""প্রকৃতির মোহনায় আজকের বিকেল""10% beneficially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


বাংলাদেশ থেকে আমি সেলিনা সাথী শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।


dropshadow_1633443220445.jpg

আজ সকাল থেকেই মনটা কেমন যেন উদাসীন একাকীত্ব যেন আমাকে ঘিরে ধরেছে সকাল থেকেই মিরাক্কেল দেখে অনেক হাসার চেষ্টা করেছি এবং হেসেছি।তারপরেও মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল কিছুই যেন ভালো লাগছে না কি করলে ভালো লাগবে বুঝতে পাচ্ছিনা।

dropshadow_1633443339663.jpg

siam,.png

বিকেলবেলা ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসি যদি ভালো লাগে। যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম ঘোরার জন্য।আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলো দূরে চাঁদেরহাট নামে একটি জায়গা আছে সেখানে গেলাম। সেখানকার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।

dropshadow_1633443184298.jpg

siam,.png

চাঁদের হাটের সেই ক্যানেলে গিয়ে দেখি কত অপরূপ রূপে শান্তভাবে ক্যানেলের পানি গুলো বয়ে যাচ্ছে খুব ধীরগতিতে। যা আমাকে ভাবিয়ে তুললো।এর আগে বহুবার সেই ক্যানেলে গিয়েছি কিন্তু এত শান্ত পরিবেশ এর আগে কোনদিন কখনই পাইনি।

dropshadow_1633443537001.jpg

dropshadow_1633443574858.jpg


siam,.png

এবার চাঁদেরহাট ক্যনেলের ব্রিজটির পাশে বসে ডাল ভাজা আর চা খেলাম।এই মোরটাকে বলা হয় নাদিরার মোর। নাদিরার দোকানের চায়ের নীলফামারীতে অনেক সুনাম রয়েছে।

dropshadow_1633443890343.jpg

dropshadow_1633443394723.jpg

dropshadow_1633443433580.jpg

siam,.png

ক্যানেলের অন্যধারে বেঞ্চের উপরে বসলাম। বসে দেখি চারিদিকে পাট শাক আর লাল শাক খুব সুন্দর হয়েছে।

পাটশাক আমার খুবই প্রিয় একটি শাক। এ শাক দু'ভাবে খাওয়া যায় এক আম কিংবা জলপাইয়ের টক দিয়ে ঝোল করে রান্না অনেক মজা হয়। আর দুই এটিকে খুব সুন্দর করে শিদ্ধ করে ভেজে শুকনো মরিচ দিয়ে ও সরিষার তেল দিয়ে মেখে খেলে আরও অনেক টেষ্টি হয়।

dropshadow_1633443717119.jpg

dropshadow_1633443650639.jpg

dropshadow_1633443503953.jpg


siam,.png

হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে কিছুৃ ছবি তুললাম। এত সুন্দর মনোরম পরিবেশ আর হিমেল হাওয়ায় যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে।।

dropshadow_1633443220445.jpg

dropshadow_1633443361006.jpg

siam,.png

মুহূর্তেই প্রকৃতির প্রেমে যেন হাবুডুবু খেতে লাগলাম।
আমার একাকীত্বতা বিষণ্নতা কোথায় যে হাড়িয়ে গেল বুঝতেই পারলাম না। এতো চমৎকার লাগছিলো মনে হয় আরো কিছুক্ষণ থাকি। তাই প্রকৃতির আরো কিছু ছবি ধারণ করলাম।

IMG20211005173130.jpg

IMG20211005172140.jpg

IMG20211005172107.jpg

IMG20211005172133.jpg

siam,.png

প্রকৃতির এত রূপের মোহনায় যেন আমি তলিয়ে জাচ্ছিলাম কিছুতেই ফিরতে ইচ্ছে করছিল না। মনে হয় আরো কিছুক্ষণ থেকে যাই। কিন্তু কি আর করা
ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তাই আর দেরি না করে সেখান থেকে চলে আসার জন্য রওনা দিলাম।

