স্বরচিত কবিতা "তৃণমূলের নারী"||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


received_5413272902109869.jpeg


বন্ধুরা আজ গভীর রাতে আবারো আপনাদের জন্য একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে। আপনারা খুব ভালো করেই জানেন কবিতা লিখতে পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে।তারই ধারাবাহিকতায় প্রতিদিন দুই থেকে তিনটা করে কবিতা লিখি।সময় এবং সুযোগ পেলেই লিখি।এবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।অনেক সহজ কিংবা কঠিন কোন ভাষায় সাধারণভাবে বলার চেয়ে, কবিতার ছন্দ আকারে বলতে আমার কাছে অনেক সহজলভ্য মনে হয়। তাইতো আমার চারিদিকে যা কিছু বাস্তব ঘটনা ঘটে আমি সেখান থেকে তার নির্যাসটুকু আমার কবিতার ছন্দে নেয়ার চেষ্টা করি।আর কবিতার ছন্দে ছন্দে পড়তে অনেকের তা ভালো লাগে। তবে আমার আজকের কবিতাটি আমাকে নিয়েই লেখা।এই কবিতায় আমার স্বপ্ন আঁকা আছে।কবিতাটি খুব মনোযোগ সহকারে আপনারা পড়ে যদি উপলব্ধি করেন তবে আমার স্বপ্ন গুলো খুঁজে পাবেন। আমার বাড়ি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে।যে অঞ্চলের নাম রাখা হয়েছিল মঙ্গাকবলিত এলাকা।সেই অঞ্চলে জন্মগ্রহণ করে,, তৃণমূলের মানুষদের কথা না ভেবে কি পারা যায়?? তাইতো আমার চোখে মুখে হাজারো স্বপ্ন,তৃণমূলকে সঙ্গে নিয়েই বিশ্বে পাড়ি দেব।প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের কথা ভাবি নিজের পরিবারের কথা ভাবি।আমিও তার ব্যতিক্রম নয় কিন্তু পাশাপাশি অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবনা টা যেন আমার মনের অন্য এক প্রান্তে জায়গা করে আছে।আর সেই উপলব্ধি থেকে আজকের এই কবিতাটি।চলুন কথা না বাড়িয়ে কবিতাটি পড়ে আসি।



স্বরচিত কবিতা


তৃণমুলের নারী"

IMG_20230119_162045.jpg

সেলিনা সাথী

নীলাঞ্চল এর কন্যা আমি
তৃণমূলের নারী,,
গোটা বিশ্বে দেখিয়ে দিব
আমিও যে পারি।

আত্মবিশ্বাস আছে মনে
আছে প্রত্যয়,,
দেখা পাবো সফলতার
এটা নিশ্চয়।

অধ্যবসায় করি আমি
ধৈর্য অফুরান,
সহিংসতা ঘুঁচে যাবে
হব দীপ্তমান।

সমতায় ঘড়ি মর্যাদা
এই হোক পণ,
নারী-পুরুষ একে অপরের
অতি প্রিয় জন।

সুখী সুন্দর ফুল ফোটাবো
নারী পুরুষ মিলে,
সম্ভাবনার এই প্রত্যাশা
শুধুই আমার দিলে।

আলোকিত সমাজ গড়তে
রাখছি অবদান,,
এই জগতের জগত সভায়
হব মহিয়ান।

হয়তো সেদিন হারিয়ে যাব
না ফেরার ঐ দেশে,,
হাজার মানব হৃদয়ে রব
গভীর ভাবাবেশে।

♥♥
১৯জানুয়ারি২০২৩
সময় বিকেল ০৪.৫৮ মিনিট
কবিতা কুটির, নীলফামারী

♥♥

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপু আপনার কবিতা নিয়ে আর কি বলবো, আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। আজ ও তার ব্যতিক্রম হয়নি। গভীর রাতে নিজেকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। ঠিক বলেছেন আপু আত্মবিশ্বাস থাকলে সফলতা আসবে নিশ্চয়ই।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ এবং উদ্দীপনা দেয়ার জন্য।♥♥

 2 years ago 

আপনার নিজের স্বপ্ন নিয়ে লেখা কবিতা না পড়ে কি থাকা যায়। এমনিতেই আপনার কবিতার ফ্যান আমি। আপনার প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল মানুষদের নিয়ে স্বপ্ন গুলো কবিতায় পড়ে গায়ে কেমন যেন কাটা দিয়ে উঠলো। মনে হলো আমারও অনেক আপনজন আছে যাদের নিয়ে আমারও ভাবা উচিত। আপনি ঠিক বলেছেন আত্মবিশ্বাস, অধ্যবসায়, সময়ানুবর্তিতা থাকলে আপনি উন্নতির শিখরে একসময় আপনার তৃণমূল মানুষদের নিয়ে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

দোয়া করিয়েন ভাইয়া আমাকে পারতেই হবে এটা আমার স্বপ্ন।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ♥♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60071.31
ETH 2409.83
USDT 1.00
SBD 2.43