স্বরচিত কবিতা হলুদ সংকেত♥♥10% লাজুক খ্যাঁকের জন্য।



আসসালামু আলাইকুম

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি


বন্ধুরা আজ আমি আবারও আমার স্বরচিত একটি ছোট্ট গদ্য কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।কবিতাটি ছোট হলেও এর ভাব অর্থ ব্যাপক।একেকটি শব্দের মাঝে লুকিয়ে আছে বিশালতা।সহজ-সরল ভাষায় এই কবিতাটি আশা করি সকলেরই ভালো লাগবে।।আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া।তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বরচিত কবিতা হলুদ সংকেত।।হলুদ সংকেতের ভাবার্থ না হয় আরেকদিন বিশ্লেষণ করবো।গতকাল শিপুর জন্মদিন উপলক্ষে নানা রকম ব্যস্ততায় পোস্ট করতে পারিনি।এবং রাত দুটো পর্যন্ত প্রায় ডিসকর্ডে আড্ডা দিয়েছি।আর আজ যখন পোস্টটি লিখছি।ঠিক ট্রেন ধরার পূর্ব মুহূর্তে।আশা করি সকলের ভাল লাগবে।


IMG-20220518-WA0045.jpg

হলুদ সংকেত"

              ##  সেলিনা সাাথী

আমি আজো একলা, এখানে, এখনো
পূর্ণিমাছোঁড়ে হলুদ সংকেত
নিঝুম জোনাকির ঝাঁক
ঝাউ বনে করে ফিস ফিস।

বর্ণমালা ভেঙে সেই পথ
অশান্ত হয় শাশ্বত আর্বতন
আমার ইচ্ছেমুখর কোমল দুটি ঠোঁট
নিঃশব্দে ডুকরে ডুকরে কাঁদে।

সময়ের বলিরেখায় অশান্ত ঢেউয়ে
দোল খায় কিছু কালো ভ্রমর
অপেক্ষা শুধু ছোঁয়ার।
বর্ষার উদ্দামতা আর শীতের শীর্ণতায়
কাটছে দিন, কাটছে সময়
আমি আজো একলা, এখানে, এখোনো।



IMG-20220519-WA0019.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বাহ! ট্রেন ধরার পূর্ব মুহূর্তের মধ্যেই আপু নতুন কবিতা আবিষ্কার করে ফেললেন। কবিতার নামটি আজকে অন্যরকম ছিল আর কথাগুলোও অন্যরকম।

আমি আজো একলা, এখানে, এখনো
পূর্ণিমাছোঁড়ে হলুদ সংকেত
নিঝুম জোনাকির ঝাঁক
ঝাউ বনে করে ফিস ফিস।

কবিতার শুরু লাইনগুলো ভালো লাগলো খুব আপু। আপনি বরাবরই সেরা কবিতা উপহার দেন। 😍

 2 years ago 

বাহ!! তাই বুঝি আমার কবিতা আপনার কাছে সেরা মনে হয়? জেনে খুশি হলাম । সত্যিই আনন্দিত বোধ করছি।অনাবিল শুভেচ্ছা আপনার জন্য♥♥

 2 years ago 

আপু আমরা তো রাত ৩.৩০ অব্দি আড্ডা দিয়েছি।যাই হোক কিছু কিছু মানুষের আমার মনে হয়,একা থাকায় খুব ভালো।এর মধ্যে আমি। কষ্ট হলেও ভালো।ভালো লাগলো কবিতাটি।ধন্যবাদ

 2 years ago 

আপুমণি অনেক দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য সরি বলছি। কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম তাই।আসলে একা থাকাটা ও একটা যোগ্যতা যা সবাই পারেনা।
♥♥

 2 years ago 

বর্ণমালা ভেঙে সেই পথ
অশান্ত হয় শাশ্বত আর্বতন
আমার ইচ্ছেমুখর কোমল দুটি ঠোঁট
নিঃশব্দে ডুকরে ডুকরে কাঁদে।

