একদিনে ই পাসপোর্ট হাতে পাওয়ার অভিজ্ঞতা||~~

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম/আদাব

একদিনে ই পাসপোর্ট হাতে পাওয়ার অনুভূতি

IMG20230823061806.jpg


বন্ধুরা সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি।

IMG_20230827_002343.jpg


꧁,✍🏻 বড় বড় স্বপ্ন পূরণ ছোট্ট ছোট্ট করে ꧂

বন্ধুরা গত বুধবার আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি খুব জরুরীভাবে। কারণ আপনারা অনেকেই অবগত আছেন যে, আমি ইতিমধ্যে নতুন একটা কোম্পানিতে জয়েন করেছি। কোম্পানিটি হচ্ছে চায়না কোম্পানি। বিউটি এবং হেলথ বিষয়ের পণ্য এই কোম্পানির।বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 88 টি দেশে এক জোগে বিপণন হচ্ছে এই পণ্যগুলো। এই কোম্পানিতে মার্কেটিং এর কাজে নিয়োজিত হয়েছি। আলহামদুলিল্লাহ জয়েন করার সাথে সাথেই দারুণ একটি অফার পেয়েছি। আর সেই দারুন অফারটি হচ্ছে চীন ভ্রমণ। আগামী ১৪ ই সেপ্টেম্বর ভ্রমণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

কিন্তু আমি যখন আমার পাসপোর্ট খুলে দেখলাম।মনটা ভেঙে গেল এক নিমিষে।আমার পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে মাত্র কদিন হলো।নবায়ন করতে বেশ খানিকটা সময় লেগে যায়।তাই হতাশ হয়ে গেলাম।আমার বুঝি চিনে যাওয়া হলো না।কিন্তু এই কোম্পানিতে আমাদের নীলফামারীতে জিনিস সিনিয়র বড় ভাই আছেন তিনি বললেন আপা একদিনে আপনার পাসপোর্ট নবায়ন করা যাবে কিন্তু খরচটা একটু বেশি পড়বে এবং আজ রাতেই আপনাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। যেই বলে সেই কাজ আমি খুব দ্রুত রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।সাথে ছিলেন আমাদের এলাকার আরো দুটি ভাইয়া তাদেরও আমার মত অবস্থা। যাইহোক নীলসাগর ট্রেনে করে আমরা যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে।নীলফামারী থেকে ৮:৪৫ এ ট্রেনটি ছেড়ে গেল।এবং ভোর পাঁচটা ৪৫ মিনিটে ঢাকা এয়ারপোর্টে আমরা নামলাম।এয়ারপোর্টে নেমেই আমরা একটু ফ্রেশ হয়ে, আগারগাঁও পাসপোর্ট অফিসে চলে এলাম। সেখানে এক ভাইয়া দায়িত্ব নিয়েছিলেন একদিনে আমাদের পাসপোর্ট টাকে বের করে দেবেন।সেই ভাইয়ার সাথে যোগাযোগ করলে তিনি চলে আসেন আগারগাঁও পাসপোর্ট অফিসে।তখন প্রায় সকাল ৭:৩০ মিনিট।

IMG_20230826_002726.jpg

যাই হোক ভাইয়াটি আমাদের পাসপোর্ট নিয়ে একটি কম্পিউটারের দোকানে বসলেন।কম্পিউটার অপারেটর খুব দ্রুত ফরম ফিলাপের কাজ সুসম্পন্ন করলেন। এবং ফ্রি হিসেবে যেমন নিলেন প্রায় এগারো হাজার টাকা। এরপর অফিসের ভিতরে প্রসেসিং করার জন্য নিলেন আরো আরো 7000 টাকা। এই মোট আঠারো হাজার টাকা।ইতিমধ্যে তাদের হাতে দিয়ে দিলাম।মজার বিষয় আমাকে কোথাও কোন ওয়েট করতে হলো না।লাইনে দাঁড়াতে হলো না।এমনকি ফিঙ্গার এবং ছবি তোলার জন্য সবার আগে আমাকে ডাকা হয়েছিল।বিষয়টি আমার কাছে দারুন লাগলো। সকাল ১০ঃ০০ টা বাজার আগে সকল কাজ কমপ্লিট হয়ে গেল। এবং যে ভাইয়াটা দায়িত্ব নিয়েছিলেন, তিনি বললেন সন্ধ্যায় পাসপোর্ট আমাদের হাতে দেবেন।

IMG20230823100723.jpg

আলহামদুলিল্লাহ সন্ধ্যায় আমরা পাসপোর্টটি হাতে পেলাম।এত দ্রুত যে ই পাসপোর্ট করা যায়, তাদের জ্বলন্ত উদাহরণ হলাম আমরা।টাকা একটু বেশি লাগলেও এত দ্রুত কাজ হয়ে যাবে এটা ভেবেই ভালো লাগছে।প্রয়োজনীয় কাগজপত্র এবং নতুন পাসপোর্ট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের নতুন অফিসে জমা দিয়ে আসলাম। কাগজপত্রের কোন ত্রুটি না হলে ইনশাআল্লাহ জেনে যাচ্ছি।অনেকেই আমরা অনেক টাকা খরচ করেও এত দ্রুত পাসপোর্ট বের করে আনতে পারি না। পাসপোর্ট করতে গিয়ে ভোগান্তির শিকার হয়নি এমন মানুষের সংখ্যা অনেক কম।শুধু টাকা থাকলেই যে দ্রুত কাজ করানো সম্ভব তাও কিন্তু না। কারণ পাসপোর্ট অফিসের আশেপাশে অসংখ্য দালাল থাকে। আর এই দালালের খপ্পরে পড়লে আরো বেশি ভোগান্তির শিকার হতে হয়।আর তাই সঠিক কাজের মানুষটাকে চিনতে আমরা পারি না।সেক্ষেত্রে সঠিক মানুষ এর কাছে কাজ করাতে পারলে সঠিক সময়ে পাওয়া সম্ভব।

