স্বরচিত কবিতা "ব্যর্থতার তিনটি কারণ"|||~~

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব


মাহে রমজানের অনাবিল শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি।আর আমার বাংলা ব্লগ পরিবারের সবাই,, সকলেই,, সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।।

20230324_115012.png


বন্ধুরা আজ সকাল সকাল স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।আপনারা সবাই জানেন কবিতা আমার খুব পছন্দের একটি বিষয়।কবিতা লিখতে পড়তে ও শুনতে আমার ভীষণ ভালো লাগে।বলতে পারেন আমি একজন কবিতা পাগল মানুষ।বন্ধুরা আজকের কবিতার শিরোনাম হচ্ছে-ব্যর্থতার তিনটি কারণ
আসলে পৃথিবীতে সবাই সফল হতে চায়। কিন্তু সবাই সফল হতে পারে না কেন? এই কারণগুলো আমরা ঠিক সেভাবে খুঁজে দেখি না। শুধু শুধু ভাগ্যের দোষ দেই। কপালের দোষ দেই। আল্লাহর দোষ দেই। কিংবা সমাজ কিংবা রাষ্ট্রের দোষ দেই।কখনো নিজের দোষ দেইনা। আসলে আমরা কেন ব্যর্থ হচ্ছি। কেন সফল হতে পারছিনা। কোথায় আমার সমস্যা। কোথায় আমাদের ঘাঁটতি এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় আমাদের বিন্দু পরিমাণ নাই। ব্যর্থ হওয়ার তিনটি সহজ কারণ তুলে ধরেছি আমার আজকের এই কবিতায়। ০১.( নাম্বার হচ্ছে আমরা কিছু মানুষ আছি সবসময় অন্যের দোষ ধরি এবং নিজের দোষ গুলো এড়িয়ে যাই।এই কাজটি যারা করে তারা জীবনে কোনদিন কখনোই সফল হতে পারবে না এটা নিশ্চিত। ০২. যে সমস্ত মানুষ নিজেকে সবজান্তা মনে করেন। এবং আত্ম অহংকারী। তারা মনে করেন আমি যা বলি যা করি সেটাই ঠিক। অন্য রা বলছে, যা করছে, সব ভুল। এই সমস্ত মানসিকতার মানুষ কোনদিন কখনো কাঙ্খিত সফল হতে পারেনা। ০৩.
আর যে মানুষগুলো কোন কাজে পরাজয় মেনে নেয়ার মানসিকতা নাই। তারাও জীবনে কোনদিন কখনো সফল হতে পারে না। মনে রাখবেন পরাজয় হল সফলতার একটি বড় ধাপ।ব্যর্থতার আরও অনেকগুলো কারণ আছে আজকে আমি এই তিনটি কারণে উল্লেখ করেছি আমার এই কবিতায়।আমার কবিতাটি যদি কারো এতোটুকু কাজে লাগে তবেই হবে আমার সার্থকতা।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের কবিতাটি শুরু করা যাক-

স্বরচিত কবিতা
♥ব্যর্থতার তিনটি কারণ♥
সেলিনা সাথী

ব্যর্থতার পেছনে হলো
তিনটি মূল কারণ,,
কারণগুলো বলছি পরে
করছি আগে বারন।

নিজের দোষ এড়িয়ে গিয়ে
অন্যের দোষ ধরে,
এই জীবনে ব্যর্থ তারা
ধুকে ধুকে মরে।

নিজেকে ভাবে সবজান্তা
আত্ম অহংকারী,
এই জীবনে ব্যর্থ তারা
হয় যে ফেরারী।

পরাজয়কে মেনে নিতে
যারা করে ভয়,,
এই জীবনে ব্যর্থ তারা
আসেনা তাই জয়।

দোষ ধরা তাই বন্ধ কর
পরাজয় নাও মেনে,
সবজান্তা ভুলে গেলে
হাসবে শুব ক্ষনে।

♦♦♦♦♦♦
২৩ মার্চ ২০২৩
রাত ১২:০৩
কবিতা কুটির, নীলফামারী।


20230324_114924.png


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

বাহ আপু বর্তমান সমাজের রূপরেখা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি। সত্যি বলতে আপনার কবিতার নতুন করে প্রশংসা করার কিছু নেই।কারন আপনার কবিতা সব সময় প্রশংসনীয়। ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার কবিতা সব সময় আমার অনেক ভালো লাগে আপু। ব্যর্থতার যে তিনটি কারণ হতে পারে সেটি কবিতার মাধ্যমে যথাযথভাবে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ধন্যবাদ আপু ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

ব্যর্থতার তিনটি কারণ কবিতার ছন্দে ছন্দে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপু। বরাবরই আপনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। আজও আপনি ব্যর্থতার তিনটি কারণ যেভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন তা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেকদিন পর আপনার চমৎকার কবিতা পড়লাম।কবিতার মূলভাব খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন আপু আর আপনার কবিতা নিয়ে কি বলবো বরাবরই চমৎকার।

 3 years ago 

বাহ বেশ বাস্তবিক অর্থে লিখেছেন কবিতাটি ৷ সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার লেখা কথা গুলো তে ৷ আপনি যথার্থই বলেছেন যে প্রতিটি মানুষ সফলতা চায় কিন্তু সবাই হতে পারে না ৷ আর তখন ভাগ্যের দোষ দেই ৷

তবে আমি মনে ব্যর্থতার পরেও সফলতা সম্ভব ৷ যদি আমরা আমাদের সর্বোচ্চ টা দেই ৷ অনেক ভালো লাগলো আপু এমন সুন্দর কবিতাটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 3 years ago 

আসলে আমরা যদি অন্যের দোষ না ধরে নিজের দোষ গুলো শুধরে নেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো খুব শীঘ্রই সফলতা আসবে। হয়তো মাঝে মাঝে হতাশ হয়ে যাই আমরা। তবুও এগিয়ে যেতে হবে সফলতার দিকে। আপু আপনার লেখা কবিতা অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপু আজকে আপনার কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে। এই কবিতাটি আপনার ফেসবুক পোস্ট দেখেই পড়েছি।খুবি সুন্দর কবিতা।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 105120.26
ETH 3562.26
USDT 1.00
SBD 0.56