দারুণ ছিল। আমার দেখা আপনার লেখা সবচেয়ে ছোট কবিতা ছিল এটা। তবে কবিতা টার শব্দের এবং অর্থের গভীরতা অনেক। দারুণ হয়েছে কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম ছোট ছোট অনেক কবিতা আমার আছে।।সময় করে আগামীতে শেয়ার করব। ভালো থাকবেন শুভেচ্ছা রইল।♥♥

 2 years ago 

আপনার কবিতা তো আর বলে শেষ করা যাবেনা। যেমন কবিতা লিখেন এমনকি যেমন কবিতা আবৃত্তি করেন আমার কাছে অসাধারণ লাগে। তাছাড়া অনেক সুন্দর গান করেন। আজকের কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আমার গুণাবলী খুব চমৎকার করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যা দেখে আমি মুগ্ধ।অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।♥♥

 2 years ago 

আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। সত্যি কবিতা পড়ে আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। কবিতার ভাষায় খুবি ভালো লাগেছে।শুভকামনা রইল।

 2 years ago 

আমার কবিতার ভাষা আপনার ভালো লেগেছে এজন্য অসংখ্য ধন্যবাদ। আসলে প্রশংসিত হতে সকলেরই ভালো লাগে।♥♥

 2 years ago 

হলুদের সংকেত কবিতা দারুন লিখেছেন 👌
আমি রিতিমত আপনার কবিতার ভক্ত 🤗
প্রতিটি লাইন হৃদয়ে গেঁথে গেছে।
দোয়া রইল 🥀

 2 years ago 

আমি ধন্য যে আমার কবিতার লাইন আপনার হৃদয় ছুঁয়ে গেছে। এবং আপনি আমার কবিতার একজন বড় ভক্ত। এটা আমি অনেক আগে থেকেই জানি। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।

 2 years ago 

আপু আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর গান কবিতা আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। আপনাকে কবিতার পাখি বলা যেতে পারে এতে ভুল হবেনা। তবে আপনার কবিতাগুলো আপনার জীবনের কথা বলে। মনে অনেক প্রশ্ন জাগে এবং উত্তর ও অনেক সময় নিজে থেকেই পেয়ে যাই। আমরা সবাই একই পরিবারের সদস্য, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আনন্দ বেদনা কাজ করে। তাই আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য আমাকে সবসময় আরো বেশি প্রাণবন্ত করে। আরো বেশি উৎসাহিত করে। সত্যি বলতে কি আপনি আমার একজন বড় শুভাকাঙ্ক্ষী। সেই শুরু থেকে আমি লক্ষ্য করেছি।♥♥

 2 years ago 

আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে আপু। আসলে অসাধারণ কবিতা লিখেন আপনি। যা আমাকে অনেক মুগ্ধ করে। যদি আমি কখনো কবিতা লিখি নাই বা পারিনা। ধন্যবাদ আপু এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে এত সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি প্রেরণা যোগায়। আপনার আজকে সুন্দর মন্তব্যটিও আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য।♥♥

 2 years ago 

আপনি চমৎকার একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের প্রেরণা জোগানোর জন্য♥♥

 2 years ago 

বিশাল সমুদ্রের ঢেউ এর সামনে দাঁড়িয়ে থাকা আপনার ছবিটি চমৎকার হয়েছে।
আমি বরাবরই আপনার কবিতার ভক্ত। আজকের কবিতাটিও খুব চমৎকার লাগলো। একাকীত্ব আসলে অনেক ভয়ঙ্কর। আপনার এই কবিতার মধ্যে একাকিত্বের আর্তনাদ প্রকাশিত হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ প্রিয় আপু মনি। সমুদ্রের সামনে দাঁড়িয়ে ছবিটি সিয়াম তুলেছিল।আসলে একাকিত্বের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকমের,,,,,,

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59244.49
ETH 2977.21
USDT 1.00
SBD 3.77