꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "বাতি ঘর" :꧂

in আমার বাংলা ব্লগlast year (edited)


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆


IMG_20230713_211450.jpg


꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "বাতি ঘর" :꧂


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

IMG20230715180611.jpg


বন্ধুরা আজ আবারও অনেকদিন পর স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমরা প্রত্যেকেই জানি বইয়ের চেয়ে পরম ভালো বন্ধু আর কেউ হতে পারে না।আর তাই তো আমার মন খারাপ থাকলে কিংবা শরীর খারাপ থাকলে আমি সবার আগে বই পড়ার চেষ্টা করি।বইয়ের সাথে সখ্যতা আমার সেই ছোটবেলা থেকে।নিজে যেমন বই পড়তে ভালোবাসি।ঠিক তেমনি অন্যদেরকে পড়াতেও অনেক বেশি ভালো লাগে আমার।আর সেজন্যই গড়ে তুলেছি সাথী পাঠাদার। সাথী পাঠাগার প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।তখন থেকে এখন পর্যন্ত নানারকম চড়াই উৎরাই পেরিয়ে আগলে রেখেছি এই পাঠাগারটি।যে কোন বিষয়ে আমি খুব বেশি কষ্ট পেলে পাঠাগারে যাই।হরেক রকমের বই দেখলে আমার মনটা বেশ ভালো হয়ে যায়।বইয়ের সাথে আমার মনের কোথাও একটা গভীর সংযোগ রয়েছে।বই উপহার পেতে যেমন ভালো লাগে উপহার দিতেও তেমনি ভালো লাগে।আমার মনের সরল অনুভূতি থেকে সকলের কাছে আহবান করব আপনারা সকলে প্রতিদিন দু এক পৃষ্ঠা করে হলেও বই পড়বেন।বইয়ের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলুন। দেখবেন সেখানে আলাদা একটা প্রশান্তি খুঁজে পাচ্ছেন।ঠিক যে অনুভূতি থেকে আমার আজকের এই কবিতাটি লেখা।কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগলো।আশা করি কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের কবিতাটি।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মত,,,,,

" বাতিঘর"


🥀সেলিনা সাথী🥀

আলোর পথে ছুটে চলি
আলোর পথযাত্রী,,
আলোয় আলোয় ভরে তুলি
জ্যোৎস্না ভেজা রাত্রি।

আলো নিয়ে খেলা করি
আলোর বাতিঘরে,
আলোর প্রদীপ শিখা নিয়ে
ছুটছি ঘরে ঘরে।

বই যে আমার আশার আলো
বই যে আমার প্রাণ,,
বই যে আমার ভালোবাসা
নিত্যদিনের ত্রাণ।

আমার সাথে যাবে কারা
এসো বেঁধে দল,,
বই যে হল আলোর প্রতীক
বাড়ায় মনোবল।

জ্ঞানের আলোয় উদ্ভাসিত
স্বপ্নের পাঠাগার,,
মানুষ থেকে মানুষ হওয়ার
শ্রেষ্ঠ হাতিয়ার।

আলোকিত মানুষ হতে
গ্রন্থাগারে যাই,,
নানারকম বইয়ের মাঝে
প্রশান্তি খুঁজে পাই।

আলোর পথযাত্রী আমি
আলোর পথে এসো,,
আলোর মশাল হাতে নিয়ে
আলোকে ভালোবেসো।

তাইরে নাইরে নাই,,
তাইরে নাইরে নাই
বইয়ের চেয়ে ভাল বন্ধু
এই জগতে নাই।
তাইরে নাইরে নাই।


বন্ধুরা আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আর আপনাদের ভালোলাগাই আমার পরম পাওয়া।একরাশ মুগ্ধতা জানিয়ে আজকের মত এখানেই ইতি টানছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সব সময়।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

বাতিঘর নামের কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।আপনার কবিতার লাইনগুলো চমৎকার ভাবে ছন্দ দিয়ে সাজিয়েছেন।আমার খুব ভালো লাগলো। সত্যি কথাই বলেছেন বই পড়লে আলাদা একটি শান্তি পাওয়া যায়। আর সত্যি বইয়ের চাইতে এতো ভালো বন্ধু এই জগতে নেই,সত্যি ই নেই।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

বাতিঘর কবিতাটি পড়ে এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ♥♥

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।আপনার প্রতিটি কবিতা আমার কাছে অনেক ভালো লাগে আর আপনার কবিতা গুলো থেকে অনেক কিছু শিখার আছে বোঝার আছে। আপনার কবিতা পড়ে পড়ে কবিতা লেখার আগ্রহ দিন দিন আরো বেড়েই যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45