IMG_20211005_200001.jpg

প্রকৃতির মোহনায় আজকের বিকেলটা বেশ ভালই কাটল।মনের ভিতর এক ফুরফুরে আমেজ প্রবাহিত হচ্ছে। প্রকৃতির মুগ্ধতা যেন আমার হৃদয় বিরাজ করছে।আর তা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আনন্দিত মনে হচ্ছে।

siam,.png

আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আগামীতে আবারো আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোন বিষয় নিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভকামনা সব সময়। আল্লাহ হাফেজ।

siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আপু।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আপু আর বিশেষ করে আপনি যে শাকের ছবি দিয়েছেন। পাট শাক এবং লাল শাক আমার খুবই পছন্দের শাক। ধন্যবাদ আপু।

 3 years ago 

শুভ কামনা♥

 3 years ago 

আপনি একজন ভালো মানের কবি তার ওপর আবার বেড়াতে গিয়েছেন চাঁদের হাট। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন লিখতে পারেন। আর লিখালিখি আপনার প্রিয় একটা জিনিস সেটা অবশ্যই সবার থেকে একটু আলাদা। আপনি খুব সুন্দর করে চাঁদের হাট এর বিবরণ দিয়েছেন। আপনার ফটোগ্রাফ গুলা দেখার মত ছিল। আপনার ফটোগ্রাফি গুলোতে সবুজ শ্যামল গ্রাম বাংলার চিত্র উঠে এসেছে। ক্যানেল এর ফটোগ্রাফ গুলো যেন তাকিয়ে আছে নিরবধি। খুব সুন্দর আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন আপনি। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু

 3 years ago 

এই আনন্দঘন মুহুর্তটি আপনি আমার সাথে ভাগ করে নিয়েছেন চমৎকার মন্তব্য করার মধ্য দিয়ে । আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

অসাধারণ একটি দিন কাটিয়েছেন আপু। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু মনি♥

 3 years ago 

আসলেই আপু প্রকৃতির মাঝে আপনি যেন হারিয়ে গেছেন। প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করেছেন খুবই ভালো লাগলো গ্রাম অঞ্চলের পরিবেশ দেখলে এমনিতেই মন ভরে যায়। আপনার পরিবেশনাটি অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আজকের এই চমৎকার সময়টা আপনি আমার সাথে একাত্মতা প্রকাশ করেছেন । এবং প্রকৃতির রূপ গুলো খুব ভালভাবে উপলব্ধি করতে পেরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

প্রকৃতির মাঝে অনেক নিবিড় এবং অনবদ্য সময় কাটিয়েছেন। খুবই সুন্দর কিছু মুহূর্ত ছিল। মাঝে মাঝে আমাদের উচিত এরকম ঘুরতে বের হওয়া যাতে করে প্রকৃতির আশেপাশে গিয়ে আমরা আমাদের মনকে আরো বেশি সতেজ ও সজীব করতে পারে। পাটশাক আমারও খুব প্রিয় এবং অনেক ধন্যবাদ চমৎকার করে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

দেখে মনে হচ্ছে প্রকৃতির সাথে যেনো মিলে মিশে গেছেন আপনি।
আরেকটি কথা আপু,আপনাকে দেখে খুবই সুন্দর লাগছে আর লেখাগুলোও খুব ভালো হয়েছে।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনাবিল শুভেচ্ছা আপু মনি♥

 3 years ago 

প্রকৃতির মোহনায় আপনার আজকের বিকেলের মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর সময় কাটিয়েছেন প্রকৃতির সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

আপু আপনার কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

আপু আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো ছিল খুবই প্রানবন্ত। আমার খুবই ভালো লেগেছে ছোট্ট বিলের ছবিটি। এমন বিলের ধারে বাড়ি হবে, বাড়ির দক্ষিণা জানালা দিয়ে দক্ষিণা হাওয়া বইবে খুবই সুন্দর হবে, এটা আমার স্বপ্ন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64534.17
ETH 3150.15
USDT 1.00
SBD 4.01