ইসলামিক সংগীত || কথা সেলিনা সাথী || সুর ও কণ্ঠঃ সাগর গানওয়ালা||~~

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি।আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

dropshadow_1681241230833.jpg


বন্ধুরা আজ কদিন আগে আমি একটি ইসলামিক সংগীত লিখেছিলাম।এবং ফেসবুকে পোস্ট করেছিলাম।আমার এক ফেসবুক ফ্রেন্ড তিনি খুবই চমৎকার গান করেন।আমার ইসলামিক সংগীত টি ফেসবুকে পোস্ট দেখার পরই তিনি খুবই চমৎকার একটি মন্তব্য করেন এবং আমাকে উৎসাহ দেয়ার চেষ্টা করেন তিনি তার মন্তব্যে লিখেন এই ইসলামিক সংগীত টি তিনি গাইবেন।এবং মেসেঞ্জারে তিনি আমাকে নক দিয়েছিলেন।আমি বেশ খুশী হয়ে বললাম আপনি আমার লেখায় ইসলামিক সংগীত জিগাইবেন এ আমার পরম পাওয়া।আপনি গাইতে পারেন।আর আমি শোনার অপেক্ষায় রইলাম।তিনি সুর করে প্রথমে অডিও পাঠিয়েছিলেন আমাকে।পরবর্তীতে উনুনে গানটি ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন এবং আমাকে মেসেঞ্জারে গিফট করেন।তবে ওনার কন্ঠে গানটি শুনে সত্যিই আমি আপ্লুত হয়ে ছিলাম।এ এক অন্যরকম অনুভূতি।নিজের লেখা গান সংগীত কবিতা অন্য কেউ যখন উচ্চারণ করে তখন আসলেই খুবই চমৎকার একটা ভালো লাগা কাজ করে।আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি।আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন ফেসবুক ফ্রেন্ড সাগর গানওয়ালাকে। তার অসাধারন সুরে আমার লেখা ইসলামিক সংগীতটি নতুন এক মাত্রা পেয়েছে।তাছাড়া সাগর ভাইয়া খুবই চমৎকার গান করেন।আমি ফেসবুকে মাঝে মাঝে বিমোহিত হয়ে ওনার কন্ঠে গান গুলো শুনি এবং উপভোগ করি।আমি আশা করব ইসলামিক সংগীত টি আপনারা শোনার পর নিশ্চয়ই অনেকেরই ভালো লাগবে।অনেকেই বলবেন ইসলামিক সঙ্গীত কিংবা গজল এর মিউজিক হয় না।আমি তাদের সাথে সহমত পোষণ করছি।আবার অনেকেই এখন দেখা যায় ইসলামী সংগীতও মিউজিক লাগিয়ে করে।যাই হোক আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা।সংগীতটি ফেসবুকে পোস্ট করার পর দু একজনের মন্তব্য স্ক্রিনশট এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।আশাকরি ইসলামিক সংগীত টি শোনার পর, আপনাদের সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ইসলামিক সংগীত লিখতে উৎসাহ জোগাবে।

ইসলামিক সংগীত

♥কথা সেলিনা সাথী♥
সুর ও কণ্ঠঃ সাগর গানওয়ালা

ভিডিও লিংক

মাফ করে দাও আল্লাহ তুমি
রহিম রহমান,
বান্দা আমি পাপি তাপি
গুনাহ অফুরান।
ক্ষমা করো সকল গুনা
ওগো মেহেরবান।
আল্লাহু,,, আল্লাহু,, আল্লাহু,,

তুমি হলে দয়ার সাগর
প্রভু দয়াময়,
সারা জাহানের মালিক তুমি
শ্রেষ্ঠ বিশ্বময়।
দিবানিশি তাইতো গাহি
তোমার গুনো গান।
মাফ করে দাও আল্লাহ তুমি
রহিম রহমান।

পাক পরোয়ার দিগার তুমি
তুমি সুমহান,
গভীর রাতে একলা ঘরে
মন করে আনচান।
পাপাচার বান্দা আমি
গুনাহ -পাহাড় সমান।
মাফ করে দাও আল্লাহ তুমি
রহিম রহমান।
আল্লাহু,,, আল্লাহু,,, আল্লাহু,,
♦♦♦♦♦♦

১ এপ্রিল২০২৩
সময় -সকাল ১১:৩৭
কবিতা কুটির নীলফামারী।


ইসলামিক সঙ্গীত শোনার পর দু একজনের মন্তব্য আপনাদের সামনে স্ক্রিনশট এর মাধ্যমে তুলে ধরলাম।

IMG_20230412_011405.jpg

IMG_20230412_011339.jpg

IMG_20230412_011305.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

ইসলামী সংগীত শুনতে খুবই ভালো লাগে। আর আপনার কন্ঠে ইসলামী সংগীত শুনতে পেয়ে অনেক বেশী ভাল লাগল। সত্যিই অসাধারণ লেগেছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার লেখা ইসলামিক সংগীতটি সত্যিই খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা লাইন আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন। আর যিনি আপনার লেখা এই ইসলামিক সংগীতটি গেয়েছেন তিনিও খুব সুন্দর ভাবে সংগীত পরিবেশন করেছেন। ইসলামিক সংগীতটি শুনে খুবই ভালো লাগলো। আমিও চেষ্টা করব আপনার লেখা ইসলামিক সংগীতটি পরিবেশন করার। ইসলামিক সঙ্গীতের কথাগুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ইসলামিক সংগীত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি এত সুন্দর ইসলামী সংগীত লিখে ফেসবুকে পোস্ট করার পর তা দেখে আপনার পরিচিত একজন বন্ধু তা কভার করেছে দেখে অনেক ভালো লাগলো। আপনার লেখা ইসলামী সংগীত তার কণ্ঠে শুনে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপনার কবিতা যেমন সুন্দর হয় তেমনি ইসলামী সংগীতও অনেক সুন্দর লেগেছে। আপু আপনার জন্য শুভকামনা রইল যাতে আপনার গান,কবিতা,ইসলামী সংগীত সব দিকে আর সবার মাঝে ছড়িয়ে পড়ে।

 3 years ago 

ইসলামী সংগীত গুলো আমার সব সময় ভালো লাগে আমি প্রায় সময় চেষ্টা করি গাওয়ার জন্য। আপনি আজকে যে ইসলামী সংগীত আমাদেরকে গেয়ে শুনিয়েছেন আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ইসলামী সংগীত কভার করেছেন। অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনার কণ্ঠে এর আগে কবিতা শুনেছি।এর আগে কখনও ইসলামী সঙ্গীত শোনা হয়নি।অনেক ভালো লেগেছে আপনার কণ্ঠে সঙ্গীত টি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

মাশাল্লাহ প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু আমার খুবই ভালো লাগছে আপনার এত সুন্দর একটি ইসলামিক সংগীত উনার কন্ঠে শুনে ‌‌। আপনার মধ্যে সুন্দর একটি প্রতিভা রয়েছে তার ফুটে উঠেছে আজকের এই পোস্টের মধ্যে। যাইহোক খুব খুশি হলাম এবং পরবর্তী উপস্থাপন করবেন।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113548.98
ETH 4055.88
USDT 1.00
SBD 0.60