স্বরচিত কবিতা "আপু -ভাবি"|||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আবারো স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হয়েছি আশাকরি আপনাদের ভাল লাগবে।
আপনারা অনেকেই অবগত আছেন যে, যেকোনো একটি বিষয়ে তাৎক্ষণিক কবিতা লেখার মত স্বক্ষমতা আছে। গতকাল আমাদের এখানেই জেলা শিল্পকলা একাডেমীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমার এক ভাবি এবং তার ননদ আমার বোন তাদের সাথে দেখা হয়ে যায়।
তারা সবাই ঢাকায় থাকেন।ঈদে বেড়াতে এসেছিল।তাই হঠাৎ করে দেখা হয়ে গেল।মজার বিষয় হচ্ছে তাদের কারো সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই।কিন্তু তারা আমাকে এতটাই স্নেহ এতটাই ভালোবাসেন যে রক্তের সম্পর্ককেও হার মানায়।কালকে যখন শিল্পকলায় দেখাও হয়ে গেলো তখন তারা আমাকে নিয়ে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল।এবং সেই সেলফি থেকেই আজ আমি একটি কবিতা লিখেছি।কবিতার শিরোনাম আপু- ভাবি।কবিতাটি ফেসবুকে দেখতে পেয়ে আপু এবং ভাবি দুজনেই এতটাই উৎফুল্ল হয়েছিল যে তাদের সেই উচ্ছ্বাস আমি এখন আপনাদেরকে লেখনীর মধ্যে বোঝাতে পারবো না।তারা এতো চমৎকার করে আমার প্রশংসা করছিল যে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম।নিঃসন্দেহে তারা অনেক বড় মনের মানুষ।একটি ছবিকে কেন্দ্র করে এত চমৎকার পদ্য কবিতা লেখা যায় তা দেখে ভাবি অবাক হয়ে গিয়েছিল।রীতিমত আমাকে ফোন করে, তাদের আনন্দ প্রকাশ করেছেন।মেসেঞ্জারে এত বেশি এসএমএস দিয়েছেন আজকে রাতেই এসএমএস এর উত্তর দিতে দিতে আমার অনেক সময় পেরিয়ে গিয়েছে।যাইহোক সেসব কথা।আমার কবিতা টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার সার্থকতা।তাহলে সবাই কবিতাটি পড়ে আসি।আর হ্যাঁ আপনাদের সকলের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।তাই সকলের প্রতি অন্তরের অন্তস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।সেই সাথে অন্তহীন ভালোবাসা।
♥আপু-ভাবি"♥
সেলিনা সাথী
বামে আছেন ভাবী,
কার কাছে করতে পারি
বেশি বেশি দাবি-?
প্রাণ প্রিয় আপু আমার
মায়ায় ভরা মুখ,
হাসিখুশি মুখটা দেখে
পাই যে মনে সুখ।
তোমার কাছে দাবি শুধু
যেওনা আমায় ভুলে,,
মনের কথা কইব দু'বোন
হাসবো প্রাণ খুলে।
যদি পারো কসমেটিক্স
দিও উপহার,,
নইলে কিছু বই দিও
প্রেম ভালোবাসার।
আইদান কে নিয়ে তুমি
সুখে থেকো বেশ,,
হাসি-খুশিতে ভরে থাকুক
তোমার পরিবেশ।
এবার আসি ভাবির কাছে
দিবো না তো ছাড়,
ভাবি আমার লক্ষী ভাবি
সুখের অভিসার।
মমতাময়ী ভাবি তুমি
ঠিক মায়ের মত,
তোমার লেখা বই পড়ে
দূর হয়ে যায় ক্ষত।
নানা গুণে গুণান্বিত
প্রিয় আমার ভাবী,,
মনের মাঝে ঠাই দিও
এতোটুকুই দাবি।
জামা-জুতা শাড়ি গহনা
চাইনা কিছু আমি,,
মিলেমিশে থাকব সবাই
এই চাওয়াটাই দামি।
এমনি করে বাহুডোরে
রেখো আমায় বেঁধে,
মাঝেমাঝে ভালো-মন্দ
খাওয়াতে পারো রেঁধে
পরিশেষে করতে চাই
আরেকটি দাবি,,
আগলে রেখো সারা জীবন
এই সংসারের চাবি।
দুইপাশে কমলা-হলুদ
মাঝখানে লাল,,
আমাদের এই ভালোবাসা
থাকবে চিরকাল।♥♥
..................................
