERP তৈরী করে Linking করার জন্য।
৬। ব্যক্তিগত মালিকানাহীন Social Media Platforms তৈরীর ক্ষেত্রে, যাতে করে সাধারন মানুষের তথ্য চুরি করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বানিজ্য করতে না পারে।
৭। সর্বচ্চো লেবেল এর নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য সর্বাধুনিক Security & Firewall তৈরীর জন্য।
৮। Billion Billion টাকা ব্যয় করে Hard-Drive ক্রয় করা থেকে কোন বানিজ্যিক প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে Blockchain-Based Technology ব্যবহার করা হয়।



Image Src

Crypto-Currency কি এবং ব্যবহার:

Underline.jpg

আমারা সাধারনত যে সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে থাকি, তারা আমাদের তথ্য তাদের সর্ভারের নির্দিষ্ট কোন হার্ডডিস্ক-এ সংরক্ষন করেন এবং তারা আমাদের তথ্য Monitize করে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু একটি Blockchain-Based Platform-এ আমরা যখন Surfing করি এবং Surfing-এ ব্যবহৃত ইন্টারনেট Data সমূহকে Blockchain Minning করে থাকে অর্থাৎ আমাদের ব্যবহারকৃত ইন্টারনেট Data দ্বারা ব্লকচেইন কম্পিউটার এর জন্য কঠিন থেকে কঠিনতম গানিতিক সমস্যাগুলোকে সমাধান করে ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে তথ্য এবং সমাধান প্রদান করে থাকেন।

Data Minning-এর প্রাককালে ফলাফল হিসাবে তৈরীকৃত শতাধিক অথবা হাজারের অধিক অথবা লক্ষের অধিক ব্লক এর একটি সমষ্টিকে Crypto-Currency (Digital বা Virtual Money) বলা হয়ে থাকে। প্রতিটি Blockchain Based Platform-এ মাধ্যমে Data Minning করে Crypto-Currency তৈরী করা সম্ভব।

For Example:

মনে করি, Lithe Group (Ready Made Garments Manufacturing Company) Blockchain Technology ব্যবহার করে একটি মাত্র Website দ্বারাপ্রতিষ্ঠানের ERP, HRM, EOS, CMS, Supplier Management Control, Banking Transaction
Control, Buyer Payment Control e.t.c পরিচালনা করে এবং এই সকল কাজ সম্পাদনের জন্য প্রতি যে পরিমান ইন্টারনেট Data ব্যবহার হয়, উক্ত Blockchain Technology সেইসব Data ব্যবহার করে Website-এর গানিতিক সমস্যাগুলো সামাধানের জন্য লক্ষ লক্ষ Block এর জন্ম দিবে। মনে করলাম লিথি গ্রুপ উৎপন্নকৃত একশত ব্লকদ্বারা একটি ডিজিটাল Currency Format Declered করল এবং উক্ত Currency এর মূল্য নির্ধারন করল ১০ টাকা।

উক্ত CryptoCurrency বা Digital Currency এর মাধ্যমে Lithe Group তাদের সকল প্রকার Financial Activities পরিচালনা করতে পারবে। শুধু তাই নয়, উক্ত Digital Currency-কে Lithe Group এক বা একাধিক Crypto Currency বা Digital Currency Exchange Marketplace-এ সংযুক্ত করে লক্ষ লক্ষ Investor সংযোজন করতে পারবে এর পাশাপাশি, উক্ত Website এর বিভিন্ন কর্মসম্পাদনের জন্য কর্মকর্তা এবং কর্মচারীদের উক্ত Digital Currency উপার্জনের সুযোগ ও করে দিতে পারবেন।

Crypto-Currency বা Digital Currency এর মূল্য কখনো নির্দিষ্ট থাকে না। উক্ত Website যতবেশী পরিমানে ব্যবহার হবে ধীরে ধীরে Currency এর মূল্য ততবেশী হারে বৃদ্ধি পাবে এবং হ্রাস ও পেতে পারে। তাছাড়া Currency Market-এ যত বেশী Lithe Group এর Digital Currency এর চাহিদা বৃদ্ধি পাবে, ততবেশী হারে এর মূল্য বৃদ্ধি পাবে। Lithe Group এর বানিজ্যিক সার্বিক বানিজ্যিক লাভ-ক্ষতির উপর ও উক্ত Currency-এর মূল্য হ্রাস-বৃদ্ধি ঘটবে।

