||বাবা দিবস উপলক্ষে|| স্বরচিত কবিতা|||~~
☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆
☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆
বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। আমাদের প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আমরা সকলেই জানি বাবা হচ্ছেন বট বৃক্ষের মতো মাথার উপর ছায়া হয়ে, সন্তানদের পাশে থাকেন সুখে-দুখে। সন্তান কিংবা পরিবারের জন্য বাবারা সমাজে অন্যরকম রোল প্লে করেন।সকলের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের চাহিদার কথাগুলো প্রায় ভুলেই যান। সন্তানদের মুখে হাসি ফোটাতে সচেষ্ট থাকে বাবার ভূমিকা। সকল বাবাদের মত আমার বাবা ও ছিল ঠিক এরকমের।আমাকে নিয়ে খুব বেশি চিন্তা করতেন তিনি। আমার কখন কি লাগবে সে দিকটাই তার বেশ নজর ছিল।আমাকে হাসি খুশি রাখতে, তার চেষ্টার অন্ত ছিল না। আমার বাবাকে আমি বড় বেশি ভালবাসতাম।কোন কারনে একদিন দেখা না হলে অস্থির হয়ে পড়তাম।বাবা আমাকে মা বলে ডাকত।কখনো বা পাগলি মা আমার বলে ডাকত।মিষ্টি সুরে বাবার সেই ডাকগুলো আজ বড় বেশি মিস করি।বাবা কোথাও থেকে আসার সময় হাতে কিছু না কিছু নিয়ে আসতো আমার জন্য।বাবার মতো করে এখন আর তেমন কেউ ভালোবাসে না।এমনিতেই এখন প্রযুক্তির যুগে মানুষ প্রায় যান্ত্রিক হয়ে উঠেছে।আন্তরিকতা হারিয়ে যাচ্ছে দূর বহুদূরে।এক রুমে পাশাপাশি থেকেও প্রিয়জনরা আগের মত আর অত বেশি প্রিয় হয়ে উঠতে পারে না।আমরা প্রত্যেকেই কেমন যেন হয়ে যাচ্ছি।এখনকার দিনে বাবা-মারা একটু বয়স্ক হলেই সন্তানরা আর তাদের খোঁজ খবর রাখেন না প্রায় বেশিরভাগ সন্তান। মনুষত্ব আর মূল্যবোধ বিবেকের দরজা থেকে বেরিয়ে গেছে অনেক আগেই।
যাই হোক সেইসব বিষয় নিয়ে আজকে আর কথা বলবো না।এবারের বাবা দিবসে বাবাকে নিয়ে নতুন একটি কবিতা লিখেছিলাম।বাবাকে নিয়ে স্বরচিত কবিতাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব।আশা করি আপনাদের ভালো লাগবে।তবে চলুন কথা না বাড়িয়ে কবিতাটি পড়ে আসি।আর হ্যাঁ আপনাদের শুধু সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে সব সময়।
"বাবার স্নেহ-ভালোবাসা"
🥀সেলিনা সাথী🥀
প্রিয় বাবা তুমি,
অশান্ত মন কেঁদে কেঁদে
তোমার ছবি চুমি।
অন্ধকার কবরে বাবা
একলা আছ পরে,
ইচ্ছে করে তোমার মত
আমিও যাই মরে।
কন্যা সন্তান এতিম হলে
যন্ত্রনাটা বাড়ে,
আনমনে তাই হারিয়ে যাই
সমুদ্রের ধারে।
হারিয়ে গেছে বাবা আমার
হারিয়েছে বাড়ি,
জমাট বাঁধা কষ্ট গুলো
করছে আহাজারি।
বাবা ছাড়া নারী জীবন
কষ্টে হাহাকার,,
অপবাদ আর লাঞ্ছনাতে
হয় যে একাকার।
হে বিধাতা কষ্ট এমন
কাউকে দিওনা,
আমার মত কারো বাবা
কেড়ে নিও না।
বাবা হল মাথার উপর
বটবৃক্ষের ছায়া,
শত কষ্টে ও বাবা যেন
অফুরন্ত মায়া।
বাবার স্নেহ ভালবাসা
থাকবে যে অম্লান,
সেই বাবাকে আল্লাহ তুমি
বেহেশত কর দান।
....................................
১৮ জুন ২০২৩
সময় বিকেল ৪:৪০
কবিতা কুটির, নীলফামারী।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বাবা মারা হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা,বাবা মানে যাচ্ছে ভালো যাচ্ছে কেটে দিন, বাবা মানে হারিয়ে যাওয়া আমার সারা দিন। সত্যি বলেছেন আপু ছেলেবেলা বাবা আসার সময় কত কিছু হাতে করে নিয়ে আসতো। আর এখন কেউ তেমন করে কিছু নিয়ে আসে না। জাস্ট অসাধারণ একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল বাবাদের জান্নাতবাসী করুক।
আসলে ছোটবেলায় সেই সব স্মৃতি এখনো মনে দোলা দেয় আপু।।আর তখন নির্দ্বিধায় চোখের অশ্রু গড়িয়ে পড়ে নিজের অজান্তে।♥♥
আপনার কবিতাগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে এবং আপনার কবিতা পড়ে কবিতা লেখার আগ্রহ বেড়েছে আমার।আজকে বাবা দিবসে কবিতাটা এত সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে লিখেছেন যা আসলেই প্রশংসার দাবি রাখে।
আপু আপনি বরাবরই আমাকে খুবই চমৎকার করে উৎসাহ দিয়ে থাকেন।আবার কবিতা আপনাকে অনুপ্রাণিত করে। এবং নতুন কবিতা রচনায় সহযোগিতা করে, জেনে অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥
প্রথমে আপনাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসলে বাবা হচ্ছে আমাদের ভালোবাসার শেষ আশ্রয়স্থল। আস্থার শেষ ভরসা। বাবাই হচ্ছে আমাদের পৃথিবীর সব সব। যেখানে বাবা আছে সেখানে সন্তানের কোন সমস্যা নেই। বাবা দিবসে এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবিতাটি পড়ে,
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
আপু আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আবার আমার বাবার কথা মনে পড়ে ভিষণ খারাপ ও লাগলো। আসলে আমার বাবা নাই তাই আমি বুঝতে পারছি বাবার অভাব কতটা কষ্ট দেয়। যাইহোক বাবাকে নিয়ে লেখা আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।তবে
চরণ চারটি আমার মনে ভিষন দাগ কেটেছে।
ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই চারটি লাইন আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।কঠিন বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি।♥♥
আপু আমরা সবাই বরাবরি জানি আপনি কবিতা লিখতে এবং বলতে কতটা পারদর্শী। যেকোনো সময় আপনি যেকোনো কবিতা লিখতে পারেন এটা আমার বিশ্বাস। আপনি বাবা দিবস উপলক্ষে দারুন একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে আপনার লেখা কবিতাটি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ।
বাবা দিবস উপলক্ষে কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।যে কোন বিষয়ের উপর কবিতা লিখতে পারলেও সব সময় পারি না।♥♥
বাবা দিবস উপলক্ষে আপু আপনি অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে বাবা হল আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বাবার অনুপস্থিতে তার সন্তানের জীবনে কালো আঁধার নেমে আসে। তাই নিঃসন্দেহে সকল সন্তানের জন্য বাবা হল এক ধরনের আশীর্বাদ। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন বাবা হল আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ।শুধুমাত্র বাবার অবর্তমানে এই বোঝা যায় বাবা কি জিনিস ছিল।অনেক বেশি মনে পড়ে বাবাকে।♥♥