꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "মনের কথা" :꧂

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆



꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "মনের কথা" :꧂


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230828_005328.jpg


বন্ধুরা আজ আবারও আর একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।এই মনের মধ্যে নানা ধরনের ব্যাকুলতা বাসা বেঁধে আছে। অনেক ব্যথা অনেক যন্ত্রণা লুকিয়ে আছে মনের গভীরে।আমরা যারা মধ্যবিত্ত পরিবারে জীবনযাপন করছি তাদের বর্তমান জীবন যাপন করা কতটাই নাজু মধ্যবিত্ত রাই তা ভালো বোঝে।বিশেষ করে বাজারের ঊর্ধ্বগতি দাম।বাচ্চাদের লেখাপড়া করানো কতটা যে দুর্বিষহ হয়ে পড়েছে।তাই শুধুমাত্র মধ্যবিত্তরাই জানে।এরকম নানা ধরনের জটিলতা মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। কিছুতেই বুঝে উঠতে পারছি না।তাই ভাবতে ভাবতে একসময় এই কবিতাটি লিখে ফেললাম।কবিতার শিরোনাম মনের কথা।কবিতার মধ্যে যতটুকু ফুটিয়ে তুলেছি তার চেয়েও অনেক গভীরে লুকিয়ে আছে আরো অনেক অনেক কথা।যে কথাগুলো বর্তমানে ব্যথায় রূপ ধারণ করেছে।প্রেসারটা কে করেছে উর্ধ্বগামী।হৃদ যন্ত্রের ক্রিয়া কখনো কখনো থমকে যায়।তারপরেও এই কবিতাটি লিখে রাখলাম শুধু আপনাদের জন্য।যেদিন এই পৃথিবীর বুকে আমি আর থাকবো না,সেদিন এই কবিতার লাইনগুলো আপনাদের সাথে কথা বলবে।আপনারাও আমার কবিতার মাঝে খুজে পাবেন কবি সেলিনা সাথী আপুকে।যাইহোক অনেক কথা বলে ফেললাম।ত্রুটি মার্জনীয়।

IMG_20230828_004837.jpg

বন্ধুরা আপনারা আমার জজন্য দোয়া করবেন আমি যেন। শত ব্যস্ততার মাঝেও আগের মত করে গান কবিতা গল্প রেসিপি নতুন নতুন ডাই প্রজেক্ট নিয়ে হাজির হতে পারি আপনাদের মাঝে।।কারণ এগুলো আমার ভালোলাগা।ইনশাআল্লাহ আমার বাংলা ব্লক পরিবারের সাথে লেগে থাকব যত কঠিন বাস্তবতার মুখোমুখি হই না কেন।তো বন্ধুরা থাক সেসব কথা।চলুন আজকের কবিতাটি পড়ে আসা যাক।আমার আজকের কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবেই আমার পরম পাওয়া।আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।

"মনের কথা"


🥀সেলিনা সাথী🥀


কাব্য কথার ছন্দালাপে
মনের কথা বলি,,
হাজার প্যারা মেনে নিয়ে
বাধ্য হয়ে চলি।

বাজারে এখন সব কিছুরই
আকাশ ছোঁয়া দাম,
কিনতে গেলেই যাই ভুলে যাই
লিস্টে থাকা নাম।

আয় আমার যেমন তেমন
ব্যয়ের খাতা ভারি,
ব্যায় বুঝে আয় করতে
কেমন করে পারি-?

সন্তানদের লেখাপড়ায়
দিশেহারা হয়ে,
দুশ্চিন্তায় দিনে দিনে
যাচ্ছি বুঝি ক্ষয়ে।

চাল ডাল কাঁচা বাজারের
আকাশ ছোঁয়া দাম,
বাজার গেলেই অঝোরে
ঝরে শুধু ঘাম।

আরো অনেক ব্যথা আছে
মনের মাঝে লুকে,
ধারণ করে মস্তিষ্কে
আগলে রাখি বুকে।

ছন্দালাপে মনের কথা
এতটুকুই আজ,,
বেশি কিছু বলতে গেলে
পাচ্ছি এখন লাজ।
................................
২৮/০৮/২০২৩
সময় রাত ০১:০৮
কবিতা কুটির নীলফামারী।সাথী

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

আপনি একদম ঠিকই বলেছেন আপু বর্তমানে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য বর্তমান সমাজের টিকে থাকাটা বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতির কারণে সবকিছুই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। যেখানে মানুষের ইনকাম একই রয়েছে সেখানে সবকিছুর দাম ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে যাই হোক আপু আপনি কবিতাটি খুব সুন্দর ভাবে লিখেছেন। কবিতাটি পড়ে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ♥♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44