এক কথায় এক ঢিলে অনেকগুলো পাখি শিকার করা সম্ভব BlockChain Technology-এর মাধ্যমে। তাইতো, Blockchain-কে Next Generation Technology বলা হয়।

এখন হয়তো আপনারা বুঝতে পারছেন, উক্ত Technology সম্পর্কে জানা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ন।

CryptoCurrency Airdrop কি এবং কেন প্রদান করা হয়ঃ

Underline.jpg

Crypto-Currency কোন বানিজ্যিক প্রতিষ্ঠান যখন Blockchain Technology ব্যবহার করে কোন Business Project আরম্ভ করে,তখন প্রাথমিকভাবে Market-এর চাহিদা এবং তাদের বিনিয়োগের মধ্যে সামজ্ঞস্যতা বজায় রেখে উক্ত প্রজেক্ট এর জন্য একটি Rate নির্ধারন করে নির্দিষ্ট সংখ্যক Digital Currency তৈরী করেন তাদের Business Module-এর জন্য।

Crypto-Currency-এর জগতটা অনেক বিশাল। এখানে প্রতিদিন হাজার হাজার মিলিয়ন টাকার ক্রয়-বিক্রয় হয়ে থাকে,বর্তমান সময়ে খুব সহজে নিজের বিনিয়োগকৃত অর্থকে দ্বিগুন, তিনগুন, চারগুন, পাঁচগুন....... শতগুন করা সম্ভব শুধুমাত্র
এই Crypto-Currency এর মাধ্যমে। কারন এই Crypto-Currency এর মূল্য খুব দ্রুত হ্রাস-বৃদ্ধি ঘটে Currency Market গুলোতে। শুধু আপনাকে জানতে হবে আপনার অর্থ আপনি কখন কোথায় এবং কিভাবে বিনিয়োগ করবেন, ব্যস আর কিছু না। আপনার বিনিয়োগ করার মতো অর্থ থাকলে আপনাকে ঢেকায় কে?

Crypto-Currency জগতে আমার মতো ফ্রি ইনকাম করার লোকের ও যেমন অভাব নেই তেমনি অভাব নাই, মিলিয়ন মিলিয়ন ডলার Invest-করার মতো ব্যক্তিরও।Investor-দের দৃষ্টি আকৃষ্ট করার জন্য, Blockchain Based বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগকৃত Crypto-Currency এর প্রায় অর্ধেক পরিমান #CryptoCurrency কিছু সংখ্যক ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমান Crypto-Currency ফ্রি প্রদান করে থাকেন, তাদের Business এবং Crypto-Currency এর মার্কেটিং কাজে অংশগ্রহনের জন্য এবং পাশাপাশি তারা উক্ত Crypto-Currency নির্ধারিত
Market-এর Rate এর তুলনায় অর্ধেক অথবা এক চতুর্থাংশ Rate-এর বিক্রয় করে Investor-দের আকৃষ্ট করেন এবং এই প্রক্রিয়াকে PreSale বলা হয়ে থাকে।

পৃথিবীতে কেউ কাউকে কখনো বিনা স্বার্থে ফ্রি মানি প্রদান করেন না। Crypto Currency Airdrop এর প্রধান এবং মূখ্য উদ্দেশ্য হচ্ছে উক্ত Project এর Marketing.তাই আমরা Marketing Related কিছু সাধারন অনলাইন
কাজ করেই,অনেক ভালো কিছু অর্থ উপার্জন করতে পারি।

MOST USEFUL PROCESS FOR JOINING A PROPER CRYPTO AIRDROP:

Underline.jpg

1.Crypto-Currency Wallet Create:

i) Metamask Wallet Creation Process:

For Computer Chrome Browser: https://bit.ly/3yjY4aV (Read and Follow)

For Android Mobile: https://bit.ly/3bzWdVC (Watch and Follow)

ii) Trust Wallet Creation Process:
Only For Android Mobile: https://bit.ly/33WOdKq (Watch and Follow)

iii) Solona Wallet Creation:
Solona Wallet Creation: https://bit.ly/33ZDfDC (Watch and Follow)

2.Crypto-Currency Exchange Account Creation:

Binance Exchange Mobile:- https://bit.ly/3hOMcIr (Download, Sign In & Make Verification)

3.Joining Crypto-Currency Airdrop Channel:

Airdrop Channel link:- https://bit.ly/3otni21 (Just Join & Be Active)

More Details in Next Blogs.

Thanks For Being With Me.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95945.56
ETH 3335.53
USDT 1.00
SBD 3.19