"আসলে কবিতা খুব সহজ বিষয় নয়"১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||



☆আসসালামুয়ালাইকুম☆


সকলকে শুভেচ্ছা।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।


IMG_20210105_080600.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি, আমার আজকের ছোট্ট এই আয়োজন।আমার বাংলা ব্লগ পরিবারের প্রায় সকলেই আমাকে কবি আপু সম্বোধন করেন। যা আমাকে আরও উৎসাহিত আরো উদ্দীপনা এবং আরো অনুপ্রাণিত করে।

siam,.png

অনেকের ধারণা কবিতা লেখা অনেক সহজ। কারো কারো কাছে এটা সঠিক। আবার কারো কারো কাছে এটা অনেক কঠিন।আসলে কবিতা খুব সহজ বিষয় নয়।কবিতা লিখতে গেলে আগে একটি বিষয় মাথায় নিয়ে এর পরে চিন্তা-ভাবনা চেতনাকে কাজে লাগিয়ে এরপর লিখতে হয়।প্রতিটি শব্দ, প্রতিটা লাইন, মাত্রা, ছন্দ, বৃত্ত কত কিছু বিষয় মাথায় রেখে এরপর কবিতা লিখতে হয় এরপর একটি কবিতা কবিতা হয়ে ওঠে।

siam,.png

আমার কাছে মনে হয় কবিতার চেয়ে গল্প লেখা অনেক সহজ।কারন আমি নিজেও গল্প লিখি উপন্যাস লিখি, গদ্য অথবা পদ্য কবিতা লিখি।কাজেই আমার অভিজ্ঞতা থেকে বুঝি কবিতা আমার কাছে অনেক জটিল একটি বিষয়।।ছোট্ট একটি কবিতার মধ্যে বিশাল একটি গল্প তুলে ধরা খুব সহজ বিষয় নয় কিন্তু।।যেমন আমি আজকে ও আপনাদের জন্য একটি কবিতা উপহার দিচ্ছি।এই কবিতা টির ভাবার্থ দিয়ে 50 পৃষ্ঠার ও বেশি গল্প লেখা যাবে।।

siam,.png

চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক,,আমার স্বরচিত কবিতা অপার কারিশমা

siam,.png


"অপার কারিশম"


siam,.png

তোমার দেয়া আঘাতে
আমি দাঁড়িয়েছি ঘুরে
ভাসছি এখন সফলতার
বিজয় করা সুরে।

siam,.png

অন্যায় আর অবিচারের
খেলা করে শেষ
দূরে থেকে দেখবে একদিন
আমিও আছি বেশ

siam,.png

একলা ঘরে একলা পথে
এসেছি এতদূর
তুমি বিহনে পাখিরা গান
গাইছে সুমধুর

siam,.png

কারো জন্য জীবন কখনো
থেমে থাকে না
মেনে নিয়ে মানিয়ে চলতে
নেই তো যতনা।

siam,.png

সফলতার যাত্রা পথে
কাঁটার আঘাত সয়ে
থেমে থাকেনি তবুও আমি
কোন কিছুর ভয়ে।

siam,.png

আমার কষ্টের ফল দিয়ে
আলোকিত তুমি
সেই আলোয় আলেয়াকে
দিয়ে যাচ্ছ চুমি।

siam,.png

শুভকামনা চিরদিনই
থেকো তুমি সুখে
আসবো না আর ফিরে আমি
তোমার সুখে দুখে

siam,.png

আমার মত এই আমাকে
সাজিয়ে নিয়েছি
পরম সুখের শান্তি এখন
খুঁজে পেয়েছি।

siam,.png

দূর হয়েছে বিষের বাঁশি
নেইতো তাতে সুর,
হারিয়ে গেল কয়লা আমার
ফিরে পেলাম নুর।।

siam,.png

সৃষ্টিকর্তা মহান তুমি
তোমার মহিমা
শূন্য হৃদয় ভরে দিলে
অপার কারিশমা।।

siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

IMG_20210104_144813.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপু আপনি কবিতা গুলো খুবই সুন্দর লেখেন, আপনার প্রতিটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কবিতার ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। খুবই আনন্দিত বোধ করছি। পাশেই থাকবেন। শুভকামনা সবসময়♥♥

আপনি তো অনেক ভালো লিখেন সেইটা জানিই কিন্ত কবিতার আগে আজকের কথাগুলো ভালো লাগছে, আসলি কবিতা লিখা এত সহজ না, একটা সময় আমিও অনেক চেষ্টা করেছি আর তখনি বুঝতে পেরেছি যে কবিতা লিখা কঠিন। কবিতার একদম শুরুতে বলেছেন-"তোমার দেয়া আঘাতে
আমি দাঁড়িয়েছি ঘুরে
ভাসছি এখন সফলতার
বিজয় করা সুরে।" এইটা নিয়েই একটা গল্প লিখা যাবে। সব মিলিয়ে পুরো কবিতা খুব ভালো ছিলো আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া কবিতার চারটি লাইন দুইটা লাইন কিংবা একটি লাইন দিয়ে খুবই চমৎকার একটি গল্প লেখা যায়।অনেকেই মনে করেন কবিতা হচ্ছে শর্টকাট একটি বিষয় আসলে এটা ঠিক না।অনেক মেধা খাটিয়ে কবিতা লিখতে হয়।♥♥

 2 years ago 

আপু আপনার কবিতা তো সবসময়ই খুব সুন্দর হয়। আসলেই আপু গল্প লেখা সহজ কবিতা লেখার। কারণ কবিতায় আমরা চরণগুলো মিলিয়ে তারপর মূল জিনিসটি লিখতে হয়। কিন্তু গল্পে আমাদের মন মত সব কিছু লিখতে পারবো। কারণ সেখানে কবিতার মত চরণ মাত্রা এসবের মিল রাখতে হয় না। আজকের কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু গল্প লেখা সহজ। কিন্তু কবিতা লেখা আসলেই অনেক কঠিন কাজ।কারণ কবিতার মধ্যে অনেকগুলো জিনিস খুব লক্ষণীয় বিষয় যদি সেটা সত্যিকারের এর কবিতা হয়।মনের ভাব প্রকাশের জন্য ছন্দ মাত্রা ও বৃত্ত সব মিলিয়ে কবিতা♥♥

 2 years ago 

বাহ্ আপু বিগত দিনের আজকেও অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিবাদি মনোভাব থেকেই কবিতা লেখা হয়েছে সেটা পড়ার বুঝতে পারলাম। সাহিত্যের রস আপনার অনেকাংশ রয়েছে এগিয়ে সফলতা খুব কাছে।😍😍

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।আপনার কাছে কেন মনে হল এটি প্রতিবাদী কবিতা??

আমার মনে হয় সাহিত্যের রস আপনাকেও ছুঁয়ে আছে অনেকাংশে।অনুপ্রেরণামূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা♥♥

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথে একমত, কবিতা লিখা কোন সহজ বিষয় নয়, আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় সকল কিছুর থেকে কবিতা লেখা কঠিন, উপন্যাস লেখা আমার থেকে মনে হয় সবচেয়ে সহজ। কেন না আমি মনে করি উপন্যাস মানে কোন বাস্তব জীবন কাহিনী গড়ে ওঠা চিত্র। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59585.77
ETH 3002.01
USDT 1.00
SBD 3.78