এলোমেলো "ফটোগ্রাফি"||~~

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230402_201235.jpg


বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আমি ভালো ফটোগ্রাফি করতে পারিনা। তারপরও যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের এতোটুকু হলেও ভালো লাগবে। মন্দ লাগবে না।আমি বেশ কিছু দিন আগে থেকেই কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম আর আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নেব।আমার পুরনো ফোন থেকে তোলা এই ফটোগ্রাফি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা।
তবে চলুন বন্ধুরা ফটোগ্রাফি গুলো এক এক করে দেখে আসি।


ফটোগ্রাফি - ০১

IMG_20230402_200918.jpg

এই ফটোগ্রাফি টি করেছিলাম সূর্যাস্তের সময়।একদিন নীলসাগর ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফি টি করেছিলাম।সূর্যাস্তের সময় সূর্যটা যত সুন্দর দেখাচ্ছিল এবং তার চারিপাশটা যত সুন্দর দেখাচ্ছিল তখন খুব লোভী হয়েই এই ফটোগ্রাফিতে করেছিলাম কারণ এই দৃশ্যটা আমার কাছে দারুণ লেগেছিল।অসাধারণ এই দৃশ্যটি আরও ভালো ক্যামেরা হলে আরো সুন্দর ফটোগ্রাফি হতো।নীল আকাশে সাদা মেঘের ভেলা পাশাপাশি সূর্যাস্ত।আহ আহ কি মনোরম দৃশ্য।

ফটোগ্রাফি--০২

IMG_20230402_195011.jpg

আমাদের বাড়ির উঠোনের এক সাইটে একটি আম গাছ আছে। সেই আম গাছে এতো চমৎকার ভাবে মুকুল ধরেছিল যে, আমি সেটার একটি ফটোগ্রাফি করে রেখেছি। আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। এটি আমাদের বাসার আম গাছের মুকুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি -০৩

IMG_20230402_194931.jpg

গাছের ফাঁকে সূর্যের এই ছবিটি করেছিলাম ঠিক দুপুর বেলা।দুপুরবেলা হঠাৎ আকাশের দিকে তাকাতেই গাছের ফাঁকে সূর্য টা দেখে আমার খুব ভাল লাগছিল। তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করে রাখি। যেই কথা সেই কাজ। একটি ফটোগ্রাফি করে রাখলাম। এবং আজকে তা আপনাদের সাথে শেয়ার করলাম।

ফটোগ্রাফি -০৪

IMG_20230402_195203.jpg

পুরোনো একটি টিনের চালার উপরে নীল আকাশ। নীল আকাশে সাদা মেঘের ভেলা। এবং পাশেই সবুজ গাছ। দেখতে যা সুন্দর লাগছে। এমন অপরূপ দৃশ্য ধরে রাখার মতোই।আর তাইতো নির্দ্বিধায় ধরে রাখলাম ফটো ফ্রেমে।আসলে আকাশের এত রূপ এই রূপ দেখে শেষ করা যাবে না এবং বর্ণনা করা যাবে না।আমি যতবারই আকাশের দিকে তাকাই ঠিক ততোবারই আকাশের মধ্যে নতুনত্ব খুঁজে পাই।বিশ্বাস নাহলে আপনারাও ঠিক আমার মত করে আকাশের দিকে তাকাবে একেক সময় একেক রকমের আকাশ।আর আকাশে সৌন্দর্য বৃদ্ধি করে সেই মেঘের ভেলা।

ফটোগ্রাফি -০৫

IMG_20230402_200754.jpg

নীল আকাশে ছুটছে
দেখো সাদা মেঘের ভেলা
মেঘের সাথে মেঘে যেন
করছে শুধু খেলা।

এই অপরূপ সৌন্দর্য
নেয় কেড়ে নেয় মন,
এমন রূপের বাহার যেন
সবার প্রয়োজন।

আজকের এই ফটোগ্রাফি
যদি লাগে ভালো,
রমজানের এই পবিত্রতায়
দূর হয়ে যাক কালো।

এই জগতের সকল মানুষ
থাকে যেন সুখে,
অন্যায়ের প্রতিবাদে
সবাই যেন রুখে।

IMG_20210824_195035.jpg

♥♥

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

অনেকদিন পরে আপনার ফটোগ্রাফি দেখছি। আপনার শেয়ার করা ফটোগ্রাফী পর্বে মধ্যে প্রথম ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। সূর্য অস্ত যাওয়ার ছবিটা এত ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না।

 3 years ago 

প্রথম ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। আমার কাছে প্রথম ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। আমিতো ফটোগ্রাফি তেমন একটা পারি না। তার পরেও,,,,

 3 years ago 

এই প্রথম মনে হয় আপনার ফটোগ্রাফি দেখলাম আপু হাহা। ফটোগ্রাফী গুলো অসাধারন ছিল বিশেষ করে কবিতার সাথে ফটোগ্রাফির যে ব্যাপারটা এইটা বেশি সুন্দর আর ইউনিক ছিল।🖤

 3 years ago 

এর আগে বহুবার ফটোগ্রাফি পোষ্ট করেছি। হয়তো আপনার চোখে পড়েনি। যাইহোক আজ কে দেখেছেন এ জন্য অসংখ্য ধন্যবাদ।ভালোবাসা অবিরাম♥♥

 3 years ago 

জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে ছবিগুলো। আর একদমই এলোমেলো মনে হয়নি। আর শেষের কবিতা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আমার এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে, জেনে খুশী হলাম। এভাবেই সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকবেন। উৎসাহ দেবেন এটাই প্রত্যাশা করি।♥♥

 3 years ago 

আপনার প্রথম ছবিটা আমার খুবই ভালো লেগেছে। আর কবিতা তো অসাধারণ। আর আমি আপনার কবিতার একজন বড় ফ্যান। আপনার সব কবিতাগুলো আমার খুব ভালো লাগে। আজকের এই ফটোগ্রাফির পোস্ট এবং সাথে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি আমার কবিতার ভক্ত জেনে খুব বেশী খুশী হলাম। আমি নিজেও একজন কবিতাপ্রেমী মানুষ। কবিতা আমার অনেক ভালো লাগে। মনে হয় রক্তে মিশে আছে কবিতা। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।♥♥

 3 years ago 

আপু আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। নীল আকাশে সাদা মেঘের ভেলা ও আমের মুকুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক খুশি হলাম। ধন্যবাদ আপু এভাবেই সবসময় শুভকামনা হয়ে পাশে থাকবেন। প্রত্যাশা রাখছি।♥♥

 3 years ago 

আপু অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো পড়েছেন যা দেখে মনে হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের তোলা ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। নীল আকাশ দেখতে এতটাই ভালো লাগছে বুঝাতে পারবো না। সত্যি সাদা মেঘের আড়ালে নীল আকাশ দেখতে খুবই সুন্দর। শেষে অল্প একটু কবিতা লিখে আপনার ফটোগ্রাফি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছন। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক বেশি আনন্দিত বোধ করছি। যদিও আমি ভালো ফটোগ্রাফি করতে পারিনা।♥♥

 3 years ago 

আপু আপনি আমাদের মাঝে আজকের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আমি হয়তো এর আগে কখনো আপনার ফটোগ্রাফি পোস্ট দেখিনি এই প্রথমবার দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি পোস্ট। আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার উঠানে একটি আম গাছ রয়েছে আমগাছে অনেক মুকুল এসেছে আসলে ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া এর আগে বহুবার ফটোগ্রাফি পোষ্ট করেছি। হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। যাই হোক আজকে ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে, অনেক খুশী হলাম। এটি আমার বাড়ির উঠোনে আমের গাছের মুকুলের ছবি।♥♥

 3 years ago 

বাহ্!আপনার এই চমৎকার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি যাচাই করতে পারছি না কোনটা সবচেয়ে বেশি সুন্দর কারণ আমার কাছে সবগুলোই ভীষণ ভালো লেগেছে🥰। আর কবিতাটিও খুব অসাধারণ।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এভাবেই অনুপ্রেরণা হয়ে পাশে থাকবেন আশা রাখছি।♥♥

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট পর্যবেক্ষণ করতে আমার খুবই ভালো লাগে।।
আজকে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।।
বিশেষ করে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগেছে।।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য।♥♥

 3 years ago 

আমি তো মনে করছিলাম আপনি ফটোগ্রাফিতে তেমন মনোযোগ দেন না। কিন্তু আমার আজকের ভাবনাটা সম্পূর্ণ ভুল হয়ে গেল আপনার ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। আমের ফুল এবং নীল আকাশের ফটোগ্রাফি গুলো এত সুন্দর করে নিয়েছেন মনে হচ্ছে এগুলো ফটোগ্রাফি না। বাস্তবে কোন যেন নীল আকাশে ঘুরে বেড়াচ্ছি। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণভাবে ক্যাপচার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এতো চমৎকার করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যিই আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আগামীতে আরও ভাল ফটোগ্রাফি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।♥♥

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 104593.27
ETH 3578.80
USDT 1.00
SBD 0.56