নীলিমা নীল আপুর "কবি" কবিতার আবৃত্তি||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

received_553372210003213.jpeg


প্রিয় বন্ধুরা, সকলকে অতলান্তিক শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি।


IMG_20230102_111840.jpg


বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য খুবই চমৎকার একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়েছি। আশাকরি কবিতাটি আপনাদের ভালো লাগবে। তবে কবিতাটি রেকর্ড করতে গিয়ে বড় রকমের কি সমস্যা হয়েছে।যে হেডফোন লাগিয়ে কবিতাটি রেকর্ড করেছি সেটার কারণে ফেশন শো শো শব্দ করছে।বাসায় এই মূহুর্তে আর কোন হেডফোন নেই।আর তাই নিরুপায় হয়ে এই অবস্থায় আপনাদের সাথে প্রেজেন্ট করতে হচ্ছে আমাকে।যাইহোক এই কবিতাটি লিখেছেন আমার খুবই প্রিয় এক আপু যার নাম নীলিমা নীল।আপুর বাসা পাবনায়।এবার উত্তরণ আন্তর্জাতিক সংস্কৃতিক সম্মেলনে গিয়ে আপুর সাথে পরিচয় হয়েছে। আপু বেশ মিষ্টি ভাষী এবং খুবই মিশুক স্বভাবের।আপু খুব সুন্দর একটি লাল টুকটুকে জামা আমাকে উপহার দিয়েছে।মাত্র দু একদিনের পরিচয় কেউ এত বেশি আপন হতে পারে তা এই আপু দৃষ্টান্ত।আপুর খুবই ইচ্ছে আমি তার এই কবিতাটি পাঠ করি।তাই আজকে কবিতাটি পাঠ করার জন্য মনস্থির করলাম।কিন্তু দুঃখের বিষয় আমার হেডফোনটির কারণে কবিতাটি সুন্দর আবৃত্তি করতে পারলাম না।আর এজন্য আন্তরিকভাবে সরি বলে নিচ্ছি।নীলিমা নিলাপু তোমাকে বলছি এই কবিতাটি আগামীতে আমি আবারও খুব সুন্দর করে আবৃত্তি করে তোমাকে উপহার দিব।মন খারাপ করো না কিন্তু। আপুর কবিতার শিরোনাম "কবি"।খুবই চমৎকার একটি কবিতা।তবে আমি তেমন সুন্দর করে পড়তে পারিনি।তবুও আমার আজকের আবৃত্তি আপনাদের যদি এতোটুকু ভালো লেগে থাকে তবে আমার পরম সার্থকতা। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে পুনরুজ্জীবিত করে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন কবিতাটি শুনে আসা যাক।



কবি
কথাঃ নীলিমা নীল

IMG_20230102_111824.jpg


আবৃত্তিঃসেলিনা সাথী

♥*ভিডিও লিংক


কবিতার লিরিক্স

কবি তুমি কি আমার চোখের ভাষা বুঝতে পারো?
বুঝতে পারো কি আমার মনের না বলা কথাগুলো?
আমার স্পর্শে কি তোমার মধ্যে কোন ভালোলাগা কাজ করে?
যদি সেটাই হয় তবে কি বুঝবো আমি?
এটা কি তোমার ক্ষনিকের কোন মোহ?
নাকি হঠাৎ মনের কোন খাম -খেয়ালি?
যা আমার দুয়ারে এসে দমকা হাওয়ার মত আছড়ে পরে বারংবার।
না কি কোন অশরীরি ভালোবাসার কবিতা ?
যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না শুধু অনুভব করা যায়?
যার ছোঁয়াতে থাকে অদ্ভুত এক ভালো লাগা
যার স্পর্শে আজানা এক ভালো বাসা এসে আবির ছোঁয়ায় আমার চোখের তারায়।
কবি তোমার সমস্ত না বলা কথা গুলো,
কবিতার ছন্দে আমার সামনে এসে দাঁড়ায়।
তোমার কবিতার ছন্দ গুলো কেন?
আমার পায়ে শিকল পড়ায় নিদারুন অভিনয়ে।
জানি না এ শিকল ছেঁড়ার সাধ্য হবে কি আমার?
আচ্ছা কবি, তুমি কি কোন দুর্বোধ্য কবিতা?
নাকি প্রেয়সীর কাছে যত্নে লেখা কোন খোলা চিঠি?
নাকি কোন নাম না জানা কবিতার পাঠ্যবই
যার প্রতিটি প্রচ্ছদে লেখা থাকবে আমাদের এই ক্ষনিকের ভালো লাগার ক্ষন টুকু
তোমার,আমার স্মৃতি হয়ে আমার আঙিনায়।
কবি তোমায় কি, আমি খোলা চিঠির মত পড়তে পারি
নাকি তুমি কোন দুর্বোধ্য কবিতার প্রেক্ষাপট♥



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

কবির কণ্ঠে কবি কবিতা আবৃত্তি, বিষয়টা ভাবতেই তো দারুন লাগছে। যেমন আপনার আবৃতি ঠিক তেমনি নীলিমা আপুর কবিতার লাইনগুলো। তিনি অসাধারণ কবিতা লিখতে পারেন তার কবিতাটি আমার খুবই পছন্দ হয়েছে।

 2 years ago 

এতো চমৎকার করে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।সত্যিই নীলিমা নীল আপু খুবই ভালো লিখেন।♥♥

 2 years ago 

নীলিমা আপুর কবিতা লেখা বেশ দুর্দান্ত আর আপনার কথা তো বলতে হয় খুবই চমৎকার আবৃত্তি করেছেন আপনি। এক কথা অসাধারণ। যেমন অসাধারণ কবিতা ছন্দ ঠিক তেমনি অসাধারণ কণ্ঠের প্রতিধ্বনি । আসলে কবিতা আবৃতি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে প্রায় সময় কবিতা আবৃত করে থাকেন। ধন্যবাদ এত চমৎকার আবৃত্তি পরিবেশন করার জন্য।

 2 years ago 

নীলিমা আপুর কবিতা আর আমার আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।♥♥

 2 years ago 

আপনার কবিতা আবৃত্তি মানে দারুন কিছু।
লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেছে ♥️
হ্যা কেমন যেন একটা সো সো শব্দ করছিল।
তারপরেও দারুন হয়েছে আবৃত্তি 👌

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ,,♥♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43