☆꧁::.স্বরচিত কবিতা || "গাধা কেন কুকুর"? ::. ꧂☆

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆



☆꧁::. সাথী কাব্যে ✍🏻"গাধা কেন কুকুর":꧂☆

বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230321_162659.jpg

প্রিয় কবিতা প্রেমী বন্ধুদের জন্য আবারও একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। আমার বাংলা ব্লগ পরিবারে এখন অনেক কবিতা প্রেমী বন্ধুরা রয়েছেন। আসলে কবিতা সবাই পছন্দ করেন না।তবে যারা কবিতার ভাষা বোঝেন তারা কিন্তু যথেষ্ট কবিতা প্রেমী হয়ে থাকেন। যাইহোক সেদিকে আর যাচ্ছি না। আজ আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের কবিতা নিয়ে আসলাম। আজ থেকে দুদিন আগে ফেসবুকে একটি গল্প করলাম।।গল্পটা একাধিক বার পড়েছি। এই গল্পটা পড়ে আমার মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন উদয় হতে লাগলো।এখানে গল্পের লেখক এক শ্রেণীর লোকদেরকে চরমভাবে হেয় প্রতিপন্ন করেছেন। যার মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছে।আর তাইতো প্রতিবাদস্বরূপ এই কবিতাটি রচনা করলাম।ফেসবুক থেকে ধারণকৃত সেই গল্পটি লিখেছেন রাজা আসলাম। গল্পটির screenshot আপনাদের সাথে তুলে ধরছি।গল্পটি ভালো করে পড়ার পর আমার কবিতাটি পড়বেন সকলে।।এবং আপনারদের সুন্দর মতামত প্রত্যাশা করছি গল্প এবং কবিতাটি কে ঘিরে। তো চলুন স্ক্রিনশট এবং কবিতাটি পড়ে আসি।

IMG_20230706_003020.jpg

ফেসবুক থেকে স্ক্রিনশট নেয়া। গল্পটি লিখেছেন রাজা শহিদুল আসলাম।

গল্পটির জবাবস্বরূপ এই কবিতাটি-

"গাধা কেন কুকুর"


🥀সেলিনা সাথী🥀

সবার কাছে একটি কথা
জানতে আমি চাই,
গাধা কেমনে ঘোড়া হয়
বলে যেও তাই।

গাধা নাকি ঘোড়া হয়
শিক্ষা-দীক্ষা পেলে,
সেই শিক্ষা'ই প্রিয় শিক্ষক
ধরেছিল মেলে।

যে শিক্ষায় গাধাগুলো
কুকুর হলো ভাই,,
সেই শিক্ষকের কু'শিক্ষার
বিচার মোরা চাই।

শান্তশিষ্ট গাধা গুলো
করছে ঘেউ ঘেউ,
গাধা গুলোর দোষ কি ছিল
বলতে পারো কেউ-?

ভুল চিকিৎসায় মারলে মানুষ
বিচার তো হয় জানি!
কুশিক্ষার বিচার হবে
এটাও মোরা মানি।

গাধা পিটিয়ে ঘোড়া হয়
শুনেছ কি কেউ-?
পুকুরে কি দেখেছ কেউ
সাগরের ঢেউ-?

গাধা কেন কুকুর হল
জবাব দেবে কে-?
কুকুর থেকেই কুকুর হয়
বলেছিল সে।
.............................
৫ জুলাই ২০২৩
সময় রাত ২:১৫
কবিতা কুটির, নীলফামারী।


IMG_20220729_153401.jpg



dropshadow_1629803062061.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে একটি গল্পকে কেন্দ্র করে কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতাটি অসাধারণ ছিল। এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

গল্প থেকে কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।♥♥

 last year 

মাঝেমধ্যে অনেক ভালো লাগে যে আমাদের মাঝে এমন একটা কবি রয়েছে। আপু আপনি যেসব কবিতা গুলো লিখেন আপনার কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। যেকোনো বিষয়ে খুব স্বল্প সময় আপনি কবিতা বলতে পারেন লিখতে পারেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সবাই কিন্তু এগুলো পারেনা। আজকে আপনি যে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

আমাকে পেয়ে যেমন আপনাদের ভালো লাগে ঠিক তেমনি আপনাদেরকে পেয়ে আমারও অনেক ভালো লাগে।আমার কবিতা লেখার সার্থকতা খুঁজে পাই।♥♥

 last year 

ফেসবুক থেকে গল্পটি পড়ে আপনি সে সম্পর্কে আপনার মতামত প্রকাশ করেছেন এবং আপনার যুক্তিতে এই কবিতাটি দিয়ে আপনি তার প্রতিবাদ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার লেখা এই প্রতিবাদ মূলক কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

গল্প থেকে কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম এভাবেই পাশে থাকবেন সব সময়♥♥

 last year 

আপু আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ ছিল। আপনি খুবই সুন্দর ভাবে কবিতা লেখেন। যার কারণে কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার।

 last year 

এত চমৎকার উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥♥

 last year 

আপনার কবিতা পড়ে আমি অনেক খুশি হয়েছি কারণ আপনার এই কবিতার মধ্যে যথেষ্ট যুক্তি পেয়েছি খুঁজে,রয়েছে বাস্তবতা। পাশাপাশি রয়েছে কিছু ভাব অনুভূতি। তবে আপনার কবিতাগুলো বেশ মানব মুখী হয়ে থাকে যা আমার পড়তে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63