৪ মে ২০২৩ইং
সময়-বেলা-৩:৩৯
কবিতা কুটির, নীলফামারী।*♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু, এত সুন্দর করে কবিতা লিখলে আপু ও ভাবিতো প্রশংসা করবেই। তাদের দুজনকে নিয়ে আপনার লেখা কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে। আপু আপনি যে কবিতা লেখায় খুবই পারদর্শী, এই কথা আমার বাংলা ব্লগের সকল সদস্যরাই জানে। তাই নতুন করে আপনাকে বলার মত কিছুই নেই। শুধু বলবো এভাবেই এগিয়ে চলুন, আপনার জন্য অকৃত্রিম ভালোবাসা রইলো।
আসলেই আপু এবং ভাবি দুজনেই এই কবিতার খুবই প্রশংসা করেছে সেই সাথে আমারও।কবিতাটি তাদের মনকে স্পর্শ করেছে বলে নিজেকে ধন্য মনে করছি।♥♥
আপু আপনার কবিতা নিয়ে কি বলব।আপনার প্রতিটি কবিতা চমৎকার হয় আজ ও তার ব্যতিক্রম হয়নি।ননদ ও ভাবিকে নিয়ে অসাধারণ একটি স্বরচিত কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য।
আপু আমার কবিতা আপনার ভালো লাগে জেনে অনেক বেশি খুশি হলাম। আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়।♥♥
আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার আপু ও ভাবিকে নিয়ে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়েছি আপ। ঠিক বলেছেন আপু আপনি আপুর কাছেই দাবি থাকা অনেক ভালো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আসলে কবিতাটি লিখেছি জাস্ট মজা করে।এই ছবিটি কে কেন্দ্র করে।আপনার ভাললাগা আমার পরম পাওয়া♥♥
আসলেই তাই, কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন। আপনি আপনার আপু ও ভাবিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা বরাবরই খুব ভালো লাগে। ছবিতে তিনজনকে একসাথে দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে যে কোন বিষয় নিয়ে কবিতা লিখতে আমার ভালো লাগে।আর এই কবিতাটি লিখেছি জাস্ট এই তিনজনের ছবিটিকে নিয়ে।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম♥♥
আপনার লেখাগুলোর প্রশংসা নতুন করে আজকে আর কে করবো বিশেষ করে কবিতা। আপনি এত সুন্দর সুন্দর কবিতা লিখেন সেজন্য আপনার ভাবি এবং ননদ তো প্রশংসা করবেই। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে অসম্ভব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। অসম্ভব ভালো ছিল আপনার আজকের কবিতাটা।
আসলে ছন্দে ছন্দে ঠিক এভাবে যেকোন বিষয় নিয়ে কবিতা লেখা খুব সহজ বিষয় নয়। তারপরেও আমি চেষ্টা করি এবং পারি। সে ভালো হোক আর মন্দ হোক।আমি লিখে অনেক মজা পাই ধন্যবাদ♥
অসাধারণ কবিতা লিখেছেন। ছন্দ খুবি মিল রয়েছে তাই কবিতাটি বেশি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো পড়ে অনেক ভালো লেগেছে আমার।
কবিতার এই লাইন গুলো আপনার ভাল লেগেছে জেনে ভীষণ আনন্দিত হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥
আপনার কবিতার প্রশংসা নতুন করে আজকে আর কি করবো। আপনি সব সময় বিভিন্ন রকমের টপিক তুলে ধরে কবিতা লিখে থাকেন যেগুলো আমার কাছে পড়তে একটু বেশি ভালো লাগে। আপনার আজকের কবিতা লেখার টপিক টিও বেশ ভালো ছিল। ভাবি এবং আপুকে নিয়ে খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা লিখে ফেলেছেন আপনি। তাদের সাথে দেখা হওয়ার পর উনারা আপনার এরকম দক্ষতার অনেক প্রশংসা করছিলেন তাহলে। প্রশংসা করারই কথা। ভালোই ছিল আপনার পোস্ট।
আসলে আপনার সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে আরও ভাল লেখার জন্য সহযোগিতা করে। ধন্যবাদ আপু। সুন্দর করে উৎসাহ দেয়ার জন্য♥♥
আসলে কিছু সম্পর্ক এতটাই গভীর হয় যে সেগুলো রক্তের সম্পর্ক কেও হার মানিয়ে দেয়। এই ব্যাপারটা আমিও বিশ্বাস করি ভীষণ। আর আপনার লেখার তুলনা হয়না আপু। যে কোনো টপিক নিয়ে এত অনবদ্য ছন্দ মিলিয়ে লিখেন , যে কারো মন ছুঁয়ে যেতে বাধ্য। অনেক শুভেচ্ছা রইলো আপু। অনেক দূর এগিয়ে যান আরো ❤️
এটা একদম ঠিক কথা যে কিছু কিছু সম্পর্ক হয় রক্তের সম্পর্কের চেয়েও গভীর।স্বার্থহীন এই সম্পর্ক গুলো খুব বেশী মধুময় হয়ে থাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য♥♥
আপু ভাবিকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লেখা যায় তা আমি কখনো ভাবতে পারিনি আপু। ঠিক বলেছেন আপু কখনো কখনো রক্তের সম্পর্ক ছাড়াও অন্য সম্পর্ক গুলো হার মানায়। এই মানুষগুলো এক সময় অনেক নিজের হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপু চমৎকার এই কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই যেকোন বিষয় নিয়ে লিখতে চাইলে কিন্তু লেখা যায়। আগে ভাবতে হবে সেই বিষয়টিকে। এরপর দেখবেন খুবই চমৎকার চমৎকার শব্দভাণ্ডার আপনার মাথায় খেলা করছে। আর সেগুলো লিপিবদ্ধ করলে কবিতা হয়ে যায়।♥♥
হ্যাঁ, কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক হয়ে যায় যেটা রক্তের সম্পর্ক কেউ হার মানায় যেমনটা আপনি উপরে উল্লেখ করেছেন। আর আপনার লেখা কবিতার কথা কি বলব সেটা তো সব সময় সেরা। শুভকামনা রইল আন্টি।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