☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆
☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆
বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, আমার বাংলা ব্লগ পরিবারের সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।
হলাম আমি হাজির
ব্যাচেলরদের বিয়ে দিতে
খোঁজ করছি কাজীর।
❤💚❤
ব্যাচেলরদের জন্য চমক দিয়ে শুরু করলাম আজকের সাথী ব্লগ। বন্ধুরা মজার একটি বিষয় ঘটে গেছে আমার সাথে। আজ বেশ কয়েকদিন ধরে কোন কবিতার লাইন মাথায় আনতে পাচ্ছিনা।হাজারো চেষ্টা করার পরও পাচ্ছিনা।এদিকে আমার কিছু ফেইসবুক ফ্রেন্ড আছে যারা প্রতিদিন আমার একটি করে নতুন নতুন কবিতা পড়তে চান। অথচ,, আজ বেশ কয়েকদিন ধরে আমি নতুন কোন কবিতা লিখতে পারিনাই। চেষ্টা করিনি, তেমন কিন্তু নয়। হাজার বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছি বার বার। এটা কি করে সম্ভব নিজেও ভেবে পাচ্ছিনা। তাইতো মেসেঞ্জারে অনেকেই আমাকে নক দিচ্ছেন আপু নতুন কোন কবিতা পাচ্ছিনা। আপুনতুন কবিতা পাচ্ছিনা। তাদের এই ভালবাসায় আমি আপ্লুত। একজন লেখক হিসেবে পাঠকের এই নিরন্তর ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। এবং নতুন নতুন পাঠক তৈরি করতেও অবদান রাখতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি তৃপ্তিদায়ক মনে হয়। সুন্দর সাবলীল মনোরম ভাষায় কবিতা লিখে মানুষের মন জয় করতে পারা খুব সহজ একটি বিষয় নয়। তবে আমি নিজেকে ধন্য মনে করি যে, সারা বাংলাদেশে শুধু নয়। এপার বাংলা, ওপার বাংলা, কিংবা প্রবাস বাংলা। প্রায় 3 বাংলার অনেক কবি-সাহিত্যিকরা আমার লেখা অনেক বেশি পছন্দ করেন। এবং আমাকে নিয়মিত উৎসাহ-অনুপ্রেরণা এবং উদ্দীপনা দিয়ে যাচ্ছেন তাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে। তাই পাঠকদের কথা চিন্তা করতে করতে ঘর গোছানোর সময় এই কবিতার লাইনগুলো মাতায় চলে আসলো। আর তাই দেরি না করে ঘর গোছানো বাদ দিয়ে আগে লিখে ফেললাম। আজকের আমার এই কবিতাটি মাত্র 5 মিনিটে লিখেছি। খুবই ছোট করে।লিখে আগে ফেসবুকে পোস্ট করলাম। ফেসবুক পাঠকদের জন্য। এবার আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কবিতাটি শেয়ার করছি। আশাকরি আপনাদের মন্দ লাগবে না। কবিতার শিরোনাম "কাব্য-কথা- ছন্দ"। চলুন তাহলে মজার ছলে পড়ে আসি এবং উপভোগ করি।
🥀কাব্য-কথা-ছন্দ🥀
🥀সেলিনা সাথী🥀
কাব্য -কথা- ছন্দ
ঝরে যাওয়া ফুলের মতো
যে ফুলে নাই গন্ধ।
মন আকাশে কালো মেঘের
অবাধ বিচরণ,
বৃষ্টি ছাড়া মেঘের ভেলা
এ কি আচরণ-?
মাত্রা গুলো এলোমেলো
সুর হলো সব বেসুর,
কোথায় গেলে "কাব্য" পাবো
ফিরে পাব নুর-?
নিরব "কলি" মেঘের ছায়ায়
একলা বসে কাঁদে,,
অপলকে চেয়ে চেয়ে
থাকে বসে ছাদে।
কাব্য এসে কলির বুকে
কখন দেবে ধরা,,
মন থেকে দূর হবে সব
বাঁধা -বিঘ্ন -জড়া।
..................................
১৭ মে ২০২৩ ইং
সময় দুপুর ১:৩৩
কবিতা কুটির নীলফামারী।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




আপু আপনার লেখা কবিতা পড়ে মনের শান্তি পাওয়া যায় বলেই সবাই আপনার লেখা নতুন কবিতা খোঁজে। সত্যি আপু আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। আপনার লেখা কবিতা আমার ভীষণ ভালো লাগে। আজকেও দারুন একটি কবিতা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।
এটা সত্য কথা যে, আমার কবিতার পাঠক অনেক। বিশেষ করে ফেসবুকে আমার পাঠকের অভাব নেই। তারা প্রতিদিন ম্যাসেঞ্জারে খোঁজ-খবর নেয়। আপু আজকের নতুন লেখা এখনো পাইনি। অনেকেই এভাবে উৎসাহ-অনুপ্রেরণা দিচ্ছেন দিনের-পর-দিন। আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উজ্জীবিত করে। ধন্যবাদ আপু পাশে থাকার জন্য♥
আপু আপনার কবিতার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় আর নিজের জীবনের সাথে কিছু মিলও খুঁজে পাওয়া যায় বলে ফেইসবুক ফ্রেন্ডরা আপনার কবিতা পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে। আমার কাছেও আপনার কবিতা অনেক ভালো লাগে। আজকের কবিতা পড়েও খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আমার কবিতা আপনার ভালো লাগে জেনে অনেক খুশী হলাম। সুন্দর মন্তব্য করে এভাবেই অনুপ্রেরণা হয়ে পাশে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ♥
আপনার কবিতা পড়ে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ছন্দ গুলো আরো বেশি সুন্দর হয়েছে। কবিতার কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মত। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাঝে মাঝে আপনার কবিতাগুলো পড়লে কোথায় যেন হারিয়ে যাই। শব্দের সাথে শব্দের বাক্যের সাথে বাক্যের কি যে অষ্টপৃষ্ট মিল তা আর বলতে। এত অসাধারণ কবিতা যিনি লেখেন তার তো সমগ্র বিশ্বজুড়েই ভক্ত থাকবেই। যেমন আমিও আপনার একজন ভক্ত হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি।