100 তম হ্যাংআউটে অনুভূতি ও কবিতা|||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::. ১০০তম হ্যাংআউট::. ꧂☆



IMG-20230518-WA0001.jpg


☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। ১০০ তম হ্যাংআউটের একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, আমার বাংলা ব্লগ পরিবারের সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা 100 তম হ্যাংআউটে আপনাদের সকলকে স্বাগতম। 100 তম হ্যাংআউট একটি সর্বকালের সেরা হ্যাংআউট হিসেবে আমাদের সকলের হৃদয়ে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। টানটান উত্তেজনায় অতিবাহিত হল আজকের হ্যাংআউট।সকলেই খুবই চমৎকার চমৎকার অনুভূতি, কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফলাফল, গান, কবিতা, এবং এত এত টিপস।সত্যিই ভিন্ন ভাবে পালিত হলো 100 তম হ্যাংআউট। আজকে এই হ্যাংআউটে এতো চমৎকার করে উপভোগ করেছি যে এর অনুভূতি লিখে প্রকাশ করতে পারবোনা। আমার বাংলা ব্লগ আমাদের প্রাণের স্পন্দন হয়ে উঠেছে। সকাল থেকে রাত অবধি সারাদিন অতিবাহিত হয় আমার বাংলা ব্লগ পরিবারের সাথে প্রায় প্রতিদিন। পরিবারের সকলের সাথে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে।আমি প্রথম থেকে 100 তম হ্যাংআউট পর্যন্ত লেগে আছি।কারণ আমার বাংলা ব্লগ পরিবারের মায়ার মায়ার জালে আটকে পড়েছি আষ্টেপিষ্ঠে। যাইহোক হ্যাংআউট শেষ হতে হতে প্রায় অনেক রাত হয়ে গেলো। তাই খুব স্বল্প পরিসরে আজকের অনুভূতি ছোট করে আমার স্বরচিত কবিতার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব।আশাকরি আপনাদের মন্দ লাগবেনা।

🥀১০০তম হ্যাংআউট 🥀


IMG-20230518-WA0002.jpg



🥀সেলিনা সাথী🥀


আমার বাংলা ব্লগ হলো
সম্ভাবনার নাম,,
100 তম হ্যাংআউটে
আমি বলে গেলাম

মুগ্ধ করা হ্যাংআউটের
নানা আয়োজন,
বাংলা ব্লগ ইউজারদের
ভরিয়ে দেয় মন।

সাপ্তাহিক কাজের মূল্যায়ন
তুলে ধরা হয়,
কেউবা থাকে হাসিখুশি
কেউবা পায় ভয়।

মডারেটর এডমিনরা দেন,
ঝাল টক মিষ্টি,,
প্রাণপ্রিয় দাদার কথায়
অনুপ্রেরণা হয় সৃষ্টি।

ধাঁ ধাঁ র আসর জমজমাট
টিপস ছড়াছড়ি,
গুগোল ম্যানরা হাসিতে
দেয় যে গড়াগড়ি।

নানা রকম প্রতিযোগিতার
সেরা উপহার,
অনুভুতি মুগ্ধ করায়
সবার কথা সবার।

সুপার একটিভ লিস্টের জন্য
উত্তেজনা সবার,
বাছাই করা হয় আবার
সেরা ব্লগার।

বিনোদনে ভরিয়ে যায়
সবার মন ও প্রাণ,
গান কবিতার মূর্ছনাতে
মুহুমুহু ঘ্রাণ।

100 তম হ্যাংআউটের
বিশেষ আয়োজনে,
শিহরিত হচ্ছে হৃদয়
বিশেষ ক্ষণে ক্ষণে।

ভালোবাসা ছড়িয়ে দিলাম
সবার মনে আজ,
আমার বাংলা ব্লগে জানি
পরব মাথায় তাজ।
..............................
১৮ মে ২০২৩ ইং
সময় রাত ২:৩৪
কবিতা কুটির নীলফামারী ।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আসলেই টানটান উত্তেজনার সাথে শেষ হয়ে গিয়েছে একশতম হ্যাংআউট। আসলে এই রাতের জন্য সকাল থেকে অনেক অপেক্ষা করেছি। সবাই মিলে আড্ডায় বেশ ভালোভাবে মেতে উঠেছিল। অন্যরকম একটা অনুভূতির সাথে একশতম হ্যাংআউট পালন করা হয়েছে। বিভিন্ন রকম গান বাজনা কুইজ প্রতিযোগিতা সব মিলিয়ে অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল। আপনি আপনার অনুভূতি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে লিখে তুলে ধরেছেন এবং খুবই সুন্দর একটা কবিতাও লিখেছেন যা পড়ে মনটা ভরে গেল। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে কার কাছেই না ভালো লাগবে পড়তে। খুবই সুন্দর ছিল আপনার লেখা কবিতা এবং আপনার অনুভূতি পোস্ট।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু । গতকাল 100 তম হ্যাংআউটে সত্যি অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম এক অনুভূতি, এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে পালিত হয়েছে
এত চমৎকার একটি অনুভূতি নিয়ে কবিতা না লিখে কি পারা যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।♥♥

 2 years ago 

আসলেই আপু ১০০ তম হ্যাংআউট টানটান উত্তেজনায় শেষ হয়ে গেলো গতরাতে ৷ তখনকার মুহূর্তটা সত্যিই দারুণ ছিলো সবার ৷ দেখতে দেখতেই যেনো ১০০ তম হ্যাংআউটে পৌঁছে গেলাম গতকাল৷ আজ আবার নতুন আরো একটি হ্যাংআউটের অপেক্ষায় ৷ এই অনুভূতি গুলো আসলেই ভাষায় প্রকাশ করার মতো নাহ ৷ যাই হোক , আপনার সুন্দর কবিতায় চমৎকার ভাবে ফুটে উঠেছে আপনার সুন্দর অনুভূতি ৷ অনেক ভালো লাগলো ছন্দে ছন্দে কবিতাটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।খুবই চমৎকার উৎসাহমূলক মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।♥♥

 2 years ago 

আপনি 100 তম হ্যাংআউট নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন। আর কবিতাটি পড়ে মনে হলো যে একদম বাস্তব আর বাস্তবে হাংআউটে যা ঘটে পুরো ঘটনাটি আপনার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এ জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108415.08
ETH 3847.10
USDT 1.00
SBD 0.61