দেশের গান -এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে গানটির কভার,,



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

received_327925942851009.webp



বন্ধুরা আজ আমি আপনাদের সকলের জন্য খুবই চমৎকার একটি দেশের গান নিয়ে হাজির হয়েছি।যে গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি গান।একটি সময় মানুষের মুখে মুখে শোনা যেত এই গানটি।আর এখন প্রায় বিলীন হওয়ার পথে।ছোটবেলায় এই গানটি খুব সুন্দর এবং গানের সাথে সাথে গুনগুন করে গাইতাম।জনপ্রিয় এই দেশের গানটি সব শ্রেণীর মানুষের কাছে খুব বেশি প্রিয় ছিল।গানটির কথা এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় এই আমার দেশ এই আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।গানের প্রতিটি কথা যেন হৃদয় ছুয়ে যাওয়ার মত।মন মাতানো এইদেশের গানটি আজ কভার করার সাহস করলাম।বন্ধুরা আপনারা অবগত আছেন যে আমি তেমন গান গাইতে পারি না শুধুমাত্র বিনোদনের জন্যই এই গান গাওয়া আমার বাংলা ব্লগে।তাই ত্রুটি মার্জনীয়।আমার গাওয়া এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা আমার পরম পাওয়া।তবে চলুন শুনে আসা যাক দেশের গানটি।


দেশের গান

গানের কথা-

এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে,,,

কভার-সেলিনা সাথী




গানের লিরিক্স



এই পদ্মা, এই মেঘনা,
কথা ও সুর;-আবু জাফর
আপ্লোডারঃ-নয়ন মনি
==================
এই পদ্মা, এই মেঘনা,

এই যমুনা সুরমা নদী তটে
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন,গান গেয়ে যায়
আমার রাখাল মন,গান গেয়ে যায়
এই আমার দেশ
এই আমার প্রেম
আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে

নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে
আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।
এই পদ্মা,এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে
এই পদ্মা,এই মেঘনা

এই হাজারো নদীর অববাহিকায়
এখানে রমণীগুলো নদীর মতন
নদী ও রমণীগুলো শুধু কথা কয়
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে
আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।
এই পদ্মা,এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন,গান গেয়ে যায়
আমার রাখাল মন,গান গেয়ে যায়
এই আমার দেশ,এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়,মিলন বিরহ সংকটে।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

এই গানটি আমার অনেক ভালো লাগে। মাঝে মধ্যে হেডফোন লাগিয়ে শুনে থাকি এই গানটি। আপনার কভার করাটা বেশ চমৎকার লেগেছে। আজকেও হেডফোন লাগিয়ে শুনলাম বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি গানের কভার করার জন্য।

 2 years ago 

আমার কভার করা গানটি খুব মনোযোগ সহকারে হেডফোন লাগিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।♥♥

 2 years ago 

ছন্দ আপু আশা করছি ভালো আছেন ৷আপনার প্রায় প্রতিটি পোস্ট আমি পড়ার চেষ্টা করি৷ আর আজকে আপনি দেশের গানের পোষ্ট শেয়ার করলেন৷এই পদ্মা এই মেঘনা এটি একটি জনপ্রিয় গান ৷আসলে দেশের নিয়ে প্রতিটি গান অসাধারণ লাগে ৷আর আপনি বেশ চমৎকার করে গিয়েছেন ভালো লাগলো শুনে আপু ৷

 2 years ago 

আমার খুব ভালো লাগছে যে আপনি আমার প্রতিটা পোস্ট পড়ার চেষ্টা করেন মনোযোগ সহকারে।সত্যিই আপনার মন্তব্য পড়ে অনেক বেশি অনুপ্রাণিত হলাম অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।♥♥

 2 years ago 

আপু আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি সুবিধা আমাদের মাঝে শেয়ার করার জন্য আসলেই দেশাত্মবোধক এই গানটি আমাদের অনেক প্রিয়.শুনলে মনটা ভরে যায়

 2 years ago 

একদম ঠিক বলেছেন। এই গানগুলো শুনলে সত্যিই মন ভরে যায়। হৃদয় ছুয়ে যাওয়ার মত গান গুলো।অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।♥♥

 2 years ago 
এক সময় দেশাত্মবোধক এই গানটি অনেক শুনতাম।অবশ্য রেডিও তে। তখন রেডিওতেই বেশিভাগ গান শোনা হতো।অনেকপর গানটি পুনরায় আপনার কন্ঠে শুনলাম। আপনার কন্ঠে ও গানটি শুনে বেশ ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

রেডিওতে অবশ্য আমিও শুনেছিলাম এই গানটি বহুবার।পুরনো দিনের সেই কথাগুলো মনে পড়ে গেল।♥♥

 2 years ago 

বাহ আপু আপনি খুব সুন্দর করে পদ্মা, মেঘনা, যমুনা গানটি কভার করেছেন। আমাদের স্কুলে এক স্যার এই গানটি আমাদেরকে প্রায় সময় শুনাতেন। স্যারেরও খুব পছন্দের ছিল গানটি। আপনার কন্ঠ শুনতে পেরে খুবই ভালো লাগছে আপু। আপনি খুব সুন্দর করে গানটি কভার করেছেন।

 2 years ago 

আপনার সেই স্কুলের স্যারের প্রতি সালাম এবং অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।♥♥

আপু আপনার ভয়েস অসাধারণ।আমি এই ব্লগের নিউ মেম্বার।প্রথম দিনই আপনার ভয়েস আমার খুবই ভালো লেগেছে ,খুবই শীতল ভয়েস আপনার ।আর কভার করা এই গানেও অসাধারণ লেগেছে ।

 2 years ago 

আপনার কাছে মনে হয়েছে আমার ভয়েস শীতল। এবং আপনি নতুন ইউজার জেনে অনেক খুশী হলাম। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67698.91
ETH 3266.83
USDT 1.00
SBD 2.64