এতকিছুর পরও নতুন পাসপোর্ট হাতে পেয়ে সীমাহীন আনন্দে বুকটা ভরে গেল।এবারের এই পাসপোর্টটি 10 বছরের মেয়াদ সম্পন্ন।ভাবতেই কি যে ভালো লাগছে।এক দারুণ অভিজ্ঞতা।কারণ এর আগে পাসপোর্ট করতে গিয়ে আমি নিজেও অনেক হয়রানির শিকার হয়েছিলাম।কিন্তু এবার পাসপোর্ট করতে গিয়ে এত সুন্দর ভাবে পাসপোর্ট করতে পারব এটা ভাবতেই পারিনি।কিন্তু যখন এর বাস্তবতার মুখোমুখি হলাম তখন ভালো লাগাটা অনেক গুনে বেড়ে গেল।এবং টাকা দিয়ে হলেও এখনো যে মানুষ সঠিক সময়ে সঠিক কাজ করে দেয়, এটা দেখেও বেশ ভালো লাগলো।

IMG20230823100602.jpg

আপনাদের কারো দ্রুত পাসপোর্ট করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ওই ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার জন্য



photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অভিজ্ঞতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন শুধুমাত্র ইন্ডিয়া যাওয়ার জন্য একদিনে ইন্ডিয়ান পাসপোর্ট করেছিলাম। আমি গত সপ্তাহে পাসপোর্ট নবায়নের আবেদন করে এসেছি। তবে একদিনে ই পাসপোর্ট হয়েছে, এটা জেনে বেশ অবাক হলাম। যাইহোক চীন ভ্রমণে গেলে বেইজিং এর হার্ট ওয়ানফুজিং এবং গ্রেট ওয়াল অব চায়না দেখতে যাবেন আপু। আশা করি দারুণ উপভোগ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমিও বেশ অবাক হয়েছি।এবং দারুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম একদিনে ই পাসপোর্ট করার।চিনে গেলে অবশ্যই আপনার পছন্দেরীয় জায়গাটা ঘুরে আসার চেষ্টা করব।অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার জন্য♥

 last year 

একটু বেশি টাকা খরচ করে ভোগান্তির থেকে বেঁচেছেন আপু। তবে আগে জানলে আপনার সাথে দেখা করা যেতো কিন্তু। পাসপোর্ট অফিসের সামনে দিয়েই সকাল সন্ধ্যা যাতায়াত করি প্রতিদিন। চীনে যাচ্ছেন অফিসিয়াল ট্যুরে, জেনে খুশী হলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 last year 

এটা ঠিক টাকাটা একটু বেশি লাগলেও ভোগান্তির শিকার হয়নি এটাও ভালো লেগেছে।তা না হলে তো দিনের পর দিন ঘুরতে ঘুরতে অনেক টাকা যেতো।
♥♥

 last year 

ব্লগটা পড়ে খুবেই উপকার হলো। আপু সর্বমোট আঠারো হাজার টাকায় কাজ হয়ে গেছে না কি আরো বেশি লেগেছে। জানাবেন একটু। তিনি পাসপোর্টের সব কাজই করেন না কি..। আমার ছোট ভাইয়ের জন্য একটি নতুন পাসর্পোট বানাবো। ধন্যবাদ।

 last year 

প্রয়োজনীয় কাগজপত্র দিলে উনি সব কাজ করে দেন। আমার মোট ১৭ হাজার টাকা লেগেছিল একদিনে পাসপোর্ট নবায়ন করে হাতে পেয়েছি।কোথাও কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।
♥♥

 last year 

এটা কিন্তু ঠিক বলেছেন আপু পাসপোর্ট অফিসে গিয়ে ভোগান্তির শিকার হয়নি এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে এটা জেনে ভালো লাগলো যে টাকা বেশি হলেও আপনি একদিনেই পাসপোর্ট হাতে পেয়েছেন। আসলে এটাও কিন্তু ঠিক শুধু টাকা থাকলে হয় না ভালো মানুষের সাথে পরিচয় থাকতে হয় তাহলেই এমনটা সম্ভব। আপনার সাথে সেই ভালো একজন ভাইয়ার পরিচয় আছে বলেই আপনি আজকে এক দিনেই পাসপোর্টটা হাতে পেয়ে গেলেন। যাইহোক নতুন অফিস থেকে চীন ভ্রমণে যাচ্ছেন জেনে খুবই ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 last year 

দোয়া করবেন আপু ভিসা প্রসেসিং টাও যেন ঠিকভাবে হয়ে যায় তাহলেই চীন যেতে পারবো।
সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, ও উৎসাহ যোগায়।♥♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42