মনোরম প্রকৃতির কিছু "ফটোগ্রাফি"|||~~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20230115_201805.jpg


সকলকে শুভেচ্ছাআশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি।।আর শীতের সুশীতল পরশ নিয়ে কম্বলের উষ্ণতা সবাই গ্রহণ করেছেন এটা আমি বিশ্বাস করি


dropshadow_1673791450815.jpg


বন্ধুরা আমার আজকের আয়োজনে থাকছে সুন্দর কিছু ফটোগ্রাফি।যদিও তেমন ভালো ফটোগ্রাফি করতে পারিনা।।আর তাছাড়া আমার ফোনটাও বেশ পুরনো হয়ে গিয়েছে।সে কারণে প্রত্যাশা অনুযায়ী ফটোগ্রাফি হয়না। যাইহোক আমার ফোনে তোলা ফটোগ্রাফি গুলো যেমনই হোক না কেন আজ আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি খুব ভাল না লাগলেও মন্দ লাগবে না।ফটো তোলা আমার কাছে নেশার মত।সুন্দর কিংবা অসুন্দর যে কোন বিষয়ে ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে।ভালো লাগে বিশেষ বিশেষ কিছু মুহুর্ত গুলো ফটো ফ্রেমে বন্দী করতে।আমার বাংলা ব্লগ পরিবারে আমি তেমন একটা ফটোগ্রাফি শেয়ার করি না।তবে মাঝে মাঝে মনে হলে ফটোগ্রাফির পোস্ট করে থাকি।আজ আমার নীলফামারী সদরের আশেপাশের প্রকৃতির কিছু ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করছি।আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য কার না ভালো লাগে।আর প্রকৃতির এইসব পরিবেশ আমি দারুণভাবে উপভোগ করি।তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা ফটোগ্রাফি গুলো দেখে আসি।



♥ফটোগ্রাফি- ০১♥

IMG_20230115_184125.jpg

https://w3w.co/interlock.persistence.toughening
ডিভাইস-OPPO A5


নীলফামারী নীলসাগর এর গোধূলি বেলার সূর্য।সূর্যের এই বিমোহিত সৌন্দর্য আমাকে অনেক বেশি আপ্লুত করেছিল সেদিন।গাছের ফাঁকে ফাঁকে কি সুন্দর সূর্যের আলোর ছটা গুলো ছড়িয়ে ছিটিয়ে শোভা বর্ধন করছে। আর বেশ কিছুদিন আগে থেকেই সূর্যকে নিয়ে আমার নানা রকম কৌতূহল ছিল।তাইতো এবার বেশ কয়েকটি সূর্যের ছবি তুলেছি।একে একে শেয়ার করব।

ফটোগ্রাফি -০২

IMG_20230115_183755.jpg

https://w3w.co/laces.widgets.loafer
ডিভাইস-OPPO A5


দেখুন কি সুন্দর করে সূর্যের আলোক রশ্মি গুলো পানির উপর তার সৌন্দর্যের আরেক নিদর্শন দেখিয়েছে।চোখ ধাঁধানো এই সৌন্দর্য আমার চোখে পড়তেই আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ক্যামেরাবন্দি করে ফেললাম।সূর্যের এই অপরূপ সৌন্দর্য।


ফটোগ্রাফিক -০৩

IMG_20230114_211145.jpg

https://w3w.co/flammable.vaccination.skirting
ডিভাইস-OPPO A5


শীতের সকালের ঝলমলে সোনালী রোদ্দুরে,সঙ্গীবিহীন বিষণ্ণ মনে একলা বসে রোদ তাপাচ্ছে একটি পাখি। ক্যানেলের ধারে একটি মাটির টিলার উপর দাঁড়িয়ে। আনমনে রোদের তাপ নিচ্ছে।পাখিটিকে দেখে আমার খুব মায়া হল।আর তাই পাখিটির একটি ফটো তুলে আপনাদের সাথে শেয়ার করলাম।

ফটোগ্রাফিক -০৪

IMG_20230115_183940.jpg

https://w3w.co/laces.widgets.loafer
ডিভাইস-OPPO A5


শীতকালীন তিস্তা ব্যারেজ।তিস্তা নদীতে এখন বালুচর।বর্ষাকালে যেখানে পানি থইথই করে।বন্যায় প্লাবিত হয়।আর এখন সেই জায়গাগুলো শুধুই বালুরচর।বালুচর সহ তিস্তা ব্যারেজ আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এরকম করে একটি ফটোগ্রাফি করেছি।
ফটোগ্রাফি -০৫

IMG_20230114_211108.jpg

https://w3w.co/flammable.vaccination.skirting

ডিভাইস-OPPO A5


ক্যানেল এর এক সাইডের জমিতে আলু ক্ষেতে একটি নারী আলু তুলছে।নারীরা যে ক্ষেতে খামারে অফিস-আদালতে সব জায়গায় বিচরণ করছে তার একটি দৃষ্টান্ত।আপন-মনে ক্ষেত থেকে আলু তুলছিল নারীটি।


নীলাঞ্চলয়ের কন্যা আমি
তৃণমূলের নারী,
নীলাঞ্চল কে সঙ্গে নিয়ে
বিশ্বে দেব পাড়ি।


ব্লগ লেখার তারিখ, সময় ও স্হান

১৫জানুয়ারি২০২৩
সময়-রাত-০৮.৩৪ মিনিট
কবিতা কুটির, সদর নীলফামারী


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

নারীরা আজকাল সব জায়গাতেই কাজ করে। অফিস আদালত থেকে শুরু করে বাড়িতে সব জায়গাতেই তারা পারদর্শী। আজকাল তো বিভিন্ন ক্ষেতে খামারেও তাদেরকে কাজ করতে দেখা যায়। আসলে ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভালো লেগেছে। অনেক অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু।

 2 years ago 

জি আপু, এগিয়ে যেতেই হবে, তাহলেই জাতি এগিয়ে যাবে।

 2 years ago 

আশা করি ভালো আছেন আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। শীতকালীন তিস্তা ব্যারেজের আলোকচিত্র দেখে খুব ভালো লাগলো। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আলোকচিত্র অসাধারণ হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো এবং গোধূলি বেলার সূর্য আসলে আকৃষ্ট করে সবাইকে। শীতের সকালের রোদ্দুরও অনেক ভালো লাগে। সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব রূপ আপনি ফটোগ্রাফিতে তুলে ধরেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

গোধূলি বেলার সূর্য আমার কাছে অনেক পছন্দের তবে সেদিন সূর্যটা একটু বেশি সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফি করেছি।

 2 years ago 

আপনার ফোন পুরনো হয়েছে তা পরেও ছবি দুর্দান্ত হয়েছে আপু। প্রাকৃতিক পরিবেশে আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ছবি আপনার ফোনের ক্যামেরায় বন্দি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার মোবাইলটি পুরাতন হয়ে গিয়েছে তবে ছবি মোটামুটি হয়েছে। পরবর্তীতে ফটোগ্রাফি করলে ক্যামেরার ব্যবহার করব।

 2 years ago 

আপনি দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন বলতে হয় এক কথায় অসাধারণ ছিল।আপনার মোবাইল পুরনো হলেও ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন কিন্তু বলতে হয়। গোধূলি বেলার সূর্যের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। উপস্থাপনা খুবই সুন্দর ভাবে করেছেন।

 2 years ago 

আমার কাছে ও সেই দৃশ্যটি অসাধারন লেগেছে।

 2 years ago 

আপনার ফোন পুরনো হলেও ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি চেষ্টা করেছি অনেকদিন পরে কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।।

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল আপু। আপনি ঠিকই বলেছেন আপু এখন নারীরা কোন দিক দিয়ে পিছিয়ে নেই। সবখানেই তারা বিচরণ করে। ধন্যবাদ আপু সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু, সব দিলেই মেয়েরা এগিয়ে যাচ্ছে।

 2 years ago 

আপু আপনার ফোনটি পুরোনো হলেও ছবিগুলো কিন্তু বেশ সুন্দর ও অর্থপূর্ণ হয়েছে।আসলে ভালো ছবি দেখলে ঠিক থাকা যায় না।আর লাল লাল ছোট সাইজের আলুগুলো সুন্দর দেখতে।সিয়াম ভাইয়া আশা করি নিশ্চয়ই আপনাকে একটা নতুন ফোন গিফট করবে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকদিন হয়ে গেল সূর্যের এরকম দৃশ্য দেখা হয় না ছবিটা দেখেই তো মন ভালো হয়ে গেল, চমৎকারভাবে মনোরম পরিবেশের কিছু ছবি আমাদের উপহার দিলেন , বিশেষ করে নদীর তীর এবং সূর্যের ছবিগুলো আমার খুব ভালো লাগছে।

 2 years ago 

বাস্তবে আরো সুন্দর ছিলো দৃশ্যটি।

 2 years ago 

ফোন পুরনো হলেও আপনার ছবি তোলার হাত ভাল তাই সুন্দর কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন। প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে। গুধূলী বেলার সূর্যাস্তের ছবি খুব ভাল হয়েছে। পানির উপর সূর্যের রশ্মি দেখে মনে হচ্ছে পানিতে আগুন লেগে আছে। নারীরা ক্ষেতে খামারে অফিস আদালতে খুব পরিশ্রম করতে পারে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ছবি গুলো আমার কাছে ও অসাধারন লেগেছে তাই তো শেয়ার করে নিয়েছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63701.73
ETH 2723.12
USDT 1.00
SBD 2.56