☆নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩☆

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা।

IMG_20230526_233914.jpg


☆নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩☆

IMG-20230526-WA0013.jpg


বন্ধুরা নীলফামারীতে প্রতি বৎসর শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনাকালীন সময়ে এগুলো স্থগিত ছিল। এ বছরেও জমকালো মেলা লেগেছে আমাদের নীলফামারীতে। নীলফামারীতে মেলায় এবার এসেছে রওশন সার্কাস। ছোটবেলায় এই সার্কাসের নাম অনেক শুনেছিলাম। পাশাপাশি হরেক রকমের দোকান।দোকানে সরঞ্জাম দেখে চোখ জুড়িয়ে যায়।তবে মেলায় এখনো জমে উঠে নাই।এসএসসি পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে মেলা আরো জমে উঠবে।প্রায় এক মাসেরও বেশি সময় ধরে মেলা থাকবে জেনেছি। শীপুর জন্মদিনে মেলায় গিয়েছিলাম।তবে সেভাবে ঘড়ি নাই।বিনোদনের জন্য মেলার রাইটস এর ব্যবস্থা রয়েছে। 29 তারিখ শিপুর রাজশাহীতে ভার্সিটি এক্সাম পরীক্ষা। তাই দ্রুত বাসায় চলে এসেছি। আজ 28 তারিখ।তিনটা বেজে ত্রিশ মিনিটে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব তিতুমীর এক্সপ্রেস। নানাবিধ কারণে গতকাল কেউ পোস্ট করতে পারি নাই। বাসায় এত পরিমান মেহমান আছে যে, মেহমানদারী রান্নাবান্না করতে সময় পেরিয়ে যাচ্ছে।নানারকম ব্যস্ততার কারণে এই সপ্তাহ কমিউনিটিতে সময় দিতে পারছি না ঠিক সেভাবে। এজন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বন্ধুরা আপনারা সকলে দোয়া করবেন যেন ভাল কোন ভার্সিটিতে চান্স পায়।ওকে নিয়েই বেশ ছুটাছুটির এর মধ্যে আছি।

IMG_20230526_234637.jpg

মেলার সুসজ্জিত দোকান গুলো দেখে এতটাই ভাল লাগতে ছিল যে অনেক শপিং করার ইচ্ছে করছিল।
কিন্তু সময় এবং মানিব্যাগ দুটোই সীমিত ছিল।তাই আশানরুপ তেমন কোন কেনাকাটা করা হয়নি।তবে যেহেতু মেলায় এক মাস ধরে চলবে তাই ভাবলাম সে পরীক্ষাগুলো ভালোভাবে শেষ হয়ে যায় এরপর একদিন শান্তি মতন মেলায় এসে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা যাবে। চলুন আজ মেলার কয়েকটি দোকানের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে একটু জানিয়ে দেই আমাদের নীলফামারী কিন্তু খুবই শান্ত শিষ্ট এবং পরিচ্ছন্ন শহর।তৃণমূলের এই মানুষগুলো খুব বেশি সহজ এবং সরল।তাই নীলফামারীতে আপনাদেরকে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। চলুন তাহলে মেলার দোকান পাট এর কিছু ছবি দেখে আসা যাক।

IMG_20230527_233703.jpg

IMG-20230526-WA0030.jpg

বিভিন্ন ধরনের অনা মেন্স এর দোকানে চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে কাচের রেশমি চুড়ির প্রতি আমার দূর্বলতা অনেক বেশি।ছোটবেলায় মেলায় গেলে রেশমি চুড়ি কিনতাম।

IMG_20230527_233510.jpg

IMG_20230527_233616.jpg

IMG_20230527_233420.jpg

কিছু কিছু ভেরাইটিজ ধরনের অর্নামেন্টস আছে, যেগুলো মাত্র 30 টাকা 60 টাকা 100 টাকা এইরকম একদরে বিক্রয় হচ্ছে।আবার কিছু কিছু ভ্যানিটি ব্যাগ মাত্র 150 টাকায় বিক্রি হচ্ছে যে গুলো দেখতে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। সেদিন মেলায় তেমন কোন সময় ছিল না হাতে তাই বেশি ফটো তুলতে পারে নাই আগামী দিনের সময় করে ভালো ভালো ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশা-আল্লাহ।

আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাজশাহীর উদ্দেশ্যে রেল স্টেশনে রওনা দিব।তাই সন্মানীত এডমিন মহাদয় এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি এ সপ্তাহে' কমিউনিটিতে নিবিরভাবে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি এ বিষয়ে আমি টিকিট ক্রিয়েট করেছিলাম।তাই আমার বিষয়টি একটু বিবেচনায় রাখবেন আশা রাখছি।
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সুন্দর থাকবেন। সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মত এখানেই।সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য সব সময় দোয়া এবং অফুরন্ত ভালোবাসা।♥♥





dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩। বাণিজ্য মেলার দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আপনি ও শিপু ভাই দারুন ভাবে মেলা ঘুরে দেখেছেন। গতকালকের পোস্টে লেখা ছিল শিপু ভাইয়ের জন্মদিনে মেলা থেকে টি-শার্ট কিনে গিফট করেছিলেন। ঠিক বলেছেন আপু আপনি ভাইয়ের পরীক্ষা শেষে মেলাতে এসে অনেক কিছু কেনাকাটা করেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

নীলফামারীর শিল্প ও বানিজ্য মেলা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। ঠিক বলেছেন আপু, নীলফামারী অনেক শান্ত শিষ্ট এবং পরিচ্ছন্ন শহর। উত্তরের অন্যান্য জেলা গুলোর চিত্রও ঠিক একই রকম। আপনার পোস্টকৃত ছবিগুলো সুন্দর হয়েছে। রওশন সার্কাসের নাম অনেক শুনেছি কিন্তু দেখা হয়নি। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার মাধ্যমে বাণিজ্যমেলার অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। মনে হয় বাণিজ্য মেলা অনেক সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। তবে একটি কথা শুনে খারাপ লাগছে যে আপনাকে আমরা একটি সপ্তাহ পাবনা হয়তোবা আপনার অনেক পোস্ট পড়া থেকেও দূরে থাকতে হবে। তবে আপনাকে সবসময় মিস করি এবং সবসময় মিস করব।

 2 years ago 

আপু নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলাতে মা ছেলে মিলে দারুন সময় কাটিয়েছেন। সন্তান,সংসার সব দিক দিয়ে নজর রেখে কখন যে আপনার সময় অতিক্রম হয়ে যায় বলা মুশকিল। যায়হোক ব্যবস্তার মধ্যে খুব সুন্দর ভাবে মেলার অনুভূতিটা শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108796.16
ETH 3830.07
USDT 1.00
SBD 0.61