বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে ||গানটির কভার||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা বাবা আমাদের সকলের কাছে অতি প্রিয় একটি মানুষের নাম।প্রতিটি মানুষের জীবনে বাবা নামক বটবৃক্ষের ছায়া যেন অমূল্য ধন।যার তুলনা পৃথিবীতে কারো সাথেই হয়না।বাবারা হলেন মাথার উপর ছাতার মতো।সন্তানদের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম করেন দিনরাত।পৃথিবীতে যাদের বাবা এখনো বেঁচে আছেন।তাদের মাথার উপর ছায়া হয়ে আছেন বাবা।হাত জোড় করে অনুরোধ করবো সকলের প্রতি, বাবা এবং মায়ের প্রতি আমরা কোন সন্তান কোনদিন কখনোই যেন অসম্মান প্রদর্শন না করি। বেশি প্রতিষ্ঠিত হতে গিয়ে অমানুষ যেন হয়ে না যাই।পৃথিবীর বুকে যারা বাবা-মাকে অসম্মান করে, তারা কোনোদিন কখনোই সুখী হতে পারে না।তাদের ইহকাল এবং পরকাল অন্ধকারাচ্ছন্ন।আমরা সকলেই জানি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।আর তাই সময় থাকতে আমরা যেন জান্নাতের সঠিক পরিচর্যা করতে পারি।ঠিক তেমনি কোন সন্তানের প্রতি যদি বাবার অসন্তুষ্টি থাকে তাহলে সেই সন্তান খুব সহজে জান্নাতে যেতে পারেন না।তাই আমরা যতোবরো প্রতিষ্ঠিত হই না কেন কখনই যেন বাবা মায়ের অবাদ্ধ না হই।আজ বহু বছর ধরে আমি এতিম।বাবা নামক বটবৃক্ষের ছায়া আমার মাথার উপরে নেই।এতিম হওয়ার যন্ত্রনা আমাকে কুরে কুরে খায়।আমার পৃথিবীতে বাবার মত এত ভালো আজ অবধি কেউ বাসেনি। প্রতি বছর ঈদে বিশেষ করে বাবাকে খুব বেশি মিস করি।তাইতো মনের মধ্যে প্রশ্ন উঁকি দেয় জানতে ইচ্ছে করে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে।পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধাযারা ছোট্ট মাটির ঘরে আছেন মহান আল্লাহ তা'আলা তাদেরকে যেন জান্নাত নসিব করেন।রাব্বির হামহুমা কামা রব্বায়ানি ছগিরা।
বাবার স্মরণে আজ বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। এই গানটি কভার করার চেষ্টা করলাম। আপনারা সকলেই জানেন আমি গান গাইতে পারি না। তারপরেও একটু একটু গুনগুন করি শুধু আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। গানটি আমি গাইতে না পারলেও গানের কথাগুলো কিন্তু অসাধারণ।সরাসরি হৃদয় স্পর্শ করেঅন্য রকম একটা অনুভূতি দোলা দেয়,মনের মনিকোঠায়।তো বন্ধুরা চলুন গানটি শুনে আসি।
গানের কথা-বাবা তুমি কেমন আছো-
গীতিকার- জানা নেই
শিল্পীঃ-ওয়ায়দুল্লা তারেক
কভার-সেলিনা সাথী
ভিডিও লিংক
গানের লিরিক্স
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা..গো..ও.. ও.. বাবা....
বাবা..গো..ও..ও.. বাবা....
বাবা..গো..ও.. ও.. বাবা....
বাবা..গো..ও..ও.. বাবা....।
☆꧁::.【 সাথী কন্ঠ】.::. ꧂☆
কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ.. তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম..।
ভালোবাসি তোমায় বাবা,বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা.. গো..ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
বাবা.. গো.. ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
☆꧁::.【 সাথী কন্ঠ】.::. ꧂☆
তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
সুখে থেকো পরম সুখে.. জান্নাতের ভিতরে..।
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।
বাবা..গো.. ও.. ও.. বাবা..
বাবা..গো.. ও.. ও..বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..।
☆꧁:.সাথী কন্ঠ.::. ꧂☆
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




সত্যি বলেছেন আপু বাবা হলো বটবৃক্ষের ছায়া, আর বাবার তুলনা পৃথিবীতে আর কিছুর সাথে হয় না। বাবা তো বাবাই। যাইহোক আপু আপনার মতো আমি ও অনেক আগে বাবাকে হারিয়েছি।বাবাকে নিয়ে আপনি অনেক সুন্দর গান কভার করেছেন।ভিডিওটি দেখে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ গানটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি গানের কভার করেছেন। এমনিতেও এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার কন্ঠে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এই গানটি আমার খুবই ফেভারেট আমি মাঝে মাঝেই শুনে থাকি।
আপনার মাধ্যমে এই গানটি আজ শুনতে পেরে খুবই ভালো লাগলো।
আসলে এই গানের কথাগুলো এতটাই হৃদয় স্পর্শী যে বারবার শুনতে মন চায়।।
সত্যি কথা বলতে আপু বাবার মত পৃথিবীতে আপন কেউ নেই। আমারও মাঝে মাঝে বাবাকে এতটাই মনে পড়ে যে কান্নায় তখন বুক ভেসে যায়। এখন শুধু বাবার স্মৃতিগুলো আর তার জন্য দোয়া ছাড়া কিছুই করার নেই। আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আসলে প্রত্যেকটা মানুষের মাথার ছাতা হচ্ছে তাদের বাবা। বাবা সব সময় সন্তানের উপর বট বৃক্ষের মতো থাকে। যাদের বাবা আছে তারা সত্যিই অনেক ভাগ্যবান। বাবা আমাদের অনেক মূল্যবান একজন মানুষ। জিনিস কাছে থাকলে মনে হয় পৃথিবীর সব কিছু কাছে রয়েছে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে গানটির কভার আপনি খুবই সুন্দর ভাবে করেছেন। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আপনার কন্ঠে এই গানটি শুনে।
একদম মন থেকে বলছি আপু বাবা যে আসলে কত বড় একজন আস্থার প্রতীক সেটা হাড়ে হাড়ে টের পাই যখন মানুষটা একটু হলেও অসুস্থ হয়ে পড়ে আর কিছু কাজের দায়িত্ব কাঁধে চেপে বসে আমার। গানের কথাগুলো যেমন সুন্দর আর আপনি গেয়েছেনও তেমন ভালোবাসা দিয়ে। কবিতা আবৃত্তির পাশাপাশি আপনি গানটাও বেশ ভালো করেন আপু। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক এটাই প্রার্থনা করি।
বাহ্ আপনি অনেক সুন্দর একটি গানের কভার শেয়ার করেছেন আপু ।গানটি আপনার গলায় চমৎকার লেগেছে।আপনি বরাবর ভালো আবৃত্তি করেন,গানও যে এতো ভালো করেন জানতাম না।ধন্যবাদ আপনাকে সুন্দর কভার পোস্টটি শেয়ার করার জন্য।