শুভেচ্ছা মূল্য দিয়ে সংগ্রহে রাখলাম|| "প্রেম ও এক ফোঁটা জল" কাব্য গ্রন্থটি||~~

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20230313_185355.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।

IMG_20230313_184936.jpg


বন্ধুরা আজ আমার এক প্রিয় কবি ভাই এর সাথে বেশ কিছুক্ষণ সময় কবির কন্ঠে কবিতা এই আয়োজনে সময় কাটিয়েছি।কবির কণ্ঠে কবিতা শুনতে যতটা মধুর লাগে,, ততটাই তৃপ্তিদায়ক।বলছি কবি মনজিল মুরাদ লাভলুর কথা।
কবিতার নান্দনিক ভুবনে যার বিচরণ। বাবা মৃত মনসুরুল হক প্রামানিক। মাতা মৃত মাহমুদা খাতুন এর সর্ব কনিষ্ঠ সন্তান। তার জন্ম ১৯৬৮ সালে নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চল চিলাহাটির গোসাইগঞ্জ গ্রামে। শৈশব-কৈশোর তারুণ্যের দিন কেটেছে চিলাহাটিতে। লেখালেখি শুরু থেকেই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্রিকায় লেখার পাশাপাশি,, অংশ নিচ্ছেন বাংলাদেশ বেতার রংপুর এর সাহিত্য অনুষ্ঠানে। পাশাপাশি সংগঠন পাগল কবি বর্তমানে জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক। লায়ন্স ক্লাব অফ রংপুরেরর পরিচালক। সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সহ-সভাপতি। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি। রংপুর জেলা আহ্বায়ক সহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।এছাড়াও সম্মিলিত লেখকসমাজ রংপুর রংপুর বইমেলা বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। তিনি রংপুর বইমেলা 2022 এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে তার আটটি বই প্রকাশিত হয়েছে। কবিতার পাশাপাশি লিখেছেন আধুনিক গান। তার লেখা গান ইতিমধ্যে অনেক সুনাম পেয়েছে। তার লেখা দুইটি গান কলকাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মনোনীত হয়েছে। কবির প্রকাশিত বইসমূহঃ


IMG20230313224230.jpg


♦নীলিমা ঠিক বলনি-2016

♦বেনারসি বৃষ্টির জল -2017

♦চিঠি আমার নীলাকাশ- 2018

♦ভাজ ভাঙাগড়ার -2019

♦পারোতো ছুঁয়ে দাও -2019

♦রক্তশূন্য আকাশ- 2020

♦করোনা যা দেখেছি যা শিখেছি প্রথম খন্ড 2021

♦আমার কবিতা নিরপেক্ষ নয় -2022

IMG_20230313_184904.jpg

কবির এবারের বইমেলায় প্রকাশিত কবিতার বই প্রেম এবং এক ফোটা জল। বইটি কবিতাপ্রেমী পাঠকদের ভালো লাগবে আশা করি।এই বইটি আমি কবির হাত থেকে শুভেচ্ছা মূল্য দিয়ে আজ নিজেই সংগ্রহ করেছি। এবং বইটি খুব মনোযোগ সহকারে কিছু পড়ে এরপর পোস্ট লিখতে বসেছি।
কবি মনজিল মুরাদ লাভলু আমার অতি প্রিয় ব্যাক্তিত্ব। এই কবিতার বই থেকে কবিকণ্ঠে বেশ কয়েকটি কবিতা শুনলাম। যে কবিতাগুলো শুনে সত্যিই আমি বিমোহিত হয়েছি। এবং আমি আপ্লুত হয়েছি। আর বিশেষ করে মনের মধ্যে এমন একটি মুগ্ধতা ছুঁয়ে গেছে, যা আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমি আজ সারারাত জেগে তার কবিতা শুনবো। তবে তার সাথে আজ রংপুর বইমেলায় কিছুটা সময় কাটিয়ে, আমার এতটাই ভাল লাগছে যে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এতোটুকু অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি যে, তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ। এবং তার লেখা কবিতাগুলো অসাধারণ। তার কবিতার বইটির শুভেচ্ছা মূল্য দিয়ে কিনে পরম তৃপ্তিতে পড়তে পারছি।কারণ একমাত্র লেখকরাই এখনকার সময়ে খুব বেশি অবহেলিত। তারা তাদের মেধা, সময় ও শ্রম দিয়ে যে বইটি তৈরি করে, পাঠকরা সেই বইটি কিনতে আসে না।বরং বেশিরভাগ মানুষই তা,সৌজন্য প্রত্যাশা করে। আসুন আমরা এই নিয়মটা কে ভেঙে ফেলি।লেখকদের একটি করে বই কিনে তাদেরকে আমরা আরো বেশি অনুপ্রাণিত করি অনেক বেশি উৎসাহিত করি।প্রেম ও এক ফোটা জল মনজিল মুরাদ লাভলু ভাইয়ের এবারের কাব্যগ্রন্থ,, নিঃসন্দেহে প্রেমময়।প্রেমের জগতে এক দৃষ্টান্ত। আমি প্রত্যাশা করবো এই বইটি আমরা সকলেই সংগ্রহ করে রাখি।এখন গভীর রাত, আমি পোস্ট লিখছি,, ঘুমু ঘুমু চোখে।আর তাই ভুল ত্রুটি মার্জনীয়।আজ এ পর্যন্তই টা, টা,,


IMG_20230313_185355.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

এমন একজন বিশিষ্ঠ মানুষের পরিচয় পেয়ে দারুন লাগল।বই তো কেনাই যায়,কিন্তু কবির কাছে থেকে কবিতা শোনার পর,তার হাত থেকে বইটি সংগ্রহ করা বিরল। ধন্যবাদ আপু বিশিষ্ট একজন মানুষের পরিচয় ও তার সম্পর্কে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

 3 years ago 

আমার এই প্রিয় মানুষটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পেরে আমার ও খুব ভালো লাগছে।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ♥♥

 3 years ago 

কবি মনজিল মুরাদ লাভলু সাহেব এবং তার প্রেম ও এক ফোঁটা জল কাব্য গ্রন্থটি নিয়ে বিস্তারিত পড়ে ভীষণ ভালো লাগলো। লেখক সম্পর্কে যে বর্ননা দিলেন, তিনি তো দেখছি বেশ সাংগঠনিক ব্যাক্তিত্ব। তার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে আপনি নিজেও বেশ আনন্দিত। আসলে কবিদের সার্বিকভাবে অনুপ্রেরণা দেয়া উচিত, তাহলে তারা এগিয়ে যেতে সচেষ্ট হবেন।

 3 years ago 

এটা সত্য যে কবি সাহিত্যিকরা বই বিক্রি করে তাদের সংসার পরিচালনা করেন না। শুধুমাত্র তাদের বই বিক্রি হলে পরবর্তীতে তারা নতুন আরেকটি সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আর আমরা এখানে এতোটুকু অবদান রাখলে, এমন কি ক্ষতি হয়?
তাই আমাদের প্রত্যেকেরই বই কেনার অভ্যাস করতে হবে।ধন্যবাদ♥♥

 3 years ago 

কবি মনজিল মুরাদ লাভলুর কথা অনেক শুনেছি আপু, তবে তার সান্নিধ্যে যাওয়া কিংবা তাকে দেখার সময় সুযোগ হয়নি। তাই আজ আপনার পোস্টে তার সাথে আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই খুব ভালো লাগলো। আরো ভালো লাগলো এই বিশিষ্ট ব্যক্তির হাত থেকে শুভেচ্ছা মূল্য দিয়ে "প্রেম ও এক ফোটা জল"কাব্যগ্রন্থটি গ্রহণ করা। আপু, স্বনামধন্য এই ব্যক্তির কন্ঠে বেশ কয়েকটি কবিতা শুনতে পেরেছেন আর সেই মুহূর্তে আপনার অনুভূতিটুকু খুবই সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মনজিল মুরাদ লাভলু ভাইয়ের সাথে নিশ্চয়ই কোন একদিন আপনার দেখা, সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।♥♥

 3 years ago 

আপু কবি মনজিল মুরাদ লাভলুর লেখা প্রেম ও এক ফোঁটা জল কাব্য গ্রন্থটির সম্পর্কে এবং কবি সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো। আসলে আমরা তো সব সময় বই কিনি তারপর নিজেরাই পড়ি কিন্তু যার লেখা বই তার মুখ থেকে তার কবিতাগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগে। যার লেখা বই তার হাত থেকে বই সংগ্রহ করার আনন্দটাই আলাদা। আপনি কবির সাথে খুব ভালো একটা সময় কাটিয়েছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আসলেই আপু আপনি ঠিক বলেছেন কবিরা খুব কষ্ট করে শ্রম দিয়ে লেখাগুলো লেখে কিন্তু সেই হিসেবে তারা মূল্য পায় না। আশা করি আজকে আপনার লেখাগুলো পড়ে সবাই উনার লেখা বইটা সংগ্রহ করার চেষ্টা করবে। আপনি কি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একজন স্বনামধন্য কবি সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সেদিন কবির কণ্ঠে কবিতা শুনতে সত্যি আমার দারুন লাগছিল।এ এক অন্যরকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা যায় না। শুধুই উপলব্ধি এবং অনুভব করা যায়।♥♥

 3 years ago 

এমন একজন কবি এবং কবির প্রকাশিত বইসমূহের ব্যাপারে জানতে পেরে খুবই ভালো লাগলো আপু। কোন কবির মুখ থেকে সরাসরি কখনো কবিতা শোনা হয়নি। তবে আপনার পোস্ট পড়ে এটা বুঝতে পেরেছি যে, আপনি কবির মুখ থেকে কবিতা শুনে খুবই আনন্দিত হয়েছেন। আসলে এমন মানুষের সান্নিধ্যে যাওয়া অনেক বড় একটা ব্যাপার। যাইহোক এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

একদম ঠিক ধরেছেন। কবির মুখ থেকে কবিতা শোনার মজাই আলাদা। এবং সত্যিই সেদিন আমি অনেক উপভোগ করেছি, কবির কণ্ঠে কবিতা।♥♥

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.037
BTC 106412.85
ETH 3608.18
USDT 1.00
SBD